ট্রেন্ডিং

Breaking News – গ্যাস বুকিং থেকে ব্যাংক সার্ভিস, এপ্রিল থেকে বদলে যাচ্ছে 9 টি নিয়ম, হয়রানি এড়াতে জেনে নিন।

April মাসের Breaking News. চাকরীজীবীরা প্রতি মাসে বেতন পেয়ে থাকেন। তার থেকে সংসারের খরচও হিসাব করে রাখতে হয়। যদিও ব্যবসায়ী বা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত থাকলেও কিংবা মাসিক বেতন না পেলেও এই একই পরিকল্পনা করে থাকেন সাধারণ মানুষ। সেক্ষেত্রে কোনো জিনিসের মূল্য বৃদ্ধি হলে ভোগান্তিতে পড়তে হয় আমজনতাকেই। আর মাত্র ২ দিন বাকি। এরপরই নতুন বছরের এপ্রিল মাস শুরু হচ্ছে। নতুন অর্থবর্ষে বহু নিয়ম বা জিনিসের দামের পরিবর্তন করা হয়ে থাকে। আজকে এই প্রতিবেদনে এমনই ৯ টি বিষয় তুলে ধরা হচ্ছে।

Breaking News পাল্টে গেলো বহু নিয়ম।

১) প্যান ও আধার কার্ড লিংক-
ইতিমধ্যেই এই দুটি কার্ড লিংকের বিষয়ে সকলেই জানেন। আগামী ৩১ মার্চের মধ্যে আধার ও প্যান কার্ড লিংক না করলে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। অনেকেই আছেন যাদের এই দুটি কার্ডের তথ্য ভুল রয়েছে। সেক্ষেত্রে লিংক করতে অসুবিধে হবে। আগে তথ্য ঠিক করাতে হবে। তারপর লিংক করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে লিংক না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এর ফলে আর্থিক লেনদেনের পাশাপাশি ই- ফাইলিং এ সমস্যা হবে। কিভাবে লিংক করতে হবে? এ বিষয়ে আমাদের পোর্টালে আগেই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। একবার তা দেখে নিতে পারেন।

সাধারণ মানুষের জন্য বিরাট স্বস্তি, উজালা যোজনায় 12 মাসই রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি, ঘোষণা কেন্দ্রের।

২) Breaking News সোনার গহনা বিক্রির নিয়ম বদল-
কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ১ এপ্রিল,২০২৩ তারিখ থেকে কোনো ব্যবসায়ী হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর (HUID) ছাড়া সোনার গহনা বিক্রি করার অনুমতি পাবেন না। গ্রাহকেরা অনেকসময় গহনা কিনতে গিয়ে সমস্যায় পড়েন। ভবিষ্যতে যাতে এইরকম বিপদে না পড়তে হয়, তাই গ্রাহকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩) Breaking News এলপিজি ও সিএনজির দামে পরিবর্তন-
প্রতি বছর মার্চ মাস থেকেই গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পায়। এচলতি বছরের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দাম ২৫ টাকা বেড়েছিল। যদিও রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি। কিন্তু আগামী মাসে নতুন করে রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো বা কমানো হচ্ছে কিনা তার আপডেট দেওয়া হবে আমাদের পোর্টালে।

৪) জ্বালানির দামে পরিবর্তন-
প্রতি মাসের ১ তারিখ সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল-ডিজেলের নতুন দাম রাখে। এপ্রিল মাসে জ্বালানির দামের পরিবর্তন হচ্ছে কিনা তা জানা যাবে। এই সম্পর্কিত আপডেট পেতে নজর রাখুন ডেইলি সার্চ ওয়েবপোর্টালে।

৫) প্রতিবন্ধীদের জন্য ইউনিক ডিসএবলিটি আইডি (Unique Disability ID) প্রদান-
সরকারের পক্ষ থেকে সরকারি সুবিধার প্রদান করা হবে প্রতিবন্ধীদের। এ প্রসঙ্গে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে প্রতিবন্ধীদের সরকারি স্কিমগুলির সুবিধার জন্য উদিদি থাকতে হবে। আর যাদের UDID নেই তাদের, এর জন্য UDID এনরোলমেন্ট নম্বর সম্পর্কে তথ্য দিতে হবে। তাহলে তারা ১৭ টি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাও পাবেন।

ব্যাংকের নিয়ম পরিবর্তন-
৬) ডিম্যাট অ্যাকাউন্টে নমিনেশন লাগবে-
দেশের অনেক মানুষই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে থাকেন। এবার এই নিয়মে পরিবর্তন আসতে চলেছে। আগামী ১ এপ্রিল, ২০২৩ তারিখের আগে এই অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনেশন জমা দিতে হবে। তা না হলে অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে।
কি করতে হবে?
এ নিয়ে SEBI এর তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, নমিনিকে ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টে যুক্ত করতে হবে।

৭) NSE-এর লেনদেনে চার্জ মকুবলো হচ্ছে-
মূলত, NSE হল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। যেখানে নগদ ইক্যুইটি এবং ফিউচার অপশন সেগমেন্টের ক্ষেত্রে কোনো লেনদেন করা হলেই ৬ শতাংশ চার্জ দিতে হয়। ২০২১ সালের জানুয়ারি থেকে এই নিয়ম জারি করা হয়েছিল। তবে আগামী ১ এপ্রিল থেকে এই চার্জ মকুব করা হবে।

৮) উচ্চ প্রিমিয়াম সহ বিমা পলিসিতে কর দিতে হবে-
এই নিয়ম অনুসারে, কোনো ব্যক্তি যদি ৫ লাখ টাকার বেশি বার্ষিক প্রিমিয়ামের পলিসি কিনতে চান, দিতে হবে কর। কিন্তু সংবাদ মাধ্যম সূত্রে খবর, এতে ULIP প্ল্যান যুক্ত করা হয়নি।

৯) গাড়ির দাম বৃদ্ধি হচ্ছে-
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারত স্টেজ-২ বাস্তবায়ন করা হয়েছে। তাই জন্য অটোমোবাইল সংস্থাগুলির খরচ বাড়তে পারে। ফলে সাধারণ ভাবেই বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থা গাড়ির দাম বাড়াতে চলেছে। প্রায় ৫০,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে দাম। সঙ্গে আগামী মাস থেকে নতুন দান কার্যকর হতে পারে। এই সংস্থাগুলি তালিকায় রয়েছে, টাটা মোটরস, সুজুকি, অডি, বিএমডব্লিউ, টয়োটা, মার্সিডিজ-বেঞ্জ, মারুতি।

জিওর এই প্ল্যানের মাধ্যমে পেয়ে যান আনলিমিটেড ইন্টারনেট, কলিং ও অন্যান্য আরও অনেক সুবিধা।

উল্লেখ্য, আগামী মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক- নানা সমস্যা বা দরকার মেটাতে হলে অপেক্ষা না করে সোজা ব্যাংকে ছোটেন? তার আগে জেনে নিন আগামী মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক। না হলে আবারও একদিন সেই কাজ সারতে ছুটতে হবে। প্রতি মাসেই নির্দিষ্ট ছুটির তালিকা প্রকাশিত হয় rbi এর অফিশিয়াল ওয়েবসাইটে। আগামী মাসে (এপ্রিল) কত দিন ছুটি থাকছে। মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক। এর মধ্যে বিভিন্ন রাজ্যের সাপ্তাহিক ছুটি এবং উৎসবও রয়েছে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *