Bank Closed in June – জুন মাসে 12 দিন বন্ধ থাকছে ব্যাংক, সময় থাকতে তালিকা দেখে নিন।
Bank Closed in June কবে কবে বন্ধ থাকবে ব্যাংক? একাউন্ট ওপেনিং থেকে শুরু করে আর্থিক লেনদেন, যেকোনো কাজ সারতে যেতেই হয় ব্যাংকে। কিন্তু পরিষেবা বন্ধ থাকলে সেই কাজ সারতে আবারও যেতে হবে ব্যাংকে। প্রতি মাসে ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করা হয়। সেই অনুযায়ী নির্দিষ্ট দিনগুলিতে ছুটি থাকে ব্যাংক। সেই দিনে যদি ব্যাংকে জরুরি কাজ সারতে যান, তাহলে তো পরিষেবা পাবেন না। বরং অন্য কোনো দিন আবারও পেশাগত কাজে ছুটি নিয়ে ব্যাংকের শাখায় দৌড়োতে হবে। তাই আগেভাগেই জেনে নিন আগামী মাসের কোন কোন দিনগুলিতে ছুটি থাকছে ব্যাংক।
Bank Closed in June কবে কবে?
জুন মাসে দেশ জুড়ে ব্যাংকগুলিতে মোট ১২ দিন ছুটি থাকছে (Bank Closed in June). দেশের সর্বোচ্চ ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) প্রতি মাসে এই ছুটির তালিকা প্রকাশ করে থাকে। এই তালিকায় প্রতিটি রাজ্যের উৎসব অনুসারে ছুটি নির্ধারণ করা হয়। তবে রাজ্য বিশেষে ছুটির দিনগুলি ব্যাংকগুলির ক্ষেত্রে আলাদা হবে। বিশেষত গ্রাহকদের সুবিধার্থেই প্রতি মাসে ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করা হয়।
জুন মাসে রবিবার ছাড়াও রথযাত্রা, গরফি পূজা, ঈদুল আজহার কারণে অনেক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া সাধারণত মাসের দ্বিতীয় শনিবার ও চতুর্থ শনিবার ছুটি থাকে ব্যাংক। আর কোন কোন দিন ব্যাংক ছুটি থাকছে (Bank Closed in June)? তালিকা দেখে নেওয়া যাক।
সময়ের আগেই সেরে ফেলুন জরুরি কাজ, ব্যাংকে নয়া নিয়ম চালু করা হচ্ছে, কোন কোন সমস্যার মুখে গ্রাহকেরা?
৪ জুন, ২০২৩ (রবিবার)- সারা দেশে এমনিতেই ব্যাংক বন্ধ থাকবে।
১০ জুন, ২০২৩ (শনিবার) – দ্বিতীয় শনিবার, তাই ছুটি থাকবে ব্যাংক।
১১ জুন, ২০২৩ (রবিবার)- রবিবার, তাই ব্যাংক ছুটি।
১৫ জুন, ২০২৩ (বৃহস্পতিবার)- রাজা সংক্রান্তি। মিজোরাম এবং ওড়িশায় বন্ধ থাকবে ব্যাংক।
১৮ জুন, ২০২৩ (রবিবার)- বন্ধ থাকবে ব্যাংক।
২০ জুন, ২০২৩ (মঙ্গলবার)- রথযাত্রা। ওড়িশায় বন্ধ থাকবে ব্যাংক।
২৪ জুন, ২০২৩ (শনিবার)- চতুর্থ শনিবার, বন্ধ থাকবে ব্যাংক।
২৫ জুন, ২০২৩ (রবিবার)- বন্ধ থাকবে দেশের সমস্ত ব্যাংক।
২৬ জুন, ২০২৩ (সোমবার)- ত্রিপুরায় খর্চি পুজো। ত্রিপুরায় ব্যাংকগুলি বন্ধ থাকবে।
২৮ জুন, ২০২৩ (বুধবার)- ঈদ-উল-আজহার। মহারাষ্ট্র, কেরল, জম্মু ও কাশ্মীরে বন্ধ থাকবে ব্যাংক।
২৯ জুন, ২০২৩ (বৃহস্পতিবার)- ঈদ-উল-আজহা। বাকি রাজ্যগুলিতে বন্ধ থাকবে ব্যাংক।
৩০ জুন, ২০২৩ (শুক্রবার)- রিমা ঈদ-উল-আজহা উপলক্ষ্যে মিজোরাম, ওড়িশায় বন্ধ থাকবে ব্যাংক।
উল্লেখ্য, উপরিউক্ত দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকলেও চালু থাকবে এটিএম ও ডিজিটাল পরিষেবা।
কোটি কোটি স্টেট ব্যাংক গ্রাহকদের জরুরী নির্দেশ দিলো ব্যাংক কতৃপক্ষ, না মানলে বিপদে পড়বেন।
এছাড়া কোনো ব্যক্তি চাইলে মাসের শুরুতেই সহজেই জেনে নিতে পারবেন, কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকছে। তার জন্য RBI এর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট-
https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx-
ব্যাংকিং বা বিনিয়োগ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।