জুন মাসের মধ্যে 4 টি জিনিসে Aadhaar Link না করলে, এই পরিষেবা গুলো বন্ধ হবে
আধার কার্ড (Aadhaar Card) দেশের নাগরিকদের জীবনে খুব গুরুত্বপূর্ণ নথি। এবারে মাসের শুরুতেই Aadhaar Link বা আধার কার্ড লিঙ্ক করা নিয়ে এক জরুরি খবর উঠে আসছে। বর্তমানে চারটি গুরুত্বপূর্ণ নথির সাথে আধার কার্ড লিঙ্ক (Aadhaar Card Link) করতে বলছে কেন্দ্র সরকার। এই বিষয়ে আপনারা বেশিরভাগ সবাই জানেন। এই চারটি নথি তে আপনি যদি আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে পরে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাদের।
Aadhaar Link with Ration PAN and LPG Online Process.
বন্ধ হয়ে যেতে পারে এই সব পরিষেবা। সরকারি অনেক রকমের পরিষেবা আর নিতে পারবেন না। এখন আমরা সকলেই জানি যে আধার কার্ড ছাড়া কোন ধরণের পরিষেবা পাওয়া সম্ভব না, সেটা সরকারি হোক বা বেসরকারি। আর এই সুবিধা পাওয়ার জন্য Aadhaar Link করাটাও অনেক জায়গায় বাধ্যতামূলক করা হয়েছে। রান্নার গ্যাসের ভর্তুকিও (LPG Subsidy) ব্যাংক একাউন্ট ঢুকবে না, বাতিল হতে পারে রেশন কার্ড!!
আধার কার্ড লিঙ্ক
আর চলতি মাসের শুরুতেই আপনারা এই Aadhaar Link করার কাজটি যতটা শীঘ্র পারবেন তত তাড়াতাড়ি এই কাজটি সম্পন্ন করে নিন। অনেকেই মনে করছেন যে এতদিন ভোটের জন্য কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু এবারে এই Aadhaar Link না করা থাকলে কোন ধরণের বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই লিঙ্ক করানোর জন্য কারো কাছে যেতে হবে না। নিজেরাই বাড়িতে বসে করে নিতে পারবেন। এর জন্যে কোনো টাকা লাগবে না। কোন চারটি নথির সাথে আধার লিঙ্ক করতে হবে চলুন দেখে নিন।
প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক
আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে সেই প্যান কার্ড চালু রাখার জন্যে এর সাথে আধার কার্ড লিঙ্ক (PAN Aadhaar Link) করতে হবে। এই কাজ যদি না করে থাকেন তাহলে হয়তো এই মুহুর্তে আপনার প্যান কার্ড ডিএক্টিভেট হয়ে গিয়েছে। আবার এক্টিভেট করার জন্য আর আবার যাতে প্যান কার্ড ব্যবহার করতে পারেন সব জায়গায় তার জন্যে Aadhaar e-KYC করতে হবে। এই জন্য Google Chrome এ গিয়ে E-Filling লিখে সার্চ করতে হবে।
এর পর ইনকাম ট্যাক্সের (Income Tax) ওয়েবসাইটে গিয়ে নিজের প্যান কার্ডের স্ট্যাটাস চেক (PAN Aadhaar Link Status) করে নিতে পারবেন। আপনার প্যান কার্ড যদি ডিএক্টিভেট হয়ে থাকে তাহলে সেখানে দেখাবে। কার্ড আবার চালু করার জন্য আপনার মোবাইল নম্বর, OTP এবং আধার নম্বর সাহাজ্যে সহজেই আধার প্যান লিঙ্ক (Aadhaar PAN Link) করে নিতে পারবেন।
এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক
LPG Cylinder এর ভর্তুকি পাওয়ার জন্যে এখন এর সাথেও আধার লিঙ্ক করতে হবে। না করে থাকলে ভর্তুকি (LPG Subsidy) ঢোকা বন্ধ হয়ে যাবে। বাড়িতে বসে LPG E-KYC করার জন্য Google Chrome এ গিয়ে LPG লিখে সার্চ করতে হবে। এরপরে সেখানে যে ডিস্ট্রিবিউটর এর থেকে আপনি গ্যাস কেনেন তার নাম লিখতে নিজের আধার নম্বর লিখে সহজেই ঘরে বসে Aadhaar Link KYC করে নিতে পারবেন।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড লিঙ্ক
বর্তমানে প্রতিটি মানুষেরই ব্যাংক একাউন্ট (Bank Account Aadhaar Link) আছে। ব্যাংক একাউন্ট ছাড়া কোনো কাজই এখন হয় না। সরকারি সুবিধা পেতে গেলেও ব্যাংক একাউন্টের দরকার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রাখার জন্যে আধার কার্ড এর সাথে KYC করতে হবে। এই কাজ করার জন্যে আপনার নিজের ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফোন নম্বর, ওটিপি ও আধার নম্বরের (Aadhaar Number) সাহায্যে বাড়িতে বসেই কাজ সেরে নিতে পারবেন।
রেশন কার্ড আধার লিঙ্ক অনলাইন
রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক (Ration Card Aadhaar Link) করতে হচ্ছে এই কাজ না করে থাকলে বন্ধ হয়ে যাবে রেশন কার্ড। রেশনের কালোবাজারি বন্ধ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার। যারা করেননি তারা Ration e-KYC এর মাধ্যমে আধার কার্ড এর রেশন কার্ড লিঙ্ক করিয়ে নিতে পারবেন। যাতে রেশন সামগ্রী (Ration Items) পেতে কোন সমস্যা না হয়।
বাতিল হতে চলেছে Aadhaar Card? এই কাজ শীঘ্রই করার নির্দেশ দিলো UIDAI
আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার
এখন মোবাইল ফোন (Mobile Phone) ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। আর এই কারণের জন্য আপনারা আজই এই কাজটি সম্পন্ন করে নিন। আপনাদের বাড়ির কাছাকাছি কোন ধরণের মোবাইলের দোকানে গিয়ে সামান্য খরচে আপনারা এই Aadhaar Link কাজটি সম্পন্ন করে নিতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আজকের এই আলোচনাতে দেখে নেওয়া যাক।
Written by Ananya Chakraborty.