গুরুত্বপূর্ণ খবর

Ration Card Correction – বাড়িতে বসে রেশন কার্ড সংশোধন ও ডাউনলোড করার অনলাইন পদ্ধতি

আজ আপনাদের রেশন কার্ড কারেকশন বা Ration Card Correction এর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিতে চলেছি। রেশন কার্ড (Ration Card) বর্তমানে সরকারি নথির অপেক্ষা মানুষের প্রতিমাসে খাদ্য যোগানের এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু সকল সুবিধা পাওয়ার জন্য কিছু নিয়ম সকলকেই মানতে হয়। সেই রকমই এই রেশন কার্ডে ভুল থাকলে অনেকেই এই খাদ্য সামগ্রী (Ration Items List) পান না।

Ration Card Correction Online Process in West Bengal.

এর আগে আমরা আপনাদের কে জানিয়েছি কিভাবে আধার কার্ডের সাথে রেশন কার্ড (Aadhaar Ration Link), ব্যাংক একাউন্ট (Aadhaar Bank Account Link), প্যান কার্ড লিঙ্ক (PAN Aadhaar Link) করতে হয়। ঠিক তেমনই আজ আপনাদের জানাব রেশন কার্ডের ভুল সংশোধন (Ration Card Correction Online) করবেন কি করে? একদম বাড়িতে বসে সহজ পদ্ধতি সম্পর্কে জেনে নেব।

পশ্চিমবঙ্গে রেশন কার্ড সংশোধন

প্রায়শই দেখা যায় রেশন কার্ডে কারো নাম ভুল তো কারন ঠিকানা, জন্ম তারিখ ভুল, তো কারো বাবা-মা বা স্বামীর নাম ভুল। খুব তাড়াতাড়ি কাজ করতে গিয়ে অনেক সময় এই ভুল গুলো হয়ে থাকে। এই ভুল গুলো সংশোধন ও করা যায়। আজ সেই নিয়েই আপনাদের বলব। কিভাবে রেশন কার্ড ভুল তথ্য গুলো সংশোধন (Ration Card Correction) করবেন। আপনিও যদি আপনাদের রেশন কার্ডের কোনো তথ্য সংশোধন করতে চান তাহলে এই পুরো প্রতিবেদনটি পড়ুন।

রেশন কার্ড ভুল সংশোধনের ডকুমেন্ট

আপনার রেশন কার্ডের কোন ধরণের ভুল ঠিক করতে চাইলে (Ration Card Correction) ভোটার কার্ড, আধার কার্ড প্যান কার্ড লাগবে। কারণ আপনি যেই ভুল ঠিক করতে চাইছেন তার জন্য আপনাকে কোন না কোন প্রমাণ জমা দিতে হবে, তবেই আপনার এই ভুল ঠিক করে দেওয়া হবে সরকারের তরফে, নইলে আপনি এই কাজটি করতে পারবেন না।

রেশন কার্ডে ভুল সংশোধনের ফরম ফিলাপ

আপনারা অনেকেই হয়তো Ration Card Correction এর কাজ অনলাইনের মধ্যে নাও করতে পারেন। আর সকল গ্রাম বাংলার মানুষরা তো এই কাজটি পারবেন না বলেই মনে করছেন অনেকে। আর এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে ফর্ম ৫ (Ration Card Form 5) নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমেও আপনারা এই কাজ সম্পন্ন করে নিতে পারবেন।

কিভাবে অনলাইনে রেশন কার্ড সংশোধন করবেন?

1) প্রথমে আপনাকে খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে www.food.wb.gov.in এর হোম পেজে যেতে হবে।
2) সেখানে রেশন কার্ড অপশন দেখতে পাবেন সেখনে ক্লিক করতে হবে।
3) এরপর এপলাই ফর কারেকশন ইন দি এক্সিস্টিং রেশন কার্ড অপশনে ক্লিক করতে হবে।
4) এবারে আপনার মোবাইল নম্বর লিখে Send OTP তে ক্লিক করতে হবে (Ration Card Correction).

5) এরপরে আপনার সেই মোবাইল নম্বরে OTP আসবে সেটি লিখে Proceed এ ক্লিক করুন।
6) এরপরে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি ক্লিক করতে হবে এবং সেখনে রেশন কার্ডের নম্বর লিখতে হবে ও লিখে সার্চ (Ration Card Correction) করতে হবে।
7) ক্লিক করার প্র একটি পেজ খুলে আসবে সেখনে আপনার পরিবারের প্রতিটি সদস্যের নাম দেখতে পাবেন।

8) এরপরে নিচে থাকা Apply Form 5 এর অধীনে Apply Now তে ক্লিক করতে হবে।
9) পরের পেজে আপনি আপনার ও আর বাকি সদস্যের রেশনের তথ্য দেখতে পাবেন।
10) আর একদম নিচের দুটি অপশন দেখতে পাবেন।
11) আপনি যদি ঠিকানা সহ অন্য তথ্য ও সংশোধন (Ration Card Correction) করতে চান তাহলে Beneficiary Details and Address অপশনে ক্লিক করতে হবে।

12) আর যদি শুধু ঠিকানা পরিবর্তন বা সংশোধন কর্তে চান তাহলে Only Beneficiary Address অপশনে ক্লিক করুন।
13) নিচে যে ফর্মটি আসবে সেখানে আপনি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের Ration Card Correction বা পরিবর্তন করতে পারবেন।
14) এরপরে সেখনে সঠিক তথ্য লিখে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট আপলোড কর্তে হবে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটি আপলোড করতে পারেন।

Yogyashree Scheme (পশ্চিমবঙ্গে যোগ্যশ্রী প্রকল্প)

15) এরপরে Next এ ক্লিক করলে নতুন পেজ ওপেন হবে।
16) আপনি যে সব তথ্য সংশোধন করেছেন তার প্রিভিউ দেখাবে।
17) এরপর OTP ভেরিফাই করে Submit OTP বোতামে ক্লিক করলেই আপনার Ration Card Correction আবেদন সফলভাবে সম্পন্ন হবে।

জুন মাসের মধ্যে 4 টি জিনিসে Aadhaar Link না করলে, এই পরিষেবা গুলো বন্ধ হবে

রেশন কার্ড সংশোধন চেক অনলাইন

পূর্বে উল্লেখিত রাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে আপনারা Ration Card Status Check অপশনে গিয়ে নিজের রেশন কার্ডের নাম্বার (Ration Card Number) লিখে দিলে এই Ration Card Correction সম্পর্কে আপনাদের সকল তথ্য সম্পর্কে জানিয়ে দেওয়া হবে এবং আপনারা সকল তথ্য সম্পর্কে সেখান থেকেই জেনে নিতে পারবেন একদমই বিনা খরচে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *