Ration – ডিসেম্বর থেকে রেশন দোকানে পরিষেবা বন্ধ হতে চলেছে? আসল কারণ জানুন।
রেশন (Ration) নিয়ে চাঞ্চল্যকর খবর সামনে এলো। ডিসেম্বর মাস থেকে রেশন বন্ধ হতে পারে, এমন খবর পাওয়া যাচ্চে। এই কথা শুনে আপনি নিশ্চই ভাবছেন যে এই তো কিছুদিন আগেই মোদিজি আরও 5 বছর রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন আর তার মধ্যেই এমন খবর কেনো? আমরা জানিয়ে রাখি, এই রেশন বন্ধের খবর ভুল নয়। প্রধানমন্ত্রী মোদিজির সেদিনকার করা ঘোষণাটি যেমন সঠিক তেমন ডিসেম্বর মাস থেকে রেশন না পাওয়ার বিষয়টিও ভুল নয়।
Ration Dealers Demand Update In West Bengal.
রেশন ডিলাররা (Ration Dealer) জানিয়েছে যে তাদের একটি দাবি আছে আর সেই দাবি নভেম্বর মাসের মধ্যে পূরণ না করলে তারা রেশন দেওয়া বন্ধ করে দেবে। তবে এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ডিলারদের (West Bengal Ration Dealer) দাবি সারা ভারতবর্ষের ডিলারদের নয় অর্থাৎ ডিসেম্বর মাস থেকে কপাল পুরতে পারে পশ্চিমবঙ্গবাসীর। তবে রেশন বন্ধ হলে গরিব পরিবার গুলো সবথেকে বেশি সমস্যায় পরবেন।
কারন অনেক গরিব পরিবার আছে যারা এই রেশন (Ration Card) এর চাল গম দিয়ে সংসার চলায়। কেন বন্ধ করবে রেশন ডিলাররা? রাজ্যের রেশন ডিলারদের দাবি যদি পূরণ না হয় তাহলে রেশন বন্ধ করবে তারা। কারণ গত 3 বছর ধরে তাদের দাবি মানা হচ্ছে না। কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে তাদের বিপুল টাকা বকেয়া পরে আছে সেই টাকা দীর্ঘ দিন ধরে পায়নি ডিলাররা। তাই এবার তারা বেকে বসেছে। এই বকেয়া টাকা না দিলে তারা রেশন (Ration Closed) দেওয়া বন্ধ করে দেবে।
রেশন (Ration) ডিলারদের এই বকেয়া টাকার দাবি মূলত রাজ্য সরকারকে ঘিরে। পশ্চিমবঙ্গ রেশন ডিলার সংগঠনের নেতা বিশ্বম্ভর বসু জানিয়েছেন, এই সমস্যার সূত্রপাত হয়েছে করোনার জন্য লকডাউনের সময় থেকে। লকডাউন ঘোষণা হওয়ার আগেই নিয়ম অনুযায়ী রেশন ডিলাররা নিজেদের পকেটের টাকা দিয়ে সরকারের কাছ থেকে খাদ্যশস্য তুলেছিলেন। এটা প্রতি মাসেই করতে হয়।
পরে গ্রাহকরা যখন ডিলারদের থেকে নির্দিষ্ট মূল্যে জিনিস কেনে তখন তাদের টাকা তাদের কাছে ফেরত চলে আসে। কিন্তু করোনার সময় থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিনামূল্যের রেশনে (Ration) চাল আটা দেওয়ার কথা ঘোষণা করে। ফলে ডিলাররা নিজেদের পকেটের টাকা দিয়ে তোলা চাল, গম বিনামূল্যে গ্রাহকদের দিতে বাধ্য হন। এর ফলে তাদের বিপুল আর্থিক ক্ষতি হয়, ডিলার সংগঠনের দাবি।
এই ক্ষতি মিটিয়ে দেবার কথা সরকারের তরফ থেকে। কিন্তু বিগত 3 বছর থেকে এই টাকা এখনো দেয়নি সরকার এরফলে অনেক ডিলার তাদের সংসার চালাতে পারছে না। শুধু তাই নয় খাদ্যশস্য হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে যে ক্ষতি হয় তার টাকাও রাজ্য সরকারের দেওয়ার কথা। কিন্তু সেই বাবদ বিপুল অর্থ রাজ্য সরকারের কাছে ডিলারদের বকেয়া পড়ে আছে বলে অভিযোগ। তাই তারা জানিয়েছে এই বকেয়া টাকা না মেটালে তাড়া ডিসেম্বর মাস থেকে রেশন (Ration) দেওয়া বন্ধ করে দেবে।
Lottery – লটারির টিকিট কিনুন এই নিয়মে কালীপুজোর আগে, সবার আগে পুরস্কার পাবেন আপনি।
কেন্দ্রের কাছেও তাদের দাবি আছে। তাদের দাবি হলো এই যে কেন্দ্র সরকার তাদের সমস্ত কর্মীদের DA বাড়িয়েছে কিন্তু রেশন ডিলারদের কমিশন বাড়ায়নি। এদিকে জিনিস পত্রের দাম দিন দিন বেড়েই যাচ্চে। এর ফলে সংসার চালাতে অসুবিধায় পড়তে হচ্ছে তাদের 2022 সালে 20 টাকা কমিশন বাড়িয়েছিল কেন্দ্র কিন্তু এটাও তাদের পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন তারা। তাই তাদের দাবি তাদের কমিশন বাড়ান হোক। নাহলে তারা রেশন (Ration) দেওয়া বন্ধ করে দেবে।
Written by Ananya Chakraborty.
Recruitment Scam – পশ্চিমবঙ্গের SSC এবং TET সমস্ত মামলা থেকে হাত তুলে নিল সুপ্রিম কোর্ট।