রাজ্যের Govt Employees তথা ভোট কর্মীদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ, এরফলে কতটা সুবিধা হল?
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের (Govt Employees) জন্য ভোটের (Lok Sabha Election 2024) আবহেই গুরুত্বপূর্ণ ঘোষণা হল। আর এই ঘোষণার ফলে কর্মীদের কতটা সুবিধা হল? সেই সম্পর্কে এই আলোচনায় বিস্তারিত জেনে নেওয়া যাক। সাড়া দেশে তথা রাজ্যে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। বঙ্গেও দুই দফার ভোট শেষ হয়ে গিয়েছে এখন তৃতীয় দফার ভোট বাকি আছে।
New Notification For West Bengal Govt Employees Benefits.
7ই মে মঙ্গলবার অর্থাৎ আজ তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। এখনো আরো চার দফার ভোট বাকি রয়েছে। আর সেই ভোটের আবহে যেই সব সরকারি কর্মী (Govt Employees) ও শিক্ষকরা (School Teacher) ভোটের ডিউটি (Election Duty) করবেন তাদের জন্যে রয়েছে বড় খবর। আজ বাংলার বেশ কিছু আসনে ভোটগ্রহণ হবে তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ জেলার দুইটি আসন।
সেই আসনগুলোতে ভোট পরিচালনার কাজে থাকা সরকারি কর্মী (Govt Employees) ও শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মুর্শিদাবাদ জেলা শাসকের (Mursidabad DM) তরফ থেকে। এই ভোটের আবহে রাজ্যের শুধুমাত্র একটি জেলার জেলা শাসকের তরফে এই ধরণের বিজ্ঞপ্তি প্রকাশ কেন করা হল? সেই সম্পর্কে জানার জন্য সকলের উন্মাদনা তুঙ্গে।
উল্লেখ্য, ভোটের দ্বায়িত্ব যাদের উপরে থাকে তাদের ভোটের আগের দিনই ভোট কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। আর সেখানে তাদের জন্যে থাকা ও খাওয়ারও ব্যবস্থা করা থাকে। এই সব ভোট কর্মীদের জন্যে ভোটের দিন ও তার আগের দিনের খাদ্যের তালিকা প্রকাশ করা হল। মুর্শিদাবাদ জেলা শাসকের দফতরের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে Govt Employees দের জন্য একাধিক খাবারের নাম ও তার দামের উল্লেখ করা হয়েছে।
এই খাদ্য তালিকা সম্পর্কে ভোট কর্মীরা বিশদে জেনে নিন। Govt Employees দের জন্যে পোলিং স্টেশনে রান্নার দ্বায়িত্বে থাকবে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী। সরকারের ঘোষনা করা দামেই তারা সেই সব খাবার সরবরাহ করবে তারা ভোট কর্মীদের। কোন খবর কিনতে গেলে স্বনির্ভর গোষ্ঠীরা কত টাকা চার্জ করতে পারবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
Food Items List For Govt Employees During Election Duty
রাজ্য সরকারি কর্মীদের (WB Govt Employees) এই সব খাবারের তালিকায় প্রথমে সকলের খাবারে 6 রকমের খবর থাকছে। যেমন জ্যাম বা মাখনের সঙ্গে চার পিস ব্রেডের দাম 30 টাকা। 4 পিস পুরি ও সব্জির প্লেটের দাম 30 টাকা। 4 পিস পকোড়া, চানাচুর, শসা সমেত মুড়ির দাম 30 টাকা। 100 গ্রাম দই চিড়ে 30 টাকা। এছাড়া 1 পিস সেদ্ধ ডিম 10 টাকা ও ভাজা ডিম 15 টাকা। দুপুরের খাবারে থাকছে নিরামিষ থালার দাম 60 টাকা।
500 Rs Note নিয়ে রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম। এই নোট থাকলে অবশ্যই জেনে নিন।
ডিম ভাতের দাম 75 টাকা। মাছ ভাতের থালার দাম 80 টাকা। রাতের খাবারে 1 পিস রুটির দাম 5 টাকা। প্রতি প্লেট সব্জির দাম 30 টাকা। আর দুই পিস ডিমের ঝোল হল 30 টাকা। এছাড়া লাল চা প্রতি কাপ 5 টাকা। দুধ চা 7 টাকা। প্রতি কাপ কফি 12 টাকা। প্রতি কাপ দই 15 টাকা। প্রতি পিস বিস্কুট 3 টাকা। এই দামে তৃতীয় দফায় কর্মরত Govt Employees বা সরকারি কর্মীদের খাবারের দামের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে জেলাশাসক।
Written By Ananya Chakraborty.
ভোট মিটলেই নতুন Pay Commission গঠন হবে! সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা।