চাকরি

Dearness Allowance – সরকারি কর্মীরা পাবেন 22 হাজার টাকা। কবে ও কেন এই টাকা পাবেন?

সরকারি কর্মীদের জন্যে এলো সুখবর (Dearness Allowance). চলতি বছরে সরকারি কর্মীরা শুধুমাত্র বকেয়া মহার্ঘ ভাতা পাবেন তা নয় এর সাথে পাবে বাড়তি 22788 টাকা। তবে কেন এই বাড়তি টাকা? চলুন বিস্তারিত জেনে নিন। চলতি বছরে বকেয়া মহার্ঘ ভাতা সহ 22788 টাকা পাবেন। আশা করা হচ্ছে মার্চ মাসে হোলির আগেই এই টাকা ঢুকে যাবে। মনে করা হচ্ছে সরকার ফেব্রুয়ারি মা মার্চ মাসেই মহার্ঘ ভাতা ঘোষনা করতে পারে।

Dearness Allowance Salary Hike 22 Thousands.

তাই জানুয়ারি থেকে মার্চ তো বটেই এপ্রিলের বেতনের (Salary) সঙ্গেও সেই টাকা ঢুকবে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে চলতি বছর সরকারি কর্মীদের জন্যে ভালো কাটতে চলেছে। 2024 অর্থবর্ষের জানুয়ারি থেকে কার্যকর মহার্ঘ ভাতা (Dearness Allowance). আর মার্চ থেকেই তা দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। তার সাথে আরো শোনা যাচ্ছে এপ্রিল মাসের টাকাও এক সাথে ঢুকবে।

এই মহার্ঘ ভাতা (Dearness Allowance) অনুমদিত হলে কেন্দ্রের কর্মীরা এককভাবে তিন মাসের বকেয়া টাকা পাবে। এছাড়াও পাবেন এপ্রিল মাসের DA. কত টাকা বকেয়া পাবেন কেন্দ্র সরকারি কর্মীরা চলুন দেখে নিন। কেন্দ্র সরকারি কর্মিদের 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়বে বলে জানা যাচ্ছে। আর এই ঘোষনা মার্চ মাসে করা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই Dearness Allowance কার্যকর হবে 1লা জানুয়ারি থেকে।

তাই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বকেয়া হিসেবে Dearness Allowance দেওয়া হবে। কেন্দ্র সরকারের অধিনে যারা পেনশন পাচ্ছেন তারাও এই সুবিধা পাবেন। উল্লেখ্য এই বকেয়া হিসেব করা হবে পে ব্র্যান্ড অনুযায়ী। লেভেল 1 কর্মীদের গ্রেড পে (Grade Pay) 1800 টাকা, বেতন 18000 টাকা। এর সাথে ঘুরতে যাওয়ার জন্য ভাতা দেওয়া হয়। লেভেল 1 এর নূন্যতম 18000 টাকার বেতনের হিসেব।

লেভেল 1 গ্রেড পে 1800 টাকায় কেন্দ্রীয় কর্মীদের নূন্যতম বেসিক বেতন 18000 টাকা। মহার্ঘ ভাতা বাড়ার কারনে
তাদের মোট Dearness Allowance তে 774 টাকার ফারাক। লেভেল 1 এর সর্বোচ্চ 56900 টাকার হিসেব – লেভেল 1 গ্রেড পে 1800 টাকায় কেন্দ্রীয় কর্মচারীদের সর্বোচ্চ বেসিক বেতন 56900 টাকা। মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে এই কর্মচারীদের মোট Dearness Allowance তে 2276 টাকার পার্থক্য রয়েছে।

Govt Employees (সরকারি কর্মী)

লেভেল 10 এ কেন্দ্রীয় কর্মচারীদের গ্রেড পে হল রুপি। এই কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন 56100 টাকা। এই সব কর্মচারীদের ডিএ তে 2244 টাকার পার্থক্য আছে। বেতন পে ব্র্যান্ড দ্বারা নির্ধারিত করা হয় – সপ্তম বেতন কমিশনের (7Th Pay Commission) অধিনে, কেন্দ্র কর্মীদের বেতন লেবেল 1 থেকে 18 পর্যন্ত বিভিন্ন গ্রেড পে তে ভাগ করা হয়েছে। এতে গ্রেড পে এবং ভ্রমণ ভাতার ভিত্তিতে Dearness Allowance গণনা করা হয়ে থাকে।

বকেয়া DA এর টাকা কবে থেকে পাওয়া যাবে? কত টাকা বেতন বাড়বে? তারিখ জানালো সরকার।

লেভেল 1 এ সর্বনিম্ন 18000 টাকা থেকে বেতন শুরু হয় এবং সর্বোচ্চ বেতন 56900. একই ভাবে লেভেল 2 থেকে 14 পর্যন্ত এইভাবে বেতন পরিবর্তিত হয়ে থাকে। কিন্তু লেভেল 15,16,17,18 তে গ্রেড পে নেই এখানে নির্দিষ্ট বেতন হয়ে থাকে। লেভেল 15 নূন্যতম বেতন 182200 টাকা, যেখানে সর্বোচ্চ বেতন 224100 টাকা। লেভেল 17তে মূল বেতন 225200 টাকা। লেভেল 18 বেতন 250000 টাকা ধার্য করা হয়েছে।
Written by Ananya Chakraborty.

4% DA বৃদ্ধির ফলে গ্রেড অনুযায়ী পশ্চিমবঙ্গে রাজ্য সরকারী কর্মীদের কত বাড়ছে বেতন? হিসাব দেখে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *