Free Ration – বিনামূল্যে রেশন পেতে হলে এই কাজ বাধ্যতামূলক। নইলে ফেব্রুয়ারিতে রেশন পাবেন না।
Free Ration বা বিনামূল্যে রেশন পেতে হলে এই নিয়মটি সকলকে বাধ্যতামূলকভাবে মানতেই হবে। নইলে আগামী মাসে রেশন পেতে অনেক মানুষের সমস্যা হতে চলেছে। আমরা সবাই জানি রেশন কার্ড এর সাথে E-KYC করার বিষয়ে। তবে এখনো এমন অনেক মানুষ আছে যারা এই কাজ করেননি। তারা জেনে রাখুন আর কয়েক দিনের মধ্যে না এই কাজ বন্ধ হয়ে যাবে তার সাথে আপনার রেশন পাওয়াও বন্ধ হয়ে যাবে।
Free Ration E-KYC News.
2020 সালে করোনা আসার পর থেকেই কেন্দ্র সরকার বিনামূল্যে রেশন (Free Ration) ব্যবস্থা চালু করেছিল, পরে রাজ্য সরকারও দিতে শুরু করে বিনামূল্যে রেশন। এই ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল কেন্দ্র গরিব মানুষদের কথা ভেবে এই ব্যবস্থা আরও 5 বছর বাড়িয়ে দিয়েছে। আপনি যদি বিনামূল্যে রেশনের (Free Ration) সুবিধা নিয়ে থাকেন এবং রেশন কার্ড এর সাথে E-KYC না করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি পড়ুন।
ভারতে যাদের রেশন কার্ড আছে তাদের সবাইকে E-KYC করতে হবে। এই E-KYC করার শেষ তারিখ ছিল 31শে ডিসেম্বর। তবে তার মেয়াদ বাড়ান হয়েচে এখন এই কাজ করার শেষ তারিখ 31শে জানুয়ারী করা হয়েছিল। তবে আর কয়েকদিন বাকি এই কাজ বন্ধ হওয়ার । অনেকে 31শে ডিসেম্বর এর মধ্যে E-KYC করতে পারেন নি বলে 31শে জানুয়ারী তারিখ বাড়িয়েছিল খাদ্য সরবরাহ ও ভোক্তা বিষয়ক বিভাগ (Free Ration).
পশ্চিমবঙ্গে রেশনের টাকা দেওয়া বন্ধ করলো কেন্দ্র। রেশন দেওয়া বন্ধ হবে? কি জানালেন মুখ্যমন্ত্রী।
তবে যারা এই তারিখের মধ্যেও E-KYC করবেন না তাদের নাম স্থায়ীভাবে ব্লক করে দেওয়া হবে। জফের রেশন কার্ড এ নাম আছে তাদের প্রত্যেকের ই E-KYC থাকা বাধ্যতামূলক। যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই সস্তায় রেশন পায়। মনে করা হচ্ছে অনেক মানুষ এমন আছেন যারা মারা গিয়েছে। কিন্তু তবুও তাদের পরিবারের মানুষ তাদের নামেও রেশন তুলে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে, E-KYC করা হচ্ছে যাতে সঠিক ডেটা সরকার এবং বিভাগের কাছে থাকে (Free Ration).
Written by Ananya Chakraborty.
বাড়ি বসেই সহজ কয়েকটি স্টেপ ফলো করে বানিয়ে নিন ডিজিটাল রেশন কার্ড।