ট্রেন্ডিং

LPG গ্যাস নিয়ে সুখবর! বড় ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

সম্প্রতি শেষ হয়েছে লোকসভা নির্বাচন। আর শপথ নেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) গ্যাস (LPG Gas) নিয়ে বড় কোন ঘোষণা করতে চলেছেন এবং দেশের সকল মানুষদের এর ফলে দারুণ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। গত দুই দিন আগেই শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল NDA সরকারের। মোদীজির তৃতীয়বার ক্ষমতায় আসার আজ 4 দিন হল। এবার মোদীজি বড় কিছু ঘোষনা করতে চলেছে দেশবাসীর জন্য (Liquefied Petroleum Gas).

GST May Be Applicable on CNG and LPG Gas Very Soon.

নতুন সরকার গঠনের পর বড় যে সব ঘোষনা করতে চলেছেন সে গুলোর মধ্যে একটি হল। প্রাকৃতিক গ্যাস CNG এবং LPG বা রান্নার গ্যাসকে GST (Goods & Service Tax) এর আওতায় নিয়ে আসা। এই পরিকল্পনা যদি বাস্তবায়িত করতে পারে তাহলে অনেক সুবিধা হবে ও স্বস্তি পাবেন CNG (Compressed Natural Gas) ব্যবহারকারীরা। জানা গিয়েছে এই নিয়ে রিসার্চ শুরু করেছে আমেরিকান কোম্পানি সিটি রিসার্চ। বর্তমানে CNG তে 14 শতাংশ পর্যন্ত আবগারি শুল্ক দিতে হয়।

LPG ও CNG গ্যাসকে GST এর আওতায় আনা হবে?

তবে যদি এই CNG কে GST এর আওতায় আনা যায় তাহলে নির্দিষ্ট স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে। বর্তমানে GST তে চারটি স্ল্যাব রয়েছে সে গুলো হল 5%, 12%, 18%, 28%. CNG তে যদি আগামী দিনে 12% GST রাখা যায় তাহলে অনেক কম খরচ হবে। যবে থেকে CNG কে GST এর আওতায় আনার কথা শুরু হয়েছে টার পর থেকে গ্যাস কোম্পানি গুলো তাদের শেয়ারের দাম হু হু করে বাড়াচ্ছে।

রান্নার গ্যাসে এবার জিএসটি?

আমেরিকান কোম্পানি সিটি রিসার্চ এর তরফ থেকে বলা হয়েছে। NDA সরকার GST কাউন্সিল এর সংখ্যা গরিষ্ঠতা বজায় রাখতে সফল হবে। এই বছরে মোদীজির একটি প্রধান লক্ষ্য হতে পারে CNG ও LPG গ্যাস সেক্টরকে GST এর আওতায় আনা। এই কাজ যদি NDA সরকার করে তাহলে সাধারন মানুষদের উপকার হবে অনেকটা। বর্তমানে গ্যাসের দাম এখনো অনেকটা বেশি।

RBI (রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া)

রান্নার গ্যাসের দাম কমতে চলেছে?

বিরোধীরা গ্যাসের দাম বাড়ার ইস্যু নিয়ে অনেক বার পথে নেমেছে। তাই মোদী সরকারের এবারের মূল্য লক্ষ্য গ্যাস কে সস্তা করার জন্যে গ্যাসের উপরে বিভিন্ন কর গুলো কমিয়ে আনা, আর অর্থনীতিতে গ্যাসের ব্যবহার বাড়ানো।গ্যাসকে GST এর আওতায় নিয়ে আসলে বিভিন্ন রাজ্যের যে গ্যাসের দামে ফারাক রয়েছে তাও দূর হবে। দিল্লিতে যেমন ভ্যাট 0 আর এই দিকে গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে তা 3 থেকে 5%.

মর্নিং স্কুল শুরু হবে পশ্চিমবঙ্গে? তীব্র গরমে ফের জল্পনা শুরু

তাই আগামী দিনে যদি গ্যাস GST এর আওতায় আসে তাহলে GALI, CGD এই সব গ্যাস কেনার উপরে ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে অর্থাৎ আরও সহজ ভাষায় জানতে হলে আপনারা এইটা জেনে নিন যে অনেক দিন ধরে কেন্দ্রের তরফে রাজ্যে সরকারের কাছে জানানো হয়েছিল এই নিয়ে কিন্তু অনেক রাজ্য সরকার এই সম্পর্কে না মানার জন্য এখনো পর্যন্ত এই আইন কার্যকর হয়নি। এবারে দেখার অপেক্ষা যে কি হতে চলেছে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *