ট্রেন্ডিং

LPG Gas Price: রান্নার গ্যাস 300 টাকা কমে পাবে এই নাগরিকরা! দাম বাড়লেও স্বস্তির খবর

মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) কত হল সেই নিয়ে চিন্তায় সকলের মোবাইল ঘাটা শুরু করেছেন। কিন্তু এই বৃষ্টি ভেজা দিনে একটি খারাপ খবর গ্রাহকদের জন্য (Liquefied Petroleum Gas). কারণ এবারে কমার বদলে উল্টে বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম (LPG Cylinder Price). তাহলে কি ফের একবারের জন্য মধ্যবিত্তের পকেটে আবার টান পরতে চলেছে?

Get 300 Rebate on PM Ujjwala Yojana LPG Gas Price.

না, কারণ বাড়িতে ব্যবহারকারী সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়নি। কিন্তু উল্টোদিকে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম (Commercial LPG Gas Price) একধাক্কায় ৬.৫০ টাকা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। কিন্তু কিছু নাগরিকরা দাম পরিবর্তন না হলেও ৩০০ টাকা পর্যন্ত ছাড়ে রান্নার গ্যাস পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) কথা প্রায় গোটা দেশবাসী জানে।

উজ্জ্বলা গ্রাহকরা ৩০০ টাকা ছাড় পাবে

কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করার ফলে দেশের নিম্নবিত্ত, গরিব মানুষ গুলো উপকৃত হয়েছে। তারা বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের (Free LPG Gas Connection) সংযোগ পাওয়ার ফলে এখন উনোনে ঘুটা, কয়লা, কাঠ দিয়ে রান্না প্রায় ছেড়েই দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সিলিন্ডারের (LPG Gas Price) বাজার মূল্যের থেকে 300 টাকা কম দামে মিলছে গ্যাস সিলিন্ডার। এই প্রকল্প নিয়ে চলতি বছরই দারুন খবর দিয়েছে কেন্দ্র সরকার।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা

কেন্দ্র সরকার দেশের 10 কোটির বেশি দরিদ্র পরিবারকে ভর্তুকি যুক্ত LPG সিলিন্ডার সরবরাহের জন্য কেন্দ্র সরকার এই প্রকল্পের মেয়াদ আরো এক বছর বাড়িয়ে দিয়েছে। উজ্জ্বলা যোজনার মেয়াদ 2024 সালের 31 শে মার্চ শেষ হওযার কথা ছিল। কিন্তু এই প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়িয়ে 2025 সালের 31 শে মার্চ পর্যন্ত করা হয়েছে। আর এই সকল গ্রাহকরাই রান্নার গ্যাসের দামে (LPG Gas Price) ৩০০ টাকা ভর্তুকি পাবে।

রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়া হবে

আগামী 1 বছরের মধ্যে এই প্রকল্পের আওতাভুক্ত পরিবার গুলো সিলিন্ডার প্রতি 300 টাকা ভর্তুকি আর 12 টি সিলিন্ডার পাবে। গত বছর অক্টোবর মাসে এই সিলিন্ডার গুলোর ভর্তুকির পরিমান বাড়ান হয়েছিল 200 টাকা থেকে 300 টাকা। চলতি বছর 31 শে মার্চ পর্যন্ত 300 টাকা করে ভর্তুকি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি (সিসিইএ) এখন এই ভর্তুকি 2024-25 সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

RPLI Scheme (পোস্ট অফিস গ্রামীণ ডাক বীমা যোজনা)

রান্নার গ্যাসের দামে স্বস্তির খবর

গত কয়েকটি নির্বাচনে এই উজ্জ্বলা যোজনা গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছিল। আর এতে মোদি সরকার লাভবান ও হয়েছিল। মন্ত্রীসভার সিদ্ধান্তের কথা জানিয়ে কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল বলেন, উজ্জ্বলা যোজনার এক বছর বাড়ানোর জন্যে কেন্দ্র সরকার 12 হাজার কোটি টাকার সংস্থান করবে। উজ্জ্বলা যোজনার 10.27 কোটি সুবিধাভোগী রয়েছে। তাদের সবাইকে 603 টাকায় সিলিন্ডার (LPG Gas Price) দেওয়া হবে। তিনি বলেছিলেন এই প্রকল্পের আওতায় প্রাপ্ত সব আবেদনকে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ

ভারত এখন তার LPG এর প্রয়োজনীয়তায় 60% আমদানি করে। উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকদের ওই বাজার দরেই (LPG Gas Price) গ্যাস সিলিন্ডার কিনতে হয়েছিল। জ্বালানির দাম বাড়ার সাথে সাথে 2022 সালের মে মাসে PMUY গ্রাহকদের 200 টাকা করে সিলিন্ডার প্রতি ভর্তুকি দেওয়া হয়। তারপরে 2023 সালে অক্টোবর মাসে তা বাড়িয়ে 300 টাকা করা হয়।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *