গুরুত্বপূর্ণ খবর

Ration Card – রেশন তোলার নিয়মে বড় পরিবর্তন করলো সরকার, নতুন নিয়ম চালু।

রেশন কার্ডে (Ration Card) বিনামূল্যে সামগ্রী পেতে হলে সমগ্র রাজ্য সহ দেশবাসীদের এক নতুন নিয়ম মানতে হবে। আর এই নিয়ম যে আর কিছুদিনের মধ্যেই লাগু হতে চলেছে সেটা বলাই বাহুল্য। কারণ রেশন দুর্নীতি নিয়ে রাজ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। জাল রেশন কার্ড দিয়ে অসাধু ব্যক্তিরা অতিরিক্ত রেশন তুলে নিতেন এত দিন ধরে। এই খবর সামনে আসতেই কোটি কোটি জাল রেশন কার্ড (Ration Card) উদ্ধার করছে সরকারি আধিকারিকরা। এই সমস্ত জাল রেশন কার্ড গুলোকে শনাক্ত করে বাতিল করছে খাদ্য দফতর।

Ration Card Withdrawal Rule Change Very Soon In India.

তাই এই জালিয়াতি রুখতে ও রেশন দুর্নীতি বন্ধ করতে কেন্দ্র সরকার বায়োমেট্রিক পদ্ধতি চালু করেছে। পশ্চিমবঙ্গে প্রায় 9 কোটি এবং সারা ভারতবর্ষে প্রায় 100 কোটি মানুষ ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) এর মাধ্যমে প্রতিমাসে ফ্রীতে রেশন এবং এছাড়াও বেশ কিছু সামগ্রী যেমন – কেরোসিন তেল, চিনি ইত্যাদি নির্দিষ্ট মূল্যে দিচ্ছে সরকার।

কেন্দ্র সরকার (Central Government) এই রেশন জালিয়তি রুখতে রেশন কার্ড (Ration Card) এর সাথে মোবাইল নম্বর ও আধার নম্বর সংযোগ করতে নির্দেশ দিয়েছে সব রেশন গ্রাহকদের। আর এই আধার কার্ড সংযোগের ফলে গ্রাহকদের আঙুলের ছাপ দিয়ে রেশন সামগ্রী তুলতে হত গ্রাহকদের। আর যদি আঙুলের ছাপ কোন কারন বসত ম্যাচ না হয় তাহলে মোবাইল নম্বর এর OTP এর মাধ্যমে Verification করে তারপরে রেশন দেওয়া হয়।

কিন্তু তাতেও বেশ কিছু অসুবিধা দেখা দিচ্ছে। অনেক সময় আঙুলের ছাপ ম্যাচ করে না কোনো কারনে আঙ্গুল কেটে গেলে আঙুলের ছাপ ম্যাচ করে না। এর জন্যে অনেক গ্রাহক তাদের রেশন সামগ্রী তুলতে পারে না। আর এই সমস্যা যাতে না হই তার জন্যে নতুন আর একটি পদ্ধতি চালু করেছে কেন্দ্র, তা হল চোখের রেটিনা। এবার থেকে গ্রাহকদের চোখের রেটিনা স্ক্যান করে রেশন সামগ্রী (Ration Card Items) দেওয়া হবে।

New LIC Policy (নতুন এলআইসি পলিসি)

খাদ্য দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যদি গ্রাহকদের আঙুলের ছাপ মিল না হয় তাহলে মোবাইল এর OTP এর মাধ্যমে রেশন বিলি করতে হবে। আর তাতেও যদি অসুবিধা হয় তাহলে চোখের রেটিনা স্ক্যানের মাধ্যমে রেশন সামগ্রী বন্টন করা হবে। আর এই চোখের রেটিনা স্ক্যানে কোন রকম জালিয়াতির সম্ভবনা নেই। তাই এই Ration Card নিয়ে নতুন পদ্ধতি চালু করেছে কেন্দ্র সরকার।

Gold Price Today – সোনার দামে বড় পতন, উৎসবের মরশুমে সবচেয়ে কম দাম কলকাতায়।

আর এই নিয়ম মানলেই রেশন পাবেন গ্রাহকরা। আর যেই তৎপরতায় এই কাজ এগোচ্ছে সেই দেখে মনে করা হচ্ছে যে আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকে বা আগামী ২০২৪ এর জানুয়ারি থেকে এই রেশন কার্ডের সামগ্রী তোলার জন্য (Ration Card Items List) এই নতুন নিয়ম শুরু হতে চলেছে বলে অনেকেই মনে করছেন। আর এই নিয়ম সমগ্র দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও লাগু হয়ে যাবে।
Written by Ananya Chakraborty.

Mobile Id Card – প্রত্যেক মোবাইলের জন্য দেওয়া হবে আলাদা আইডি নম্বর। লিংক না করলে ফোনে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *