অর্থনীতি

Loan On Aadhaar Card – টাকার দরকার হলেই আধার কার্ড থাকলে পাবেন 5 লাখ। এইভাবে আবেদন করুন।

আপনি কি কোনো বিপদে পড়েছেন? তার জন্যে লোন নিতে চান এক্ষুনি? এখন Loan On Aadhaar Card বা আধার কার্ড দেখিয়েই 5 মিনিটে নিতে পারেন 5 লক্ষ টাকা পর্যন্ত লোন (Loan). বর্তমানে অনেক ব্যাংকের তরফ থেকে শুধুমাত্র আধার কার্ড দেখে Instant Personal Loan দেওয়া হয়ে থাকে মাত্র 5 মিনিটে অর্থাৎ আপনার ব্যাংক একাউন্টে টাকা না থাকলেও লোন (Aadhaar Card Loan) এর জন্যে আবেদন করতে পারবেন।

Loan On Aadhaar Card Apply Online.

জীবনে কখন কোন সময় টাকার প্রয়োজন পরবে কেউ বলতে পারে না। রোজগার করে থাকলেও কোনো কোনো সময় লোকের কাছে টাকা ধার করতে হয়। সেই কারনে বিভিন্ন কারনে ব্যাংক থেকে লোন (Bank Loan) নিতে হয়। কিন্তু ব্যাংকের থেকে গতানুগতিক পদ্ধতিতে লোন নিতে গেলে হাজার প্রশ্নের উত্তর দেওয়া, সম্পত্তির প্রমান পত্র, গ্যারেন্টার, বাড়িতে ভেরিফিকেশন, আয়ের প্রমান আরো অনেক জিনিস দেখাতে হয় (Loan On Aadhaar Card).

এর জন্যে সময় লাগে অনেক। আর তাই অনেকের টাকার প্রয়োজন হলেও লোন (Personal Loan) নিতে চান না। তবে এবার থেকে এই নিয়ে আর চিন্তা করতে হবে না। এখন থেকে আধার কার্ড থাকলেই Instant Bank Loan নিতে পারবেন। তাও আবার 5 মিনিটে এবং কম সুদে। কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জেনে নিন। ভারতের সমস্ত নাগরিকদের কাছে আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয় এক নথি (Loan On Aadhaar Card).

এর বিশাল গুরুত্বের জন্য বর্তমানে ব্যাংক একাউন্ট থেকে শুরু করে রেশন সব ক্ষেত্রেই আধার বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষ এতে হয়রানি বোধ করলেও আধার লিংক যে কত বড় উপকারিতা তা আপনারা জানেন না। আপনার ব্যাংক একাউন্ট এর সাথে যদি আধার কার্ড লিংক থাকে তাহলে লোন পেতে পারবেন। তবে আধার কার্ড দেখিয়ে এই লোন সব ব্যাংকের থেকে পাওয়া যায় না (Loan On Aadhaar Card).

Loan On Aadhaar Card Giving Banks

  • State Bank Of India.
  • Kotak Mahindra Bank.
  • HDFC Bank.
  • Punjab National Bank.
  • Axis Bank.
  • Indian Bank.
  • Bandhan Bank.

Loan On Aadhaar Card Apply Criteria

১) এই লোন নিতে গেলে আবেদনকারীর বয়স হতে হবে 21 বছরের বেশি।
২) ব্যাংকের সাথে আধার নম্বর যুক্ত থাকতে হবে।
৩) প্রয়োজনীয় নথি হিসেবে Aadhaar Card ও PAN Card সঙ্গে রাখতে হবে।
৪) গ্রাহক যদি আগে লোন নিয়ে থাকে আর তা শোধ না করে থাকে তাহলে আর লোনের জন্যে আবেদন করতে পারবেন না।

৫) লোন নেওয়ার জন্য গ্রাহকদের Civil Score 750 এর বেশি হতে হবে।
৬) আবেদন করার সময় ব্যাংকের পাশবইতে মিনিমাম ব্যালেন্স (Minimum Balance) থাকতে হবে।
৭) অনলাইন বা অফলাইন যে কোন একটি উপায়ের মাধ্যমে আপনারা এই আবেদন সেরে নিতে পারবেন (Loan On Aadhaar Card).

Personal Loan (পার্সোনাল লোন)

Loan On Aadhaar Card Online Apply Process

১) প্রথমে আপনার উপরের ব্যাংক গুলোর মধ্যে একটিতে যদি একাউন্ট থাকে তাহলে সেই ব্যাংকের নির্দিষ্ট একটি App বা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
২) যেমন ধরুন SBI YONO APP এর মাধ্যমে SBI Instant Personal Loan on Aadhaar Card স্কিমে আবেদন করুন।
৩) অপনার যদি অনলাইন ব্যাঙ্কিং না থাকে তাহলে ব্যাংকে গিয়ে ফর্ম নিয়ে আবেদন করুন।
৪) আপনার Form 16 অথবা ITR Return আপডেট থাকলে সাথে সাথে লোনের আবেদন গৃহীত হবে এবং লোনের টাকা সরাসরি আপনার একাউন্টে ঢুকে যাবে।

SBI HDFC গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। নতুন নিয়ম সম্পর্কে জেনে নিন।

How Much Money You Will Get In Loan on Aadhaar Card

আবেদনকারীর মাসের আয়ের সর্বোচ্চ 10 থেকে 20 গুন পর্যন্ত পার্সোনাল লোন পাওয়ার যোগ্য অর্থাৎ কোনো ব্যক্তির আয় যদি 50 হাজার টাকা হয় তাহলে তিনি 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তবে যদি সেই ব্যক্তির 2 লক্ষ টাকা লোন বকেয়া থাকে তাহলে তিনি নতুন প্রদেয় লোনের ক্ষেত্রে 2 লক্ষ টাকা কম লোন পাবেন। তাহলে কি আপনারা এই লোন (Loan) নিতে চলেছেন?
Written by Ananya Chakraborty.

দেশের মধ্যে সবচেয়ে কম সুদে লোন দিচ্ছে স্টেট ব্যাংক। টাকার প্রয়োজন হলে এইভাবে আবেদন করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *