চাকরি

Dearness Allowance – আরও বাড়বে DA ভোটের মধ্যেই! সরকারি কর্মীদের জন্য কল্পতরু সরকার।

লোকসভা ভোটের মাঝেই মহার্ঘ ভাতা বৃদ্ধির (Dearness Allowance Hike) খবর সামনে এলো। সরকারি কর্মীদের (Government Employees) জন্যে সুখবর। 19শে এপ্রিল থেকে লোকসভা ভোট (Lok Sabha Election) শুরু হয়ে গিয়েছে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় দফার ভোটার জন্যে অপেক্ষা করছে সাধারন মানুষ। তবে এই ভোটের মাঝেই মহার্ঘ ভাতার (DA) ইস্যু সামনে উঠে এসেছে।

Dearness Allowance Hike For Employee Benefits.

মহার্ঘ ভাতা (Dearness Allowance) যাতে কার্যকর করা যায় তার জন্যে নির্বাচন কমিশনে (Election Commission Of India) গেল রাজ্য সরকার। এই ঘটনাটি ঘটেছে জম্বু কাশ্মীরে (Government Of Jammu & Kashmir). সম্প্রতি কেন্দ্র সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে। 4 শতাংশ মহার্ঘ ভাতা (DA Hike News) বাড়ান হয়েছে। তাদের মহার্ঘ ভাতা এখন 50 শতাংশ।

2024 সালের 1লা জানুয়ারি থেকে এই মহার্ঘ ভাতা (Dearness Allowance) কার্যকর হবে বলে কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে।কিন্তু সারা দেশে যেহেতু লোকসভা ভোটের আবহ চলছে তাই নির্বাচনী আচরণ বিধি লাগু করা আছে। আর তাই মহার্ঘ ভাতা বাড়াতে সমস্যায় পড়েছে জম্বু কাশ্মীর সরকার। কেন্দ্র সরকারের মত অন্যান্য রাজ্য সরকারও মহার্ঘ ভাতা বাড়িয়েছে।

কিন্তু নির্বাচনী আচরণ বিধি লাগু থাকার ফলে মহার্ঘ ভাতা কবে বাড়বে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই বাধ্য হয়ে জম্বু কাশ্মীর সরকার মহার্ঘ ভাতা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে গিয়েছে। এবং তাদের কাছে অনুমতি চেয়েছে জম্বু কাশ্মীর সরকারের প্রশাসনিক দফতর। জম্মু ও কাশ্মীর জুড়ে সরকারি কর্মচারী এবং পেনশনভোগী, পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (Pensioners Dearness Allowance) যাতে দেওয়া যায় তার জন্য এই আবেদন বলে খবর।

SSC Recruitment Scam (এসএসসি নিয়োগ দুর্নীতি)

প্রশাসন বিভাগ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটি প্রস্তাব জমা দিয়েছে। কমিশন যদি সবুজ পতাকা দেখায় তাহলে সে রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) 46 থেকে বেড়ে 50 শতাংশ হবে। 2024 সালের জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশনের (7Th Pay Commission) আওতায় তারা 50 শতাংশ হারে ডিএ পাবেন বলে খবর।

ভোটার কার্ড থাকলেও ভোট দিতে পারবেন না। ভোটারদের মাথায় হাত!

আর এই মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির খবর শুধুমাত্র জম্মু ও কাশ্মীর রাজ্যের সকল সরকারি কর্মীদের জন্য। আর অন্য কোন রাজ্যের কর্মীদের জন্য এই ধরণের কোন খবর নয়। আর এই মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের ফলে সকলের খুবই সুবিধা হতে চলেছে। আর এই খবর সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

ফ্রিতে 10 টি রান্নার গ্যাস দেবে তৃণমূল। পশ্চিমবঙ্গে কারা ও কিভাবে পাবেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *