পশ্চিমবঙ্গের খবর

Electric Bill: রেশন কার্ড থাকলে বিদ্যুতের বিলে ছাড় দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার!

পশ্চিমবঙ্গ সরকারের (Government of India) তরফে বিদ্যুতের বিল (Electric Bill) নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেশন কার্ড (Ration Card) থাকলে ইলেকট্রিক বিলে ছাড় পেতে চলেছে রাজ্যবাসী। বাংলায় বর্ষা ঢুকলেও তেমন ভাবে বৃষ্টির দেখা নেই। আর এই দিকে অতিরিক্ত গরমের জেরে নাজেহাল অবস্থা উত্তর থেকে দক্ষিনবঙ্গের সব মানুষদের। আর অতিরিক্ত গরমের জেরে ফ্যান, এসি ছাড়া টেকা দায় হয়ে যাচ্ছে (Hasir Alo Scheme).

Get Rebate on WBSEDCL CESC Electric Bill if You Have BPL Ration Card.

আর এর ফলে হুড়মুড়িয়ে বাড়ছে বিদ্যুতের বিল। আর এতে মধ্যবিত্তদের পকেটে পরছে টান। এই আবহে সাধারন মানুষদের একটু স্বস্তি দিতে বিদ্যুতের বিল (Electric Bill) নিয়ে সম্প্রতি নতুন ঘোষনা করেছে রাজ্য সরকার। এর ফলে উপকৃত হবেন সাধারন মানুষ। তাহলে কিভাবে এই সুবিধা পাওয়া যাবে এবং কত টাকা বা ইউনিট পর্যন্ত ছাড় পাওয়া যাবে সেই সম্পর্কে সিদ্ধান্ত চলুন বিস্তারিত জেনে নিন।

বিদ্যুতের মাসুল কমতে চলেছে?

করোনার সময় দিল্লিবাসীদের বিদ্যুৎ এর মাসুল কমিয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারও ফ্রি (Free Electricity) করে দিয়েছিল। 201 থেকে 400 ইউনিট পর্যন্ত Electric Bill এ 50% পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে ঘোষনা করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী। এই ঘোষনার ফলে উপকৃত হয়েছিল দিল্লীবাসী। এবার এই পন্থা অবলম্বন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। তারা একটি প্রকল্প এনেছে যে প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী কারেন্টের বিলে ছাড় পাবেন।

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিলে ছাড়

রাজ্য সরকার রাজ্য বাসির সুবিধার্থে বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে আসে। তেমনই ইলেকট্রিক বিল নিয়ে এবার নতুন ঘোষনা করল সরকার। এবার থেকে Electric Bill এ মিলবে ছাড়। তার জন্য রাজ্য সরকার এক প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে মিলবে ছাড়। আমরা আপনাদের যে প্রকল্পের কথা বলছি তা হল ‘হাসির আলো’ প্রকল্প।

হাসির আলো প্রকল্প

রাজ্য সরকার এই হাসির আলো প্রকল্প চালু করে 2020 সালে। এই প্রকল্পের আওতায় থাকা উপভোক্তারা 3 মাসে 75 ইউনিট Electric Bill বিনামূল্যে পেয়ে থাকেন। এই 75 ইউনিট বিদ্যুৎ এর খরচ হয় প্রায় 300 টাকা। হিসেব করে দেখতে গেলে দেখা যাবে 51-100 ইউনিট স্ল্যাবে 2.5 টাকা প্রতি ইউনিট হিসেবে 187 টাকা 50 পয়সা পর্যন্ত ছাড় মিলতে পারে কারেন্টের বিলে। তবে এই ছাড় সবার জন্য নয়। যাদের BPL Ration Card আছে শুধুমাত্র তারাই এই সুবিধা পাবেন।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প)

কারা বিদ্যুৎ বিলে ছাড় পাবেন?

এই হাসির আলো প্রকল্পের সুবিধা রাজ্যের সব বাসিন্দারা পাবেন না। যে সব ব্যক্তিরা অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY Ration Card) বা BPL ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে শুধু তারাই এই সুবিধা পেতে পারবেন। অতেব্ব এইটা বোঝাই যাচ্ছে যে রাজ্যের সকল মানুষেরা এই প্রকল্পের মাধ্যমে Electric Bill এ ছাড় পাবেন না। এই প্রকল্প সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

জিও গ্রাহকরা পাবে ডবল বেনিফিট! সবাইকে চমকে দিয়ে ঘোষণা করলো Jio

Electric Bill ছাড়ের জন্য কিভাবে আবেদন?

এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করার জন্যে বিদ্যুৎ দফতরে অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে আর তা নাহলে দুয়ারে সরকার ক্যাম্প এও যোগাযোগ করতে পারেন। সেখানে উপস্থিত থাকা বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কাছে আবেদনপত্র জমা দিতে পারেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *