New Scholarship – এই নতুন স্কলারশিপে আবেদনের মাধ্যমে 20 হাজার টাকা পাওয়া যাবে।
পড়ুয়াদের জন্য সুখবর। একটি বেসরকারি সংস্থার তরফে নতুন স্কলারশিপের (New Scholarship) বন্দোবস্ত করা হয়েছে। যাতে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পাবেন। এই স্কলারশিপটি সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
স্কলারশিপটির নাম হল ডক্টর আব্দুল কালাম স্কলারশিপ (Dr. Abdul Kalam Scholarship).
New Scholarship For Male And Female Students.
কিন্তু কারা দিচ্ছে এই স্কলারশিপ (New Scholarship)? এটি একটি বেসরকারি স্কলারশিপ। Buddy4Study নামক একটি সংস্থা দ্বারা এই বেসরকারি স্কলারশিপটি পরিচালনা করা হয়। কত টাকা পাবেন এই স্কলারশিপে? মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য ডক্টর আব্দুল কালাম স্কলারশিপ এর মাধ্যমে বার্ষিক ২০ হাজার টাকা দেওয়া হবে।
কিভাবে নির্বাচন করা হবে? মূলত Academic Score এবং পরিবারের বার্ষিক ইনকামের অনুপাতেই ছাত্র-ছাত্রীদের ডক্টর আব্দুল কালাম স্কলারশিপ (New Scholarship) এর জন্য নির্বাচন করা হবে। যাদের পারিবারিক ইনকাম সবচেয়ে কম এবং একাডেমিক স্কোর খুব ভালো, তারাই অগ্রাধিকার পাবেন। তবে প্রয়োজনে ইন্টারভিউ নেওয়া হতে পারে। আবেদনের সময়সীমা? ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পড়ুয়াদের জন্য এখনো আবেদন শুরু হয়নি। সমস্ত পড়ুয়ারা কলেজে ভর্তি হয়ে গেলেই তারপর আবেদন প্রক্রিয়া শুরু হবে।
আপনারা কিভাবে New Scholarship আবেদন করবেন
- প্রথমেই Buddy4Study.Com ওয়েবসাইটে যেতে হবে।
- ডক্টর আব্দুল কালাম স্কলারশিপ এর অপশন সিলেক্ট করে মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন এর পর Start Application অপশনে ক্লিক করে আবেদন ফরমটি বিস্তারিত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টসহ ফরমটি পূরণ করার পর আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
কারা আবেদন করতে পারবেন New Scholarship এর জন্য
- পড়ুয়াকে ভারতের নাগরিক হতে হবে।
- মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষায় পাস করতে হবে।
- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।
- পারিবারিক বার্ষিক ইনকাম ৩ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
কি কি ডকুমেন্টস লাগবে এই New Scholarship আবেদনের জন্য
- আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড
- উচ্চ মাধ্যমিকের মার্কশীট
- রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
- পরিবারের ইনকাম সার্টিফিকেট
- ব্যাংকের পাসবুকসহ ডিটেইলস
- পাসপোর্ট সাইজ ছবি
- নির্দিষ্ট করছে ভর্তির রশিদ
School Holiday – পড়লো ছুটির ঘন্টা! আগস্টের ছুটি তালিকা অনুযায়ী দেখে নিন বাড়তি ছুটি গুলি।