UPI এর বড় চমক, এইবার কিপ্যাড ফোন থেকেও পাবেন এই উন্নত সুবিধা।
UPI থেকে কি কি সুবিধা পাবেন দেখুন।
UPI ব্যবহার করতে পারেন না? বর্তমানে বেশিরভাগ মানুষই ক্যাশলেস পদ্ধতিতে কেনাকাটা করে থাকেন। যেহেতু ক্যাশলেস পদ্ধতি, তাই হাতে টাকা না দিয়ে অন্য কারো মোবাইল নম্বরে টাকা পাঠিয়ে দেওয়া যায়। উন্নত তথ্যপ্রযুক্তির জন্য এটা আরো সহজ হয়েছে। এমন অবস্থায় অনেকেরই প্রশ্ন থাকে, কেবলমাত্র স্মার্টফোনেই এই ইউপিআই (UPI) এর মাধ্যমে পে এর সুবিধা পাওয়া যায়। কিন্তু আসলে এটা অনেকেই জানেন না, সাধারণ কিপ্যাড মোবাইলেও ব্যবহারকারীরা এই সুবিধা পেতে পারেন।
হঠাৎ করেই বন্ধ হয়ে গেল 4টি জনপ্রিয় BSNL রিচার্জ প্ল্যান, খরচ বাড়বে গ্রাহকের।
দেশের প্রান্তিক মানুষের জন্য এই সার্ভিস আনা হয়েছে। লেনদেনের পদ্ধতি? সেই বিষয়ে জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনে চোখ রাখতে ভুলবেন না। বিশেষত, স্মার্টফোনের মাধ্যমে অন্য মোবাইল নম্বরে পে বা টাকা পাঠাতে প্রয়োজন হয় ইন্টারনেট এবং মোবাইল অ্যাপের। যদিও কিপ্যাড মোবাইলে এগুলি ছাড়াও টাকা লেনদেন করা সম্ভব। RBI এর তরফে সাধারণ মানুষের সুবিধার্থে এই প্রক্রিয়া চালু করা হয়েছে।
কিভাবে UPI থেকে লেনদেন করা যাবে, তার পদ্ধতি-
১) মোবাইল ফোন থেকে 08045163666 ডায়াল করতে হবে।
২) কোন ভাষায় লেনদেন করতে চাইবেন, তা সিলেক্ট করতে হবে। তারপর লেনদেনের জন্য ১ ক্লিক করতে হবে।
৩) যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেটির নাম জানাতে হবে।
৪) এরপর পূর্বের তথ্য ঠিক কিনা তা যাচাই করার জন্য প্রশ্ন করা হলে আবার ১ টিপতে হবে।
৫) আবার ১ টিপতে হবে।
৬) যে মোবাইল নম্বরে টাকা পাঠাতে চাইবেন, সেটি ইনপুট করতে হবে।
৭) ফের ১ টিপে তথ্য ঠিক আছে কিনা তা জানাতে হবে।
৮) যত অঙ্কের টাকা পাঠাতে চাইবেন, তা লিখে ইউপিআই পিন দিতে হবে। তাহলেই লেনদেন সম্পূর্ণ হয়ে যাবে।
কোন কোন ভাষায় লেনদেন করা যাবে?
বর্তমানে কেবল দুটি ভাষায় (হিন্দি ও ইংরেজি) লেনদেন করা যাবে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, RBI এর তরফে জানানো হয়েছে, শীঘ্রই দেশের বাকি অনেক ভাষাতেও এই সুবিধা প্রদান করা হবে।
জরুরি খবর, স্মার্টফোন ব্যবহারকারীদের টাকা লেনদেনের ক্ষেত্রে সাইবার জালিয়াতির বিষয়টি মাথায় রাখতে হবে। যে কোন QR কোড স্ক্যান করে টাকা পাঠানোর আগে ভালোভাবে খেয়াল করতে ভুলবেন না।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।