বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার ঘোষণা! PM Wani প্রকল্পে কিভাবে Free Wi-Fi পাবেন?
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ খবর, এবারে PM Wani বা পিএম বাণী প্রকল্পের মাধ্যমে Free Wi-Fi পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। বর্তমান সময়তে ইন্টারনেট (Internet) ব্যবহার করেন না এমন মানুষ পাওয়া মুশকিল। কারন এখন যে কোনো কাজ করতে যাবেন আগে ইন্টারনেট পরিষেবার প্রয়োজন। তাই এখন এই ইন্টারনেট মানুষের জীবনের সাথে জড়িয়ে গিয়েছে।
PM Wani WiFi Provide Free Internet.
ইন্টারনেটের সুবিধা আরো ভালো মত পাওয়ার জন্যে এবং আরও বেশি পরিমানে ইন্টারনেট ব্যবহার করার জন্য মানুষ বেশি টাকা খরচ করে WiFi কনেকশান লাগাচ্ছে দোকানে, বাড়িতে। তবে এবার থেকে আর বেশি টাকা খরচ করে WiFi Connection আর বসাতে হবে না প্রধানমন্ত্রী দেশবাসীর জন্যে PM Wani প্রকল্প চালু করেছে যে প্রকল্পের মাধ্যমে দেশবাসীকে Free WiFi পরিষেবা দেওয়ার কথা ঘোষনা করেছে। কি এই প্রকল্প? কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন এইসব নিয়েই আলোচনা করা হবে আজ।
পিএম বাণী প্রকল্প ২০২৪
এই Free WiFi দেওয়ার প্রকল্পের নাম হল PM Wani Scheme (Prime Minister WiFi Access Network Interface). দেশের মানুষের ইন্টারনেটের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী এই প্রকল্প চালু করেছে। এই পরিষেবা চালু করা হলে দেশের প্রতিটি মানুষের কাছে পৌছে যাবে ওয়াইফাই পরিষেবা। সরকারের তরফ থেকে এই প্রকল্পকে ইন্টারনেট বিপ্লব বলে চিহ্নিত করা হয়েছে।
How to Get PM Wani Free WiFi?
PM Wani যোজনার মাধ্যমে বিনামূল্যে WiFi Hotspot পরিষেবা মূলত পাবলিক প্লেসে যাতে বিনামূল্যে ডেটা পরিষেবা দেওয়া যায় তার জন্যেই চালু করা হয়েছে। এখনকার সময় সাধারন জীবনযাত্রা থেকে শুরু করে ব্যবসা বানিজ্য সব ক্ষেত্রেই ইন্টারনেট পরিষেবার প্রয়োজন। ইন্টারনেট পরিষেবাকে আরো উন্নত করার লক্ষ্যে এই প্রকল্প চালু করতে চলেছে সরকার। এই প্রকল্পের কাজ গুলো মূলত 3 টি ধাপে সম্পন্ন হবে।
বিনামূল্যে ইন্টারনেট পাবে দেশবাসী
প্রথম ধাপে ব্যবসায়ীদের এয়ারটেল (Bharti Airtel), জিও (Reliance Jio), VI এর মত টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। এরপরে দ্বিতীয় ধাপে পাবলিক ডেটা অফিসের মাধ্যমে সবাইকে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। তৃতীয় ধাপে সাধারন নাগরিকরা এই ইন্টারনেট পরিষেবার মাধ্যমে PM Wani WiFi এর সুবিধা পাবেন। চলুন এই সম্পর্কে আরও কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক।
PM Wani Scheme Benefits
কোনো দোকানকে ডেটা অফিস বানিয়ে ডেটা এগ্রিগেটরের কাজ করার জন্যে অনুমোদন জোগার করে দেশে সব নাগরিকদের WiFi এর মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। এই প্রকল্প মূলত 11000 কোটি টাকার বাজেটে তৈরি। আর এই প্রকল্পের মাধ্যমেই সাধারন মানুষরা বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাবেন। Wi-Fi এর মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা লাভ করে।
ব্যবসায়ীরা তাদের আয় বাড়াতে পারবে এবং কর্ম সংস্থানও বৃদ্ধি পাবে। পাবলিক ডেটা সেন্টার (Public Data Center) খোলার জন্য কোনো আবেদন ফি নেওয়া হবে না। তবে ইন্টারনেট ব্যবহারকারীদের টেলি যোগাযোগ বিভাগে নাম নথিভুক্ত করা জরুরী। দেশের সব পাবলিক প্লেসে এই PM Wani সুবিধা দেওয়া হবে। ফলে সবার কাছে এই পরিষেবা পৌছে যাবে।
গরমের ছুটি আবার বাড়ল! স্কুল শিক্ষা দফতরের নোটিশ, শিক্ষকদের জন্য কি নির্দেশ?
How to get PM Wani Free WiFi
1) প্রথমে ওয়েবসাইটে Registar করে সাইন আপ করতে হবে।
2) লগইন আইডি দিয়ে লগইন করে Certification এ আবেদন করতে হবে।
3) এরপর বৈধ্য নিরপত্তা শংসাপত্র যোগ করে WiFi Hotsopt এর বিবরণ যোগ করতে হবে।
4) ক্যাপটিভ পোর্টাল এবং প্রমানিকরন URL যোগ করলে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
Written by Ananya Chakraborty.