LPG গ্যাস পাওয়া যাচ্ছে না! রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং এর আগে সব জানুন
রান্নার গ্যাস (LPG Gas) বর্তমানে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌছে গিয়েছে। শহর থেকে গ্রাম সব জায়গায় গ্যাস সিলিন্ডার পৌছে গিয়েছে। কাঠ কয়লার উনোন ও স্টোভের জায়গায় নিয়ে নিয়েছে গ্যাস সিলিন্ডার (Gas Cylinder). তবে হঠাৎ শোনা যাচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডারের নাকি সঙ্কট দেখা দিতে পারে। এমনই আশঙ্কা দেখা দিচ্ছে। রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে এমন আশঙ্কার পেছনে রয়েছে একটি কারন (Liquefied Petroleum Gas).
LPG Gas Delivery Delay & Crisis Update in West Bengal.
এই পরিস্থিতিতে যাতে গ্রাহকদের কোনো অসুবিধায় পড়তে না হয় তার জন্যে যাদের ডবল গ্যাস (Double LPG Gas) রয়েছে তাদের একটি গ্যাস শেষ হওয়ার মুখে সাথে সাথে আর একটি সিলিন্ডার বুক করার পরামর্শ দিচ্ছে। কেননা এখন রান্নার গ্যাস সিলিন্ডার বুক করার পর তা পেতে অনেক দিন সময় লেগে যাচ্ছে। তাই গ্যাস সিলিন্ডার শেষ হওয়ার আগে বুক করার কথা বলা হচ্ছে।
এমন কেন ঘটছে?
রান্নার গ্যাসের এমন সঙ্কটের পেছনে মূল কারন হল কল্যাণীতে থাকা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের (Indian Oil Corporation) প্ল্যান্টে দুই মাস ধরে চলা আন্দোলন। কল্যাণীর এই প্ল্যান্টের গেটের সামনে ভারতীয় মজদুর সংঘের সদস্যরা দুই মাস ধরে আন্দোলন চালাচ্ছে। এই আন্দোলন চালাচ্ছেন বিজেপি বিধায়ক এবং তার নেতৃত্বে এই আন্দোলন চলছে।
LPG গ্যাস প্ল্যান্টে আন্দোলন
মঙ্গলবার এই বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের উপস্থিতিতে ওই প্ল্যান্টের ডিলারদের ও Distributor দের মারধর করার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। এই কারনে ডিলার ও Distributor রা এই সমস্যা মেটানোর জন্য জেলা শাসকের (District Magistrate) সাথে বৈঠকে বসবেন। আর তাতেও যদি LPG বা রান্নার গ্যাস নিয়ে কোনো সুরাহার পথ না পাওয়া যায় তাহলে তারাও ধর্মঘট করবে।
এই দিকে এমনিতে 2 মাস ধরে আন্দোলন চলার কারনে গ্রাহকদের কাছে সিলিন্ডার (LPG Cylinder) পৌঁছাতে দেরি হচ্ছে। কোনো কোনো সময় 4 থেকে 5 দিন আবার কোনো কোনো সময় তো 10 দিনও লেগে যাচ্ছে। আর এরমধ্যে যদি ডিলার আর Distributor রাও আন্দোলন এসে বসে তাহলে আরো অসুবিধায় পড়তে হবে গ্রাহকদের।
প্রতিমাসে 1500 টাকা দেওয়া হবে মহিলাদের! কিভাবে আবেদন করলে পাবেন?
কেন আন্দোলন চালাচ্ছে ভারতীয় মজদুর সংঘ?
এই গত 2 মাস ধরে আন্দোলন চালানোর পেছনে মূল কারন হল দুর্নীতি, শ্রমিক শোষণ, কর্মী ছাটাই, বেআইনি ভাবে নিয়োগ ইত্যাদি। এই সব কারণের জন্য 2 মাস ধরে আন্দোলন চলছে। আর এর সাথে যদি ডিলার আর Distributor রা আন্দোলন করতে শুরু করে তাহলে পরিস্থিতি কোথায় এসে দাঁড়াবে তা বলা মুশকিল। তাই এই মুহুর্তে LPG গ্রাহকদের আগাম সতর্ক করে দেওয়া হচ্ছে।
Written by Ananya Chakraborty.