LPG সিলিন্ডারে দুর্ঘটনা হলে 75 লাখ টাকার বীমা কভারেজ! গ্রাহকরা কিভাবে পাবেন?
রান্নার গ্যাস (LPG Gas) গ্রাহকদের জন্য ৭৫ লাখ টাকা দুর্ঘটনা বীমা নিয়ে আসলো কেন্দ্রীয় সরকার। আর এর ফলে দেশের কোটি কোটি মানুষদের খুবই সুবিধা হতে চলেছে। মাঝে মধ্যেই দেশের কোনো না কোনো প্রান্তে শোনা যায় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যুর ঘটনা। গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) ব্যবহারের ক্ষেত্রে অনেক নিয়ম থাকে সেই সব নিয়ম মেনে ঠিক মত সিলিন্ডার ব্যবহার করলে বিপদের হাত থেকে বাঁচা যায়। তবে বিপদ কখন কিভাবে আসবে তা বলা যায় না (Liquefied Petroleum Gas).
75 Lakh LPG Insurance Policy for Accident Coverage.
বর্তমানে এখন এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল যেখানে রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) নেই। এখন প্রতিটি বাড়িতেই প্রায় গ্যাসের (Indane LPG Gas) সংযোগ পৌছে গিয়েছে। গ্রাম থেকে শহর সব জায়গায় পৌছে গিয়েছে। শুধু যে বাড়িতে গ্যাস সিলিন্ডার লাগে তা নয় বিভিন্ন রেস্তোরাতেও গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় বিভিন্ন সংস্থার। আমাদের দেশে অনেক রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আছে।
রান্নার গ্যাসে বীমা কভারেজ
Indian Oil, Bharat Petroleum, Hindusthan Petroleum এমন আরো অনেক সংস্থা এলপিজি সিলিন্ডার সরবরাহ করে। আর এই সকল সিলিন্ডারের সঙ্গে বাধ্যতামূলক ভাবে বীমা (LPG Insurance) করানো হয় যাতে সিলিন্ডার ফেটে কোনো দুর্ঘটনা হলে গ্রাহকরা তার ক্ষতিপুরণ পায়। গ্রাহকরা এতে 75 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপুরণ পান। কিভাবে পাবেন এই টাকা কোন ঘটনার জন্যে দেওয়া হয় এই সব নিয়েই আজ আপনাদের জানাব।
Public Liability Insurance for LPG Customers
এই সব সিলিন্ডার (LPG Cylinder) যেহেতু দাহ্য পদার্থ তাই এই গুলো ব্যবহার করার সময় সঠিক সাবধানতা অবলম্বন করতে হয় নাহলে প্রাণহানির মত ঘটনা ঘটতে পারে। এই প্রাণহানি, ক্ষয়ক্ষতি এবং আহত হলে সেই সংস্থার কাছে গ্রাহকরা 75 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপুরণ বাবদ দাবি করতে পারে। এছাড়া ব্যাক্তিগত ক্ষয়ক্ষতি, আঘাত, চিকিৎসা বাবদ আলাদাভাবে নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করা যায়।
কিভাবে এই বীমা কভারেজ পাবেন?
এই সকল তেল সংস্থার ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন Public Liability Insurance Policy. এই পলিসি টার্মের মধ্যেই পাওয়া যাবে সমস্ত বিমা সংক্রান্ত সকল তথ্য। এই টার্ম পেপার অনুযায়ী সিলিন্ডার ফেটে মৃত্যু হলে 75 লক্ষ টাকা পর্যন্ত বীমা দাবি করা যায়। দুর্ঘটনায় কোনো ব্যক্তির মৃত্যু হলে বা গুরুতর আঘাত লাগলে এই বীমা জন্যে আবেদন করতে পারে।
How to Claim Public Liability Insurance?
সিলিন্ডার লিকেজের জন্যে কোনো দুর্ঘটনায় সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপুরণ দাবি করতে পারে গ্রাহক। তবে এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট করে বলা হয়েছে যে সংস্থা বীমা (Insurance Policy) দিচ্ছে সেই সংস্থার সাথে সম্পর্কিত ব্যাক্তি বা সম্পত্তির ক্ষতি এই বীমা আইনের আওতায় পরবে না। প্রতিটি ঘটনায় বীমা ধার্য করা হবে। বছরে 100 কোটি টাকার বীমা ধার্য করা আছে বীমা সংস্থার (Insurance Company) তরফ থেকে।
এছাড়াও আরও একটি ক্ষেত্রে ব্যক্তির আঘাত লাগলে, সম্পত্তির ক্ষয় ক্ষতি হলে আলাদাভাবে কিছু টাকা ক্ষতিপূরণ হিসেবে পাওয়া যাবে। এক্ষেত্রে গ্রাহককে অবশ্যই বীমা সংস্থার সঙ্গে রেজিস্ট্রেশন থাকতে হবে। ব্যাক্তিগত দুর্ঘটনায় মৃত্যু হলে প্রতি ব্যাক্তির জন্যে প্রতি ঘটনায় 6 লক্ষ টাকা ঘটনা পিছু 30 লক্ষ টাকা চিকিৎসা খরচা বাবদ। রেজিস্টার করা গ্রাহকের বাড়িতে সিলিন্ডার ফেটে দুর্ঘটনায় ক্ষতি হলে প্রতি ঘটনায় 2 লক্ষ টাকা ক্ষতিপুরণ (LPG Insurance Claim) দেয়।
এক্ষেত্রে আহত হলে ঘটনার 12 মাসের মধ্যে যদি সেই ব্যাক্তি মারা যায় তাহলে বীমার (LPG Insurance Policy) পুরো টাকাটাই পাবেন। 12 মাসের মধ্যে কোনো অঙ্গ পঙ্গু হয়ে গেলে পুরো টাকাটাই পাবেন। তবে অঙ্গ হানি বা কাটা যাওয়ার মত ঘটনা ঘটলে বীমার পরিমান বেশি হয়।। তবে সিলিন্ডারের মেয়াদ ফুরিয়ে গেলে তার জন্যে বীমা পাওয়া যাবে না। এক্ষেত্রে সিলিন্ডার নেওয়ার সময় আগেই সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখে নেওয়া দরকার।
কিভাবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন? অনলাইন পদ্ধতি জেনে নিন
বীমার দাবি করার জন্য সরবরাহকারী সংস্থা যে বীমা সংস্থার সঙ্গে সংযুক্ত তার কাছে আবেদন করতে হবে উপযুক্ত প্রমাণ সহ। সম্পত্তির ক্ষতি হলে তার যথা যথ ছবি দিতে হবে। ব্যক্তি আহত হলে তার প্রমাণ স্বরূপ স্বীকৃত চিকিৎসকের সার্টিফিকেট প্রয়োজন। আর এই LPG Insurance সম্পর্কে আরও বস্তারিত তথ্য জানার জন্য আপনারা নিজেদের রান্নার গ্যাস এজেন্সিতে গিয়ে যোগাযোগ করে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.