JIO Recharge Plan – জিওর এই জনপ্রিয় প্ল্যানে পাবেন 50 টাকা ছাড়। 31 তারিখের মধ্যে রিচার্জ করুন।
JIO Recharge Plan বা জিও এর তরফে বহুল প্রচলিত একটি প্ল্যান নিয়ে বড় ঘোষণা করেছে। বর্তমানে টেলিকম সংস্থাগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। গ্রাহকদের বেশি সুবিধা দিতে কোন সংস্থা কত বেশি অফারের প্ল্যান আনতে পারে, তার জন্য চলছে নিরন্তর প্রচেষ্টা। বাজার দখল করার চেষ্টায় আনলিমিটেড সুবিধাযুক্ত প্ল্যান আনছে টেলিকম সংস্থাগুলি। গ্রাহকরাও এখন প্ল্যান বাছাইয়ের দিকে যথেষ্ট সতর্ক।
JIO Recharge Plan With Great Offers.
কোন কোম্পানির কোন প্ল্যানে অধিক সুবিধা, তা বিচার করেই চলছেন আমজনতা। গ্রাহক টানার দড়ি টানাটানি খেলা চলছে Reliance Jio, Airtel, VI, BSNL এর মতো টেলিকম সংস্থা গুলির মধ্যে। কার পাল্লা ভারি তা বিচার করবেন ইউজাররাই। রিলায়েন্স জিওর (Reliance Jio) তরফে চালু হওয়া একটি প্ল্যান টেলিকম বাজারে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। গ্রাহকরা পছন্দ করছেন ও ইউজার বাড়ছে জিওর (JIO Recharge Plan).
আজকের এই প্রতিবেদনে আমরা রিলায়েন্স জিওর একটি ধামাকাদার প্ল্যান সম্পর্কে জানবো। যেখানে আনলিমিটেড কল, ফ্রি এসএমএসের সঙ্গে Swiggy Lite এর সাবস্ক্রিপশন পাবেন আপনি। এই JIO Recharge Plan সম্পর্কে আমরা আগে আরও বিস্তারিত জেনে নিতে চলেছি। বছর শুরু হওয়ার পর থেকেই জিওর তরফে কয়েকটা নতুন প্ল্যান নিয়ে আসা হয়েছে।
Reliance Jio Best Plan 2024
দিন দিন গ্রাহক সংখ্যা বাড়ছে রিলায়েন্স জিওর। বাজারে কার্যত একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে মুকেশ আম্বানির সংস্থা। আর তার কারণ হলো জিও এর দেদার সুবিধাযুক্ত প্ল্যান। আজকে এমন একটি প্ল্যানের (JIO Recharge Plan) বিষয়ে আলোচনা করবো আমরা। রিলায়েন্স জিওর আনলিমিটেড প্ল্যান গুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় হলো ৮৬৬ টাকার প্ল্যানটি। এই প্ল্যানটির বৈধতা ৮৪ দিন।
এই প্ল্যানটি (JIO Recharge Plan) নিলে গ্রাহক আনলিমিটেড কলিং, রোজ ১০০টি এসএমএসের সুবিধা পাবেন একটানা ৮৪ দিন ধরে। এছাড়াও থাকছে অফুরন্ত ডেটা ব্যালেন্স। এই প্ল্যানে গ্রাহক প্রত্যেকদিন ২ জিবি করে মোট ১৬৮ জিবি ডেটা পাবেন। তবে যদি আপনার দৈনিক ডেটা শেষ হয়ে যায় তবে ইন্টারনেটের স্পিড কমে ৬৪ KBPS-এ নেমে যাবে। এখানেই শেষ নয় এই প্ল্যানে রিচার্জ করলে আরও বেশ কিছু সুবিধা পাবেন গ্রাহক।
যেমন, জিও এর এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে গ্রাহক বিনামূল্যে পাবেন JIO TV, JIO Cinema, এবং JIO Cloud মতো অ্যাপ গুলি ফ্রিতে অ্যাক্সেস করার সুযোগ। এর পাশাপাশি পাবেন সুইগি ওয়ান লাইটের সাবস্ক্রিপশন ও ক্যাশব্যাক অফারও! অবাক হচ্ছেন? আজ্ঞে হ্যাঁ! এই প্ল্যানে (JIO Recharge Plan) রিচার্জ করলে ইউজার পেয়ে যাবেন তিন মাসের জন্য বিনামূল্যে সুইগি ওয়ান লাইটের সাবস্ক্রিপশন।
যার দাম ৯৯ টাকা। আর ক্যাশব্যাক? হ্যাঁ সেটিও মিলবে। একেবারে ৫০ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন ইউজার। অর্থাৎ ৮৬৬ টাকার রিলায়েন্স জিওর রিচার্জ করলে ৫০ টাকার ক্যাশব্যাক আসবে পকেটে। এই ক্যাশব্যাক জমা থাকবে ব্যবহারকারীর মাই জিও অ্যাকাউন্টে। ইউজার যদি চান তবে পরবর্তী রিচার্জের (JIO Recharge Plan) সময় এটি ব্যবহার করতে পারেন।
অর্থাৎ বুঝতেই পারছেন রিলায়েন্স জিওর একটি প্ল্যানে রিচার্জ (JIO Recharge Plan) করলে কতটা সুবিধা পাবেন গ্রাহক। প্ল্যানটির দৈনিক হিসেব মেলালে দেখা যায়, প্রতি দিন একজন ইউজার মাত্র ৫ টাকায় আনলিমিটেড কলিং এর সঙ্গে ২ জিবি ডেটা ও ফ্রি এসএমএসের সুবিধা পাচ্ছেন। এত কম মূল্যে এত সুবিধা দেওয়া হচ্ছে যে এই প্ল্যানে ব্যবহারকারীর সংখ্যা দিনদিন বাড়ছে। আর শুধু এই প্ল্যান নয়।
বছরের শুরুতেই Jio ও Airtel এর বড় ঘোষণা। নতুন পুরনো সব গ্রাহকদের জন্য।
রিলায়েন্স জিওর আরও বেশ কিছু প্ল্যান রয়েছে যেগুলি অত্যাধিক লাভজনক। এই প্ল্যান গুলিতেও স্বল্পমূল্যে বিপুল সুবিধা আসবে ইউজারের ঝুলিতে। টেলিকম বাজারে টিঁকে থাকার জন্য রিলায়েন্স জিওর এই প্ল্যান গুলিকে মাস্টার প্ল্যান বলছেন বিশেষজ্ঞেরা। সূত্রের খবর, নতুন বছরে আরও বেশ কিছু ধামাকা রিচার্জ প্ল্যান (JIO Recharge Plan) আনতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা। জানা যাচ্ছে, এতে আরও বেশি মাত্রায় উপকৃত হতে পারে জিও ইউজাররা।
এয়ারটেল গ্রাহকদের মাথায় হাত। সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গেল।