গুরুত্বপূর্ণ খবর

Aadhaar Card Mobile Link – অনলাইনে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক, কিভাবে করবেন দেখুন

কেন্দ্র সরকার অনেক দিন থেকে বলছে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক (Aadhaar Card Mobile Link) করানোর জন্য এবং আধার কার্ড আপডেট (UIDAI Aadhaar Card Update) করানোর জন্য। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করালে মানুষ অনেক সুবিধা পাবে। কিন্তু যদি আধার কার্ড মোবাইল নম্বর লিঙ্ক করানো না হয় তাহলে অনেক সরকারি ও বেসরকারি সুবিধা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে।

Aadhaar Card Mobile Link Online Process.

14 ই জুন আধার কার্ড বিনামূল্যে আপডেট (Aadhaar Card Update) করানোর শেষ তারিখ এই সময়ের মধ্যে বাধ্যতামূলক ভাবে সবাইকে আপডেট করতে বলা হয়েছে। তবে এবার চলে এলো আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক নিয়ে গুরুত্বপূর্ণ খবর। যারা এখনো আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক (Aadhaar Card Mobile Link) করাননি তাদের জন্যে দারুন খবর। চলুন বিস্তারিত জেনে নিন।

অনলাইনে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক

যারা এখন পর্যন্ত Aadhaar Card Mobile Link করাননি অথবা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান তাদের জন্যে দারুন সুবিধা এখন। এখন আধার কার্ডের ডোর স্টেপ পরিষেবা চালু হল। এখন থেকে আপনারা বাড়িতে বসেই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক বা মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন। এছাড়াও আধার কার্ডের সাথে জিমেল আইডি লিঙ্ক (Aadhaar Gmail Link) করতে পারবেন আধার কার্ডের সাথে।

কিভাবে মোবাইল নম্বর আধার লিঙ্ক করবেন?

এই আধার কার্ডের ডোরস্টেপ ব্যাংকিং পরিষেবা (Doorstep Banking Service) চালু করেছে IPPB (India Post Payments Bank) এর সুবিধা নিতে গেলে অনলাইনে আবেদন করতে হবে। চলুন জেনে নিন কিভাবে আবেদন করবেন আধার কার্ডের পরিষেবা (Aadhaar Service) নেওয়ার জন্য। আর আপনারা এর মাধ্যমে সহজেই নিজেদের Aadhaar Card Mobile Link ও করে নিতে পারবেন।

IPPB আধার মোবাইল নাম্বার লিঙ্কের জন্য আবেদন

1) প্রথমে IPPB এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) এরপরে Service Request Form – Doorstep Banking Form ক্লিক করুন।
3) এবারে আবেদন পত্রটি ভালো ভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
4) আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য Aadhaar Card Mobile Link বক্সটি মার্ক করুন।

E Shram Card (ই শ্রম কার্ড)

5) আবেদন পত্রটি সঠিক ভাবে আধার কার্ড দেখে পূরণ করে মোবাইল নম্বর উল্লেখ করে Submit করুন।
6) আবেদন ফর্মটি Submit হয়ে গেলে একটি রেফারেন্স নম্বর পাবেন।
7) আবেদন পত্র গ্রাহ্য হলে আপনার বাড়িতে IPPB তাদের একজন লোক পাঠাবে সে গিয়ে আপনার আধার কার্ড এর সাথে মোবাইল নম্বর লিঙ্ক অথবা মোবাইল নম্বর পরিবর্তন কিম্বা জিমেল লিঙ্ক করিয়ে দিয়ে আসবেন (IPPB Aadhaar Mobile Number Update).

বাড়িতে বসে রেশন কার্ড সংশোধন ও ডাউনলোড করার অনলাইন পদ্ধতি

অনলাইনে আধার কার্ড মোবাইল লিঙ্ক পদ্ধতি

আপনারা IPPB বা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের মাধ্যমে আপনারা নিজেদের আধার কার্ড মোবাইল লিঙ্ক না করাতে চাইলে কোন সমস্যা নেই আপনারা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই কাজটি করে নিতে পারবেন। প্রথমে ওয়েবসাইটে গিয়ে আধার মোবাইল লিঙ্ক অপশন খুঁজে নিয়ে নিজেদের আধার কার্ড ও মোবাইল নাম্বার দিয়ে দিলে এই কাজ সম্পন্ন হয়ে যাবে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *