ট্রেন্ডিং

রেশন কার্ড ছাড়াই সকলে তুলতে পারবেন চাল, গম, সমস্ত মুদি সামগ্রী।

আপনার আছে তো রেশন কার্ড? মহামারীর আবহে ৮০ কোটি সাধারণ মানুষের উদ্দেশ্যে দেশে চালু করা হয়েছিল বিনামূল্যে রেশন প্রদান যোজনা। বর্তমানে বাজেট ঘোষণার পর এই যোজনার মেয়াদ আরো 1 বছর বাড়ানো হয়েছে। তবে রেশন কার্ড না থাকলে এই সুবিধা গ্রহণ করা যাবে না। কার্ড ধারকদের সুবিধার্থে ক্যাটাগরিতে বিভাজন করা হয়েছে। রেশন তোলার নির্দিষ্ট নিয়ম অনুসারেই খাদ্যসামগ্রী পেয়ে থাকেন গ্রাহকেরা।

রেশন কার্ড ছাড়াই রেশন তোলার নতুন নিয়ম কবে থেকে চালু হচ্ছে?

এছাড়া রেশন তোলায় দুর্নীতি বন্ধ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। তার মধ্যে একটি হল রেশন দোকানে খাদ্যশস্য মাপার ক্ষেত্রে আধুনিক যন্ত্র ব্যবহার। এবার রেশন তোলার নিয়মে আবার বড়োসড় বদল আনা হল।

Ration Card এ রেশন দেওয়ার নিয়ম বদল, এবার থেকে কোন কার্ডে কি কি পাবেন, জেনে নিন।

রেশন তোলার নয়া নিয়ম?
ভবিষ্যতে রেশন কার্ড না থাকলেও পাওয়া যাবে বিনামূল্যে খাদ্যসামগ্রী। তবে দেশের সকল সাধারণ মানুষেরা এই সুবিধা পাচ্ছেন না। কেবলমাত্র উত্তরপ্রদেশের জনগন এই সুবিধা পাবেন। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। কেবলমাত্র ফ্যামিলি আইডি থাকলেই রেশনের সুবিধা পাবেন গ্রাহকেরা। যেখানে অন্যান্য রাজ্যের মানুষেরা কার্ড ছাড়া রেশনের সুবিধা পান না। সেখানে UP এর নাগরিকদের জন্য রেশন কার্ড ছাড়া রেশন তোলার সুবিধা নিঃসন্দেহে সুখবর।

কি এই ফ্যামিলি কার্ড?
এক কথায় বলা যায়, রেশন কার্ড না থাকলেও রেশন পাওয়ার সুবিধা। কেন্দ্রের প্রস্তাবের পর পাইলট প্রজেক্ট হিসেবে প্রথম উত্তরপ্রদেশে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এর জন্য নতুন অনলাইন পোর্টাল চালু হয়েছে। পোর্টালের নাম ফ্যামিলি কার্ড।

সেখানে এই রাজ্যের প্রত্যেক পরিবারের সকল সদস্যের নাম নথিভুক্ত রাখা হবে। তাদের দেওয়া হবে ১২ সংখ্যার আইডি নম্বর। এমনকি যেসকল নাগরিকের রেশন কার্ড রয়েছে, তারাও আইডির মাধ্যমে পরিচয়পত্র তৈরি করতে পারবেন। সেই ১২ সংখ্যার আইডি নম্বর ব্যবহার করে পাবেন খাদ্যসামগ্রীও। ফলে যেমন সুবিধা গ্রাহকদের তেমনই কমবে দুর্নীতিও, এমনটাই মনে করছে অনেক মানুষ।

ফ্যামিলি আইডি তৈরির পদ্ধতি?
বর্তমান ডিজিটাল ইন্ডিয়ায় বাড়িতে বসেই অনলাইন পদ্ধতি ব্যবহার করে যে কোনো সাধারণ কাজ নিমেষের মধ্যেই করা সম্ভব। তেমনই অনলাইন পদ্ধতি ব্যবহার করে ফ্যামিলি আইডি তৈরি করা যাবে। তার জন্য উত্তরপ্রদেশের রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট- https://familyid.up.gov.in/portal/index.html
এরপর প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আবেদন জানাতে হবে। আইডি তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন হলে তা প্রদান করা হবে।

ফেব্রুয়ারি মাসে কত পরিমাণে খাদ্যসামগ্রী পাবেন দেখে নিন।

ব্যক্তিকে সেই আইডি সঠিকভাবে লিখে রাখতে হবে। প্রয়োজনে এই আইডি ব্যবহার করা যাবে। এছাড়া এই আইডি অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। ফ্যামিলি আইডি ব্যবহার করে ব্যক্তি নিজের এবং পরিবারের জন্ম শংসাপত্র, জাতিগত শংসাপত্র, পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট, উত্তরপ্রদেশ সরকারের চালু করা সরকারি প্রকল্পের জন্য ব্যবহার বা আবেদন জানাতে পারবেন।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *