টেলিকম

Jio গ্রাহকদের খরচ কমলো! সঙ্গে বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি

জিওর (Jio Recharge Plan) তরফ থেকে দারুন খবর গ্রাহকদের জন্যে। জিও তাদের একটি রিচার্জের (Recharge Plan) মেয়াদ বাড়িয়ে দিলো, আর এরই সঙ্গে খরচা কমে গেল গ্রাহকদের। কিছু দিন আগেই বেশ ধুমধাম করে রাজকীয় সমারোহে শেষ হল মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে (Anant Ambani & Radhika Merchant Marraige) সোশ্যাল মিডিয়াতে শুধু তাদেরই বিয়ের ছবি।

Jio 349 Recharge Plan Validity Increase Details.

চার মাস আগের থেকে এই বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল। অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান যেমন শেষ হচ্ছে না তেমন তাদের ছবিও শেষ হচ্ছে না। চার মাস আগে থেকে শুরু হয়েছিল Pre-Wedding এর অনুষ্ঠান বিয়ের পরেও হয়েছে অনেক অনুষ্ঠান। হাজার হাজার কোটি টাকা খরচ করেছে আম্বানি এই বিয়ের অনুষ্ঠানে।

Jio গ্রাহকদের খরচ কমে গেল!

আর এর মাঝে মুকেশ আম্বানি জিও গ্রাহকদের দিল দারুন অফার। জিও তাদের রিচার্জের দাম (Jio Recharge Price) বাড়ানোর ফলে গ্রাহকদের অসুবিধায় পড়তে হয়েছে। এর ফলে গ্রাহকদের মধ্যে যেমন চাপ সৃষ্টি হয়েছে তেমনই জিওর উপরেও চাপ এসে পড়েছে। কারন এখন বহু গ্রাহক জিও ছেড়ে BSNL এ পোর্ট করতে শুরু করে দিয়েছে। গ্রাহকদের কাছে রাখতে জিও তাই এবার তার এক রিচার্জ প্ল্যানে দারুন পরিবর্তন এনেছে। কোন প্ল্যানে পরিবর্তন এনেছে জেনে নেই।

Jio 349 Rupees Recharge Plan

গত 3 রা জুলাই BSNL বাদে সব বেসরকারি টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যান (Recharge Plan) গুলোর দাম বাড়িয়ে দিয়েছে। 10 বা 20 টাকা বাড়িয়েছে এমন নয় 50 থেকে 60 টাকা করে বাড়িয়েছে এক একটা রিচার্জের দাম। Airtel, VI, Jio সব টেলিকম সংস্থাই বাড়িয়েছে দাম। আর এই আবহে একের পর এক লোভনীয় অফার দিচ্ছে BSNL গ্রাহকদের। এর জেরে বহু মানুষ BSNL এ চলে যাচ্ছে।

তাই এই মুহুর্তে গ্রাহকদের ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে জিও। তারা তাদের একতি বিশেষ রিচার্জ প্ল্যানের মেয়াদ বৃদ্ধি করল। Jio র যে রিচার্জ প্ল্যানের কথা বলা হচ্ছে তা হল 349 টাকার রিচার্জ প্ল্যান। এই প্রিপেড রিচার্জ প্ল্যানকে Hero 5G নাম দিয়েছে জিও। এই প্ল্যানে প্রতিদিনের ডেটা লিমিট বা SMS এর সংখ্যা বাড়ান হয়নি। বাড়ান হয়েছে মেয়াদ।

এই প্ল্যানের রিচার্জ করলে গ্রাহকরা এবার থেকে 28 দিন নয় 30 দিনের সুবিধা পাবেন। সম্প্রতি Jio কতৃপক্ষ তার এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছে। তারা জানিয়েছে জিও এর 349 টাকার রিচার্জ প্ল্যান সংস্কার করার পর ইউজারদের Unlimited 5G পরিষেবা দিতে চলেছে সেই সব এলাকায় যেখানে Jio TRUE 5G সার্ভিস চালু হয়েছে। আর যারা 5G মোবাইল ফোন ব্যবহার করেন তারা আনলিমিটেড ইন্টারনেট পাবেন।

Jio (জিও) Jio Reahcrge Plan (জিও রিচার্জ প্ল্যান)

Benefits of 349 Plan

এই প্ল্যানে গ্রাহকদের Unlimited Call, 100 টি SMS প্রতিদিন, প্রতিদিন 2 GB ডেটা অর্থাৎ মত 60 GB ডেটা পাবে গ্রাহকরা। আগে এই প্ল্যানের দাম ছিল 299. এখন এই প্ল্যানের দাম 50 টাকা বাড়িয়েছে জিও। এই প্ল্যানের মেয়াদ 30 দিন। আর এই সকল দামের তালিকা আপনারা My Jio অ্যাপে গিয়ে দেখে নিতে পারবেন।

সামনেই রাজ্যে টানা ছুটি পেতে চলেছে স্কুল, কলেজ, অফিস! কবে থেকে শুরু হবে?

অন্য প্ল্যান গুলোর দাম কত হয়েছে?

জিও এর 1 GB ডেটার প্ল্যানের দাম 208 থেকে বাড়িয়ে 249 করা হয়েছে। 84 দিনের মেয়াদ সহ 666 টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1.5 GB দেওয়া হত এর দাম বেড়ে হয়েছে 799 টাকা। এছাড়া বার্ষিক রিচার্জ প্ল্যানের দাম (Jio Annual Recharge Plan) আগে ছিল 2999 টাকা এই প্ল্যানে 2.5 GB করে প্রতিদিন দেওয়া হত। এই প্ল্যানের দাম বেড়ে হয়েছে 3599 টাকা।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *