BSNL গ্রাহকদের কথা ভেবে 200 টাকার কমে রিচার্জ প্ল্যান আনলো, প্রতিদিন 2GB ডেটা 70 দিনের জন্য
ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL-র তরফে দেশের মানুষদের জন্য কম খরচে দারুণ রিচার্জ প্ল্যান (Recharge Plan). সম্প্রতি দেশের বেসরকারি টেলিকম সংস্থা গুলো তাদের মোবাইল রিচার্জের (Mobile Recharge Plan Price) দাম বাড়িয়ে দিয়েছে। আর এর ফলে সাধারন মানুষদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আর ঠিক এই মুহুর্তে রাষ্ট্রায়ত্ত কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড মাথা চারা দিয়ে উঠছে ধীরে ধীরে। এখন বহু মানুষ বিএসএনএলে পোর্ট করতে চাইছে নিজেদের সিম (SIM Card).
BSNL Recharge Plan for 70 Days.
আর তাই এই সময়টাকেই কাজে লাগিয়েছে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি। তারা এই মুহুর্তে গ্রাহকদের জন্যে কম খরচে দারুন সব রিচার্জ অফার করছে। আজ আমরা আপনাদের BSNL এর একটি দারুন প্ল্যান সম্পর্কে বলবো যেই প্ল্যানের মাধ্যমে আপনি 200 টাকারও কমে 70 দিনের বৈধ্যতার সাথে প্রতিদিন 2GB ডেটা, Unlimited Plan পেয়ে যাবেন।
BSNL 200 Rupees Recharge Plan
জিও (Reliance Jio), এয়ারটেল (Bharti Airtel), VI তাদের রিচার্জ প্ল্যান গুলোর দাম বাড়ানোর পর, একমাত্র BSNL তাদের গ্রাহকদের সস্তায় রিচার্জ প্ল্যান অফার করছে। যে সব ব্যাক্তিরা কম খরচে বেশি দিন সিম চালু রাখতে চান তাদের জন্য এই অফারটি সেরা। বিএসএনএল এর সাথে আরো অনেক অফার (Recharge Offer) আছে সাধারন মানুষদের জন্যে।
Benefits of This 200 Rupees Recharge Plan
BSNL তার 200 টাকার কমের রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের 70 দিনের বৈধ্যতা অফার করছে। এই রিচার্জ প্ল্যানটির দাম 197 টাকা। যে সব ব্যাক্তিরা কম খরচে বেশি দিন ইনকামিং কল চালু রাখতে চান তাদের জন্যে এই প্ল্যান টি ভালো। এই প্ল্যানটির মাধ্যমে আপনি যে কোন সিমে Unlimited Call করতে পারবেন। এর সাথে পাবেন প্রতিদিন 2GB ডেটা, প্রতিদিন 100 টি SMS সুবিধাও তবে এই গুলোর মেয়াদ শুধু 18 দিন।
18 দিন পর্যন্ত 2GB করে ইন্টারনেট প্রতিদিন ও 100 টি SMS প্রতিদিন ব্যবহার করতে পারবেন। জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এর মত বেসরকারি সংস্থা গুলো দিন দিন তাদের রিচার্জ প্ল্যান গুলোর দাম বাড়ানোর ফলে তাদের গ্রাহকদের মাথায় হাত পরে গিয়েছে। এর ফলে মানুষ এখন সরকারি টেলিকম সংস্থার সিমে (BSNL SIM Port) পোর্ট করতে শুরু করে দিয়েছে।
28 দিনের সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান! অবশেষে গ্রাহকদের স্বস্তি
কিন্তু BSNL-র নেটওয়ার্ক সব জায়গায় ভালো না থাকায় সমস্যা তৈরি হচ্ছে। তবে এই সমস্যা খুব তাড়তাড়ি মিটিয়ে দেবে। আর তাহলে যাদের এলাকায় এই নেটওয়ার্ক ভালো আছে তারা এখনই সিম কিনে বা পোর্ট করার মাধ্যমে নিজেদের এই সমস্যা মিটিয়ে নিতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.