Ration Card: ফ্রিতে রেশন পাবেন না গ্রাহকরা! এখনো সময় আছে ‘এই’ কাজটি করার
রেশন কার্ড (West Bengal Ration Card e-KYC) থাকলেই যে রেশন পাবেন এখন আর তা হবে না। রেশন কার্ড থাকলেও এখন এই কাজটি করতে হবে নাহলে রেশন (Ration Items List) আর তুলতে পারবেন না। কি কাজ করতে হবে? আজ এই বিষয়ে বিস্তারিত বলব আপনাদের। রেশন কার্ড (Ration) দেশের মানুষদের কাছে খুব মূল্যবান নথি। করোনার পর থেকে কেন্দ্র সরকার বিনামূল্যে রেশন (Free Ration) দেওয়া চালু করেছে।
Do e-KYC on Ration Card for Get Food Items.
দেশবাসীর কথা ভেবে এখনো পর্যন্ত সেই ব্যবস্থা চালু রেখেছে কেন্দ্র সরকার। রেশন নিয়ে অনেক দুর্নীতির কথা সামনে এসেছে। এই দুর্নীতি রুখতে কেন্দ্র সরকার অনেক দিন থেকে রেশন কার্ডের সাথে ই-কেওয়াইসি (Ration Card e-KYC) করার কথা বলেছে। এই ই-কেওয়াইসি না করলে রেশন বন্ধ হয়ে যাবে। সরকারি নির্দেশ অনুসারে মথুরায় প্রত্যেক রেশন কার্ড ধারীদের ই-কেওয়াইসির সাথে যুক্ত করার কাজ চলছে।
কোথায় e-KYC করতে পারবেন?
ই-কেওয়াইসি করার জন্যে আপনাকে কোথাও যেতে হবে না। আপনি যে রেশন ডিলারের কাছ থেকে রেশন নিচ্ছেন তার কাছে গেলেই হয়ে যাবে। সে আপনার ই-কেওয়াইসি করিয়ে দেবে। সরকারি নির্দেশ অনুযায়ি এই সব ব্যাক্তিদের ই-কেওয়াইসি (Digital Ration Card e-KYC) করানো হচ্ছে। আর এই কাজটি না করলে হ্যর আপনারা আর বিনামূল্যে রেশন নাও পেতে পারেন।
রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক
রেশন কার্ডধারী ব্যাক্তিরা যাতে সহজে এই কাজ করতে পারে তার জন্যে জেলায় সব দোকানে E-POS মেশিন বসান হয়েছে। তাই যাদের রেশন কার্ড আছে তাদের আর অন্য কোথাও না গিয়ে রেশন ডিলারের কাছে গেলেই ই-কেওয়াইসি (Ration Card Aadhaar Link) করে নিতে পারবেন। আরেই জন্য আপনাদের কোন ধরণের টাকা খরচ করতেও হবে না আপনারা একদম ফ্রিতে এই কাজটি সম্পন্ন করে নিতে পারবেন।
রেশন কার্ড KYC করার সুবিধা
আপনার যদি ই-কেওয়াইসি করা থাকে তাহলে আপনি একাধিক সুবিধা পাবেন। আপনার রেশন কার্ড থেকে অন্য কেউ রেশন তুলতে পারবে না। রেশন তোলার সময় বুড়ো আঙ্গুলের চাপ নিয়ে তারপরেই রেশন দেওয়া হবে।
ই-কেওয়াইসি করা প্রতিটি মানুষেরই দরকার। এতে যেমন রেশন ঠিক মত তোলা যাবে অপরদিকে এই নিতে দুর্নীতি ও হবে না। জেলা সরবরাহ কর্মকর্তা জানিয়েছে, অগাস্ট মাসের মধ্যে ই-কেওয়াইসি শেষ করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে।
OBC Certificate নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে চাপে পশ্চিমবঙ্গ সরকার! বাতিল হয়ে যাবে সব?
Ration Card Online e-KYC Process
এর জন্যে আপনাকে আপনার রেশন ডিলারের কাছে জেতে হবে। আপনার রেশন কার্ড এর সাথে আপনার আধার কার্ড নিয়ে জেতে হবে। এরপর নিজের বুড়ো আঙ্গুলের ছাপ E-POS মেশিনে দিলেই ই-কেওয়াইসি হয়ে যাবে।
এছারা, এই কেউ যদি রেশন কার্ডের ভুল সংশোধন (Ration Card Correction) করতে চায় তাও এই মেশিনে মাধ্যমে করতে পারবেন। সরকারের তরফ থেকে রাজ্যের প্রতি রেশন কার্ড ধারী ব্যাক্তিদের ই-কেওয়াইসি করার কথা বলা হয়েছে।
Written by Ananya Chakraborty.