পশ্চিমবঙ্গের খবর

Ladies Special Bus – লেডিস স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত! মহিলাদের দীর্ঘ সমস্যার সমাধান

পশ্চিমবঙ্গের সকল বয়সী মহিলাদের জন্যে খুশির খবর রাজ্য সরকারের তরফ থেকে। Ladies Special Bus বা লেডিস স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হল এবারে। যে সব মহিলারা প্রতিদিন কাজের সুত্রে যাতায়াত করেন তাদের এর ফলে খুবই সুবিধা হতে চলেছে। সরকার মেয়েদের সুবিধার জন্য নানা রকমের নিত্য নতুন প্রকল্প নিয়ে এসেছে। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), রূপশ্রী (Rupashree), কন্যাশ্রী (Kanyashree) আরো অনেক রকমের প্রকল্প।

Ladies Special Bus Start in West Bengal.

আর এবার মুখ্যমন্ত্রী আরো এক সুবিধা আনতে চলেছে মহিলাদের জন্য। এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) চালু করতে চলেছে ‘লেডিস স্পেশাল বাস’। এক সময় রেলমন্ত্রী থাকাকালীন বাংলা পেয়েছিল লেডিস স্পেশাল ট্রেন। আর এবার সেই ধাঁচেই মুখ্যমন্ত্রী আনতে চলেছে Ladies Special Bus. এই বাস চালু হলে সুবিধা হবে রাজ্যের মহিলাদের। এই বাস চালু করা হচ্ছে কলকাতায়। এই বাস শুধুমাত্র মহিলাদের জন্য।

পশ্চিমবঙ্গে লেডিস স্পেশাল বাস চালু

হাওড়া থেকে এই বাসের উদ্বোধন করবেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তারপর থেকে প্রতিদিন সকালে এই বাস চলবে হাওড়া থেকে বালিগঞ্জ (Howrah to Ballygunge Route) পর্যন্ত। আর এই রুটে এই Ladies Special Bus পরিকল্পনা সফল হলে আগামীদিনে রাজের বিভিন্ন স্থানে এই পরিষেবা চালু (Transport Department) করা হবে বলে মনে করা হচ্ছে।

লেডিস স্পেশাল বাস চলার রুট

মহিলাদের জন্য মাতৃ ভূমি লোকাল ট্রেনের (Matri Bhumi Local) নাম সবাই জানে আর এবার এই Ladies Special Bus চালু করা হবে। মহিলাদের অফিস, স্কুল কলেজের কাজে প্রতিদিন বাইরে যেতে হয় (Women Officegoers) তাই মহিলাদের যাতে দ্রুত সে সব জায়গায় পৌছে দেওয়া যায় তার জন্যে এই বাস চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই বাস প্রতিদিন সারে 9 টায় ও 10 টায় দুটো বাস ছাড়বে হাওড়া থেকে বালিগঞ্জের (Howrah-Ballygunge) উদ্দেশ্যে।

এই লেডিস স্পেশাল বাসের ভাড়া কত?

এই বাসের Ladies Conductor বা মহিলা কন্ডাক্টর থাকবে। যখন হাওড়া স্টেশনে Ladies Special Train ঢোকে তখন ট্রেন থেকে নেমেই সোজা বাসে উঠতে পারবেন মহিলারা। আগামী অগাস্ট মাসে অনেক বাস বন্ধ হয়ে যাবে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে 15 বছরের পুরনো বাস বাতিল করতে হবে। সেখানে Ladies Special Bus চালু হলে অন্য বাসে পুরুষরা উঠতে পারবেন। সুতরাং মহিলা পুরুষ উভয়ের দিকেই নজর দিয়েছে মুখ্যমন্ত্রী।

LPG (রান্নার গ্যাসে দুর্ঘটনা বীমা)

পরিবহন দফতর (West Bengal Transport Department) সুত্রে খবর, এখন হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত দুটি বাস চলবে পরে পরিস্থিতি দেখে বাসের সংখ্যা বাড়ান হবে। তারপর শেয়ালদা স্টেশন থেকে চালু হবে Ladies Special Bus. এখন নন AC বাস চালু করা হচ্ছে। ভবিষ্যৎ এ AC বাস চালু করার পরিকল্পনা আছে। অফিস, স্কুল কলেজ থেকে ফেরার জন্যে রাখা হতে পারে লেডিস স্পেশাল বাস।

পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের জন্য নতুন অ্যাপ চালু! সব সুবিধা হাতের মুঠোয়

কেন এই লেডিস স্পেশাল বাস

অফিস টাইমে বাসে মহিলাদের ভিড় না ঠেলতে হয় তার জন্যেই এই ব্যবস্থা। এই বাসের সামনে লেখা থাকবে Ladies Special Bus. আর এর ফলে অফিসে যাওয়া অনেক মহিলাদের সুবিধা হতে চলেছে বলে মনে করছেন অনেকে। দেশের অন্য রাজ্যে এই পরিষেবা অনেক আগেই শুরু হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এবারে এই পরিষেবা শুরু করা হল।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *