Hallmark Gold Price – আজকের সোনার দাম কত? 22K হলমার্ক গয়না কেনা এখন গরীব মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।
পুজো হোক কি বিয়ে অথবা বিনিয়োগ বাঙালির জীবনে সোনার অনেক। তাই সোনার দাম (Hallmark Gold Price) বাড়লে কপালে চিন্তার ভাঁজ পরে সবারই। এখন চলছে বিয়ের মরশুম তাই সোনার দাম (Gold Price) বাড়ছে। কোনো দিন কমছে তো কোনো দিন বাড়ছে। সোনায় অনেকেই বিনিয়োগ করে বিনিয়োগের কথা উঠলেই সোনা রুপোর কথা মাথায় আসে সবার আগে।
Pure Hallmark Gold Price Today In West Bengal.
এই সোনা রুপোর দাম নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহে, জোগান এবং চাহিদার উপরে নির্ভর করে পরিবর্তিত হয়। গত কয়েক দিনে আবার সোনার দাম (Hallmark Gold Price) বাড়তে শুরু করেছে। গতকাল লক্ষ্মীবারে সোনার দাম বেড়েছিল। সোনা যেমন বাঙালিদের জীবনের সাথে জড়িত তেমন রূপো জড়িত। যে কোনও উৎসবে কেনাকাটায় পূর্ণতা দেয় মানানসই অলঙ্কার।
উপহার হোক বা সঞ্চয়, রুপো বঙ্গ জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। রুপোর দামও নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। আজ কেমন আছে সোনার রুপোর দাম (Silver And Hallmark Gold Price) চলুন জেনে নিন। আর এই দামের সঙ্গে আপনারা আলাদা করে GST দিতে হবে আর এই কারণের জন্য উল্লেখিত দাম অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়।
Pure Silver And Hallmark Gold Price Today
10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 62730 টাকা। 1 গ্রামের দাম 6273 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 63050 টাকা। 1 গ্রামের দাম 6305 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 57500 টাকা। 1 গ্রামের দাম 5775 টাকা। 1 কেজি রূপার বাটের দাম 71150 টাকা। 1 কেজি খুচরা রুপোর দাম 71250 টাকা।
চাকরি না করেও 5000 টাকা পাবেন প্রতিমাসে। মোদী সরকারের বড় ঘোষণা।
Yesterday Silver And Hallmark Gold Price
10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 62650 টাকা। 1 গ্রামের দাম 6265 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 62950 টাকা। 1 গ্রামের দাম 6295 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 59850 টাকা। 1 গ্রামের দাম 5985 টাকা। 1 কেজি রূপার বাটের দাম 71250 টাকা। 1 কেজি খুচরা রুপোর দাম 71350 টাকা। গতকাল সোনার দাম আর রুপোর দামে কোন পরিবর্তন তেমন হয়নি।
Written by Ananya Chakraborty.
10 লক্ষ টাকার বেশি রোজগার হলেও আয়কর দিতে হবে না। মোদী সরকারের বড় ঘোষণা।