টেলিকম

Unlimited 5G Data Offer – সীমাহীন 5G পরিষেবা বন্ধ করতে চলেছে Jio Airtel? গ্রাহকদের খরচ বাড়তে চলেছে!

শেষ হবে সীমাহীন 5G ডেটা অফার (Unlimited 5G Data Offer)? ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা Airtel ও JIO তাদের সীমাহীন 5G ডেটা অফার শেষ করতে চলেছে? যারা এখনো 5G ডেটা নেননি তাদের জন্যে খারাপ খবর।2022 সালে ভারতে প্রথম 5G পরিষেবা গুলো চালু করা হয়। আর দেশের বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ও ভারতি এয়ারটেল (Bharti Airtel) প্রথম দেশে 5G পরিষেবা গ্রাহক দের অফার করছিল।

Airtel VI JIO Unlimited 5G Data Offer.

তাদের মধ্যে 125 মিলিয়নের ও বেশি 5G গ্রাহক আছে। এইসব কোম্পানি গুলো 4G হারে 5G কানেক্টিভীটি অফার করছে এবং নির্দিষ্ট প্ল্যান সহ সীমাহীন 5G ডেটা (Unlimited 5G Data Offer). বিশেষজ্ঞরা বলছেন যে এই সব সংস্থা এয়ারটেল ও জিও তাদের সীমাহীন 5G ডেটা অফার করছিল তা বন্ধ করে দেবে খুব শীঘ্র এবং সম্ভবত তাদের 4G প্ল্যান গুলোর রিচার্জ এর দাম এর থেকে 5G রিচার্জ প্ল্যান গুলোর চার্জ (Unlimited 5G Data Offer) বাড়িয়ে দেবে।

বিশ্লেষকদের দিয়ে ইকোনমিক টাইমসের (Economics Times) একটি প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে যে, রিলায়েন্স জিও এবং এয়ারটেল গ্রাহকদের জন্যে তাদের 5G ডেটা অফার বন্ধ করে দেবে। 2024 সালের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া 4G এর তুলনায় নগদীকরণ এবং রাজস্ব বৃদ্ধিকে জাগিয়ে তুলতে 5G পরিষেবার জন্য কমপক্ষে 5 থেকে 10 শতাংশ বেশি চার্জ করবে (Unlimited 5G Data Offer).

জিও এবং এয়ারটেল প্রায় এক বছর ধরে বর্তমান গ্রাহকদের পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবাতে আপগ্রেড করতে প্রলুব্ধ করার জন্য 4G হারে 4G হারে 5G সংযোগ দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছেন যে এটি শীঘ্রই পরিবর্তন হবে। জিও ও এয়ারটেল সারা দেশে 5G পরিষেবা (Unlimited 5G Data Offer) চালু করার প্রস্তুতি নিচ্ছে।

Reliance JIO (রিলায়েন্স জিও)

এই 5G পরিষেবা গ্রহণ করছে অনেকে ফলে গ্রহণের মাত্রা বাড়ার সাথে সাথে নগদিকরনে ফোকাস করছে। মনে করা হচ্ছে এই 2024 সালের শেষের দিকে ভারতে 5G ব্যবহারকারীর সংখ্যা 200 মিলিয়ন ছাড়িয়ে যাবে বলে জানা যাচ্ছে। কিন্তু আবার জিও ও এয়ারটেল তার 4G প্ল্যান এর তুলনায় 5G প্ল্যান গুলোর চার্জ (Unlimited 5G Data Offer) বাড়িয়ে দেবে 5 থেকে 10%. নেটওয়ার্ক প্রদানকারীরা এই বান্ডেল গুলিতে 30-40 শতাংশ বেশি ডেটা অন্তর্ভুক্ত করতে পারে ব্যবহারকে উন্নীত করার জন্য।

JIO বাম্পার রিচার্জ প্ল্যান নতুন বছরের জন্য। 31 তারিখের আগে রিচার্জ করলে বিশেষ ছাড়।

ইতিমধ্যেই তাদের বাজারের অংশীদারিত্বও উন্নত করতে পারে। আর অপর দিকে ভারতের আর একটি টেলিকম সংস্থা VI 5G পরিষেবা চালু করেনি তাদের গ্রাহকদের জন্যে। আর এই Unlimited 5G Data Offer বন্ধ হয়ে গেলে আমাদের দেশের কয়েক কোটি মানুষের খরচ বাড়তে চলেছে বলে মনে করছেন অনেকে। এবারে দেখার অপেক্ষা যে কত টাকা করে খরচ বাড়তে চলেছে সকলের।
Written by Ananya Chakraborty.

এয়ারটেল গ্রাহকদের মাথায় হাত। সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *