Civic Volunteer: সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা করলো নবান্ন
পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteers in West Bengal) জন্য দারুণ সুখবর দিলো রাজ্য সরকার (Government of West Bengal). বর্তমানে পশ্চিমবঙ্গ এখন আর জি কর (R G Kar) কাণ্ড নিয়ে তোলপাড়। কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায় জেলায় চলছে আন্দোলন। রাজ্যের সাধারন মানুষ থেকে শুরু করে সবাই পথে নেমেছে দোষীর শাস্তির দাবিতে। আর এই মুহুর্তে রাজ্য সরকার এই উত্তাল পরিস্থিতির মধ্যেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে করলেন বড় ঘোষনা (Civic).
Civic Volunteer Bonus Hike News in West Bengal.
আর জি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায় পেশায় ছিলেন সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer). তাই এই ঘটনার পর থেকেই সিভিক ভলেন্টিয়াররা বেশ চর্চায় রয়েছে। ইতিমধ্যে লালবাজার (Lal Bazar) সিভিক ভলেন্টিয়ারদের সব তথ্য চেয়ে পাঠিয়েছে। আর এই মুহূর্তেই রাজ্য সরকার সিভিকদের নিয়ে নতুন ঘোষনা করলেন। সিভিকদের জন্যে সুখবর। রাজ্য সরকার সম্প্রতি সিভিক ভলেন্টিয়ারদের অ্যাড হক বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। পুজোর আগে এই বোনাস দেওয়া হবে বলে জানা গিয়েছে।
সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধি
সিভিক ভলেন্টিয়াররা (Civic Volunteer) সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সামলাচ্ছে। যেমন – ট্রাফিক নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষা এবং আরো নানা রকমের সেবা প্রদান করে থাকে। সেই কারনে সিভিক ভলেন্টিয়ারদের এই অ্যাড হক বোনাস বৃদ্ধির (Bonus Hike) বিষয়টি মূলত তাদের দায়িত্ব এবং পারিশ্রমিক স্বীকৃতি হিসেবে দেখা হয়েছে। সাড়া রাজ্য অনেক জায়গায় সিভিকদের গুরুত্ব বাড়ছে।
এর মধ্যে অনেক Civic Volunteer আছে যারা দীর্ঘদিন ধরে অল্প বেতনে কাজ করছে। তাই তাদের কাছে এই বোনাস বৃদ্ধি একটি অত্যন্ত খুশির খবর। তাহলে এই বোনাস বৃদ্ধি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক। কবে এই টাকা দেওয়া হবে? কিভাবে পাবেন? এই সকল জিজ্ঞাসা সকলের মনে উঠতে শুরু করেছেন তাহলে দেখে নেওয়া যাক।
সিভিক ভলেন্টিয়াররা অ্যাড হক বোনাস বাবদ কত টাকা পাবেন?
এই চলতি বছরই শুরুর দিকে Civic Volunteer দের অ্যাড হক বোনাস বৃদ্ধির কথা বলেছিল রাজ্য। সেই মত এই বছর রাজ্যের সব সিভিকদের বোনাস বাবদ 5300 টাকা দেওয়ার কথা ঘোষনা করা হয়। এর ফলে গ্রাম ও শহরের সিভিকরা একই হারে বোনাস পাবে। তবে এবার পুজোর আগে আবার একবার গ্রাম ও শহরের Civic Volunteer দের অদ্ধিক বোনাস বৃদ্ধি করা হল। এখন থেকে সিভিকরা 6000 টাকা করে অ্যাড হক বোনাস পাবেন। 2023-2024 অর্থবর্ষে এটি চালু হয়েছে।
LPG গ্যাস পাওয়া যাচ্ছে না! রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং এর আগে সব জানুন
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে Civic Volunteer দের মনবল বাড়বে আর কাজের প্রতি তাদের উৎসাহ বাড়বে বলে মনে করা হচ্ছে। আর আগেই অনেকদিন ধরেই সিভিক ভলেন্টিয়ার তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে অসন্তোষ প্রকাশ করছিল। এই বোনাস বৃদ্ধি তাদের ক্ষোভ অনেকটাই প্রশমন করবে। তবে অনেকে মনে করছেন শুধু বোনাস বৃদ্ধি যথেষ্ট নয় সরকারকে সিভিকদের স্থায়ী চাকরি ও অন্যান্য সুবিধা দিতে হবে।
Written by Ananya Chakraborty.