E Shram Card – 3000 টাকা ঢোকা শুরু হল। ই শ্রম কার্ড থাকলেই সরাসরি ব্যাংক একাউন্টে ঢুকবে।
কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প আনা হয়েছে তবে, সেই গুলোর মধ্যে ই শ্রম কার্ড (E Shram Card) খুব জনপ্রিয় হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সাধারন মানুষদের 1000 থেকে 3000 টাকা করে দেওয়া হয়। আর ইতিমধ্যেই এই টাকা গ্রাহকদের দেওয়া শুরু হয়ে গিয়েছে। এই টাকা সরাসĺরি গ্রাহকদের ব্যাংক একাউন্টে (Bank Account) পাঠানো হয়। কেন্দ্রের তরফে অনেকদিন আগেই এই স্কিম দেশের সকল অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য আনা হয়েছিল।
E Shram Card Online Payment Status Check.
তবে আপনি যদি এই E Shram Card এর টাকা না পেয়ে থাকেন বা পেলেও ব্যাংকের তরফ থেকে টাকা ঢোকার কোনো মেসেজ আসেনি? তাহলে এই পদ্ধতির মাধ্যমে চেক করতে পারবেন আপনি এই প্রকল্পের অধীনে টাকা পেয়েছেন কিনা। আর এই টাকা শ্রমিকদের ৬০ বছরের পরে দেওয়া হয়ে থাকে। তাহলে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিন।
Who Will Get E Shram Card Money?
1) এই কার্ড এর মাধ্যমে টাকা পাওয়ার জন্য অবশ্যই ভারতীয় নাগরিক হবে।
2) বৈধ রেশন কার্ড থাকতে হবে।
3) E Shram Card এর সুবিধা পাওয়ার জন্যে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেজে 59 এর মধ্যে।
4) পরিবারের কোনো ব্যক্তি যদি চাকরি না করেন তাহলে এই কার্ড এর সুবিধা নিতে পারবেন
5) ই শ্রম কার্ড এর জন্য দেশের সব নাগরিকরা আবেদন করতে পারবেন এবং 60 বছর পেরিয়ে গেলেই 1000 টাকা থেকে 3000 টাকা পাবেন।
এছাড়া এই E Shram Card থাকলে আরও সুবিধা পাবেন দেশের নাগরিকরা। এই কার্ড থাকলে দুর্ঘটনাজনিত ক্ষেত্রে শারীরিকভাবে অক্ষম হলে গ্রাহকদের 1 লক্ষ টাকা এবং মারা গেলে সেই গ্রাহকদের পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। গ্রাহকদের পরিবারে ছেলে মেয়েদের সাইকেল ও স্ত্রী দের সেলাই মেশিন (Free Silai Machine) দেওয়া হয়। আর ভবিষ্যতে আরও সুবিধা দেওয়া হতে পারে।
E Shram Card Online Status Check
1) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান www.eshram.gov.in.
2) www.eshram.gov.in ই শ্রম কার্ড যোজনার স্ট্যাটাসের জন্য ই আধার কার্ড সুবিধাভোগী স্থিতি চেকের বিকল্পটি নির্বাচন করুন।
3) এবার ই শ্রম কার্ড যোজনা 2024 এ ক্লিক করুন।
4) এবার আপনার সামনে একটি পেজ খুলে যাবে সেখানে ই শ্রম কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, UAN নম্বর লিখে সাবমিট করতে হবে। এবারে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন।
Written by Ananya Chakraborty.
ফ্রিতে 10 টি রান্নার গ্যাস দেবে তৃণমূল। পশ্চিমবঙ্গে কারা ও কিভাবে পাবেন?