Broadband Internet – প্রতিমাসে মোবাইল রিচার্জ থেকে মুক্তি। SIM কার্ড ছাড়াই আনলিমিটেড ইন্টারনেট পাবেন।
ভারতের টেলিকম বাজারে জিও ও এয়ারটেল নিজেদের আধিপত্য বিস্তার করে নিয়েছে ভালো মত (Broadband Internet). দেশের 1 নম্বর টেলিকম সংস্থা হিসেবে আছে জিও (JIO) এবং দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে আছে এয়ারটেল (Bharti Airtel). এবার এই এয়ারটেল আর জিওকে টেক্কা দিতে বাজারে নেমেছে BSNL. এয়ারটেল ও জিও এর মত টেলিকম সংস্থা তাদের বিভিন্ন ব্রডব্যান্ড প্ল্যানের (Broadband Internet Plan) সাথে OTT এর সুবিধা দিচ্ছে।
BSNL Broadband Internet Will Beat JIO Airtel.
এই কারনে এই সব টেলিকম সংস্থা গুলোর প্রিপেড গ্রাহকদের পাশাপাশি ব্রডব্যান্ড গ্রাহকদের সংখ্যা ও দিন দিন বাড়ছে। এমন অনেক গ্রাহক আছে যারা 5G কানেকশন ব্যবহার করে না তারা অনেকেই এখন রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL এর উপর ই ভরসা করে আছে। BSNL সংস্থা গ্রাহকদের এই ভরসা বজায় রাখার জন্য গ্রাহকদের বিনোদন প্রদানের জন্য ভারত ফাইবারের অধীনে BSNL ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানের (Broadband Internet) সাথে OTT এর সুবিধা দিচ্ছে।
আজ আপনাদের সাথে BSNL Broadband Internet এর দুটি প্ল্যান নিয়ে আলোচনা করবো। সে গুলো হল 599 টাকার বেসিক প্ল্যান আর 699 টাকার ফাইবার বেসিক সুপার প্ল্যান। চলুন এই প্ল্যান দুটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আর এই প্ল্যানের মাধ্যমে আপনারা বিনা কোন সিম কার্ডের মাধ্যমে হাই স্পীড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
599 Rupees BSNL Broadband Internet Plan
BSNL এর এই 599 টাকার ফাইবার বেসিক OTT প্ল্যানে গ্রাহকদের দেওয়া হয় 75 MBPS ইন্টারনেট স্পিড সহ 1 TB অর্থাৎ 1000 GB পর্যন্ত মাসিক ডেটা অফার করা হয়। ফাপ নীতি অনুসারে এই ডেটা ব্যবহার করার পর ইন্টারনেট স্পিড কমে 4 MBPS হয়ে যায়। এই 599 টাকার ফাইবার বেসিক OTT প্ল্যানের সাথে অতিরিক্ত সুবিধা হিসেবে ফ্রি ফিক্সড লাইন কানেকশন এবং Disney + Hotstar সুপার এর কানেকশনও দেওয়া হয়।
699 Rupees BSNL Broadband Internet Plan
BSNL এর এই 699 টাকার ফাইবার বেসিক সুপার প্ল্যানে ফিক্সড লাইন কানেকশন সহ 4 GB পর্যন্ত ডেটা এবং Unlimited ভয়েস কল এর সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানটিতে গ্রাহকদের 125 MBPS স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা দেওয়া হয়। আর ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট এর স্পিড 4 MBPS এ নেমে যায়। উল্লেখ্য, BSNL এর এই প্ল্যানটি পাঞ্জাব সার্কেল বাদ দিয়ে দেশের সব রাজ্যেই পাওয়া যাবে।
ভারতে চালু হচ্ছে বিনা SIM কার্ডে মোবাইল কানেকশন। মাসে মাসে মোবাইল রিচার্জ থেকে মুক্তি।
এই প্ল্যানটিতে বিভিন্ন OTT প্ল্যাটফর্ম এর সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। আর এই Broadband Internet এর গ্রাহকদের সংখ্যা প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে। আর এই কারণের জন্যই আপনারাও এই প্ল্যানের মাধ্যমে এই সকল সুবিধা পেতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই সম্পর্কে আরও জানার জন্য আপনারা ভারত সঞ্চার নিগম লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন।Written by Ananya Chakraborty.
50 দিন বিনামূল্যে আনলিমিটেড ইন্টারনেট পাবে জিও গ্রাহকরা। আম্বানির মাস্টার স্ট্রোক।