ট্রেন্ডিং

LPG Insurance Policy – রান্নার গ্যাস থাকলে 6 লাখ টাকার বীমা পলিসি দেওয়া হবে! কিভাবে এই টাকা পাবেন?

দেশের সকল রান্নার গ্যাস গ্রাহকদের জন্য LPG Insurance Policy বা রান্নার গ্যাস কোন ধরণের দুর্ঘটনা হলে সরকারের তরফে সেই ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বীমা পলিসি (Public Liability Insurance) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এর মাধ্যমে দেশের কোটি কোটি রান্নার গ্যাস (Liquefied Petroleum Gas) গ্রাহকরা খুবই সুবিধা পেতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Indane HP LPG Insurance Policy for All Customers.

মাঝে মধ্যেই দেশের কোনো না কোনো প্রান্তে শোনা যায় গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) ফেটে মৃত্যুর ঘটনা। গ্যাস সিলিন্ডার ব্যবহার এর ক্ষেত্রে অনেক নিয়ম থাকে সেই সব নিয়ম মেনে ঠিক মত সিলিন্ডার ব্যবহার করলে বিপদের হাত থেকে বাঁচা যায়। তবে বিপদ কখন কিভাবে আসবে তা বলা যায় না। সব সাবধানতা অবলম্বন করলেও অনেক সময় বিপদ ঘটে যায়।

LPG সিলিন্ডারে ৫০ লাখ পর্যন্ত বীমা!

তবে কেন্দ্র সরকার এবার এক দারুন খবর নিয়ে এসেছে গ্যাস উপভোক্তাদের জন্য। কি সেই খবর দেখে নিন।বর্তমানে এখন এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল যেখানে গ্যাস সিলিন্ডার নেই। এখন প্রতিটি বাড়িতেই প্রায় গ্যাসের সংযোগ পৌছে গিয়েছে। গ্রাম থেকে শহর সব জায়গায় পৌছে গিয়েছে। গ্যাসের দাম বাড়ার কারনে কেন্দ্র সরকার সাধারন মানুষদের সুবিধার জন্য যাতে তারা কম টাকায় গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) পেতে পারে তার জন্যে উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana) চালু করেছিল।

রান্নার গ্যাস বীমা বাধ্যতামূলক?

আর এবার আরো একটি ভালো খবর নিয়ে এলো সরকার। রান্নার গ্যাস উপভোক্তাদের জন্য বীমা যোজনা (Insurance Scheme) চালু করেছে সরকার। এখন থেকে সব উপভোক্তাদের বীমা যোজনায় (LPG Insurance Policy) অন্তর্ভুক্ত করা হয়েছে। যে কোনো গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার জন্য পেয়ে যাবেন 6 লক্ষ টাকা পর্যন্ত বীমা। কিভাবে পাবেন বীমার সুবিধা জেনে নিন।

Atal Pension Yojana (অটল পেনশন যোজনা)

রান্নার গ্যাস বীমার পরিমান কত?

গ্যাস সংযোগ ঘটিত বীমার ক্ষেত্রে কোন দুর্ঘটনা অনুযায়ী কত টাকা দেবে সরকার। গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার পরিবারকে 6 লক্ষ টাকা বীমা দেওয়া হবে। গ্যাস দুর্ঘটনার ফলে যদি কোনো পরিবারের ক্ষতি হয় তাহলে মাথা পিছু প্রত্যেক ব্যক্তিদের 25 হাজার থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত বীমা দেওয়া হবে। এক্ষেত্রে পরিবারে যত বেশি সংখ্যক সদস্যই থাকুক না কেন সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা পাবেন।
প্রত্যেক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের ব্যাক্তিকে 2 লক্ষ টাকা পর্যন্ত বীমা নেওয়ার সুবিধা থাকে।

টাকার দরকার হলেই CIBIL Score ছাড়া তাৎক্ষণিক ঋণ দিচ্ছে Bajaj Finserv

কিভাবে রান্নার গ্যাস বীমার সুবিধা পাবেন?

আপনার বাড়িতে যদি গ্যাস দুর্ঘটনা ঘটে এবং কোনো ব্যাক্তির ক্ষতি হয়ে থাকে তাহলে আপনাকে প্রথমে আপনার যে গ্যাস Distributor আছে তার কাছে একটি লিখিত দরখাস্ত জমা করতে হবে। এরপর LPG Distributor নিজের এলাকার কার্যালয়ে এবং বীমা (LPG Gas Insurance) আধিকারিকে অভিযোগ করবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যাক্তিদের বীমা পেতে আপনাকে সাহায্য করবে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *