টেলিকম

Mobile Recharge Offer – মোবাইল গ্রাহকদের জন্য আচ্ছে দিন! কম খরচে ফের বেশি সুবিধা পাবেন।

Mobile Recharge Offer বা মোবাইলে নতুন প্ল্যান কিনলে আগে অনেক ধরণের নতুন নতুন অফার দেওয়া হত, সেটা কম দামের হোক বা বেশি দামের। কিন্তু এখন এই ধরণের প্ল্যানে এখন আর কোন ধরণের সুবিধা পাওয়া যায় না। উপরন্তু এই সকল প্ল্যানের দাম প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে। আজকে আমরা Mobile Recharge Offer সম্পর্কে একটি প্ল্যান জেনে নিতে চলেছি।

Mobile Recharge Offer For Mobile Users.

আপনার কি আছে BSNL এর সিম। BSNL (Bharat Sanchar Nigam Limited) টার একটি পুরনো রিচার্জ প্ল্যানে (Mobile Recharge Plan) পরিবর্তন এনেছে। BSNL এর গ্রাহক তাদের জন্যে এই প্রতিবেদন। 2020 সালে করোনা আসার সময় দেশের বেশিরভাগ মানুষদের তখন Work Form Home বা বাড়িতে বসে কাজ করতে হত। তাই তাদের জন্যে BSNL এর এই 151 টাকার একটি প্ল্যান (Mobile Recharge Offer) নিয়ে এসেছিল, তখন এই প্ল্যান এর মেয়াদ ছিল 30 দিন।

কিন্তু সম্প্রতি এই প্ল্যানটিতে পরিবর্তন এনেছে BSNL কতৃপক্ষ। এখন জেনে নিন বর্তমানে এই প্ল্যানটিতে কি কি পরিবর্তন আনা হয়েচে। 151 টাকার রিচার্জ প্ল্যানটি (Mobile Recharge Offer) নতুন কোন প্ল্যান নয়। এটা 2020 সালে আনা হয়েছিল। তখন এর মেয়াদ ছিল 30 দিন। পরে এর মেয়াদ পরিবর্তন করে 28 দিন করা। তবে BSNL আবার এই প্ল্যানটির মেয়াদের পরিবর্তন করেছে।

JIO Recharge Plan (জিও নতুন প্ল্যান)

151 টাকার প্ল্যান

BSNL এর এই প্ল্যানটি কোনো প্রিপেড প্ল্যান নয়। এটি ডেটা ভাউচার। এই প্ল্যানটি রিচার্জ করার আগে দেখে নেবেন আপনার আগে থেকে কোনো প্রিপেড প্ল্যান রিচার্জ (Prepaid Plan Recharge) করা আছে কি না। 151 প্ল্যানটিতে এখন 40GB অফার করা হচ্ছে আর এর মেয়াদ 28 দিন থেকে বাড়িয়ে 30 দিন করা হয়েছে। তবে এই সুবিধা বর্তমানে কেবল তামিলনাড়ু সার্কেলের (Tamilnadu Circel) ব্যবহারকারীদের জন্য উপলব্ধ (Mobile Recharge Offer).

সীমাহীন 5G পরিষেবা বন্ধ করতে চলেছে Jio Airtel? গ্রাহকদের খরচ বাড়তে চলেছে!

BSNL এর 151 টাকার প্ল্যানটিতে শুধু ডেটা অফার করে তা নয় বিনামূল্যে ZING Subscription এর সুবিধাও পাবেন। জার প্রতিদিন দিন 1GB থেকে 2GB ডেটা ব্যবহার করতে চান তাদের জন্য এইটি চমৎকার প্ল্যান। আর যেহেতু এই প্ল্যান টিতে প্রচুর ডেটা অফার করছে তাই আপনার প্রিপেড প্ল্যান এর ডেটা শেষ হয়ে গেলে পুনরায় রিচার্জ (Mobile Recharge Offer) করতে পারবেন।
Written by Ananya Chakraborty.

এয়ারটেল গ্রাহকদের মাথায় হাত। সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *