সোনার দাম

Gold as Investment – ধনতেরাসের আগে কখন সোনা কিনলে লাভও বেশি পাবেন। আবার ভাগ্যও সাথে থাকবে?

আমাদের দেশে বা রাজ্যে এখন উৎসবের মরশুম চলছে, আর এই মরশুমে অনেকেই Gold as Investment বা সোনা এককথায় বিনিয়োগ হিসাবে কিনে থাকেন। এছাড়াও আমাদের বাঙালি মহিলা বা মেয়েদের গয়নার প্রতি এক আকর্ষণ প্রায় কয়েক শতাব্দী ধরে চলে আসছে। এবারে এই ধনতেরাস (Dhanteras) এর সময়ে কিভাবে সোনা কিনলে আপনারা লাভবান হবেন এবং আপনাদের ভাগ্যও আপনাদের সাথ দেবে? আজকে এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিতে চলেছি।

Special Offer And Discount For Gold as Investment In Dhanteras.

কিছুদিন আগেই লক্ষ্মীপুজো গেল আর কয়েকদিন পর দীপাবলি আর তার আগেই হয় ধনতেরস। এই ধনতেরস অবাঙালি নিয়ম তবে বাঙালিরা এই নিয়মকেও নিজের করে নিয়েছে। কারন বাঙালিরা আপন করতে ভালবাসে। যাইহোক বাঙালি অবাঙালি সবাই এখন এই নিয়ম পালন করেন নিজের সংসারকে মা লক্ষ্মীর কৃপায় আনার জন্য ও সংসারকে ধন ও সম্পদে পরিপূর্ণ করার জন্যে সোনা (Gold as Investment) কিনে থাকেন।

যারা ধনতেরস এর দিন সোনা, রুপো কেনেন। তাদের সোনা রুপো কেনার (Gold as Investment) সঠিক সময় জেনে রাখা উচিৎ এবং সন কিনতে গেলে কী কী করবেন তাও জেনে রাখা উচিৎ। তাহলে চলুন জেনে নিন এই সম্পর্কিত তথ্য। দীপাবলির আগের দিন এই ধনতেরস পালন করা হয়। আগে জেনে নিন ধনতেরস মানে কী ‘ধন’ অর্থাৎ ‘সম্পদ’ আর ‘তেরস’ কথার অর্থ হলো ’13 তম দিন’।

এই বছর ধনতেরস 10ই নভেম্বর এবং দীপাবলি 12ই নভেম্বর। আশ্বিন মাসের ত্রয়োদশী তিথি বা কৃষ্ণপক্ষের 13 তম দিনে ধনতেরস পালন করা হয়। ধনতেরস এর দিন সোনা, রুপো, পেতলের পাত্র কেনা শুভ বলে মনে করা হয়। ঐ দিন এইসব জিনিস কিনলে মা লক্ষ্মী কৃপা করেন। আর সোনা রুপো (Gold as Investment) কিনলে সংসার থেকে অশুভ লক্ষণ দুর হয় আর সৌভাগ্য ও সমৃদ্ধি আসে।

কাশির জ্যোতিষী চক্রপাণি ভট্ট জানাচ্ছেন, বৈদিক ক্যালেন্ডার অনুসারে, এই বছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি 10ই নভেম্বর দুপর 12টা 35 মিনিটে শুরু হচ্ছে। এই তিথি 11ই নভেম্বর রাত 1টা 57 মিনিট পর্যন্ত থাকবে অর্থাৎ 10ই নভেম্বর ধনতেরস। ঐদিন সোনা রুপো (Gold as Investment) কেনার সঠিক সময় সম্পর্কে কাশির জ্যোতিষী চক্রপাণি ভট্ট জানাচ্ছেন।

ধনতেরাসে সোনা কেনার জন্য বিকেল 18 ঘণ্টা 5 মিনিটের একটি শুভ সময় পাবেন। ধনতেরাসে সোনা কেনার সময় 10ই নভেম্বর দুপুর 12টা 35 মিনিট থেকে পরের দিন সকাল ৬টা ৪০মিনিট পর্যন্ত সোনা কিনতে পারবেন৷ সোনা কেনার সঠিক নিয়ম ধনতেরসের দিন সোনা, রুপো, পেতলের বাসন কেনা খুবই শুভ ব্যাপার। ঐদিন সোনা রুপো (Gold as Investment) কিনতে গেলে শুদ্ধ কাপড়ে সোনা কিনতে যাবেন।

SBI Reliance Card (ষ্টেট ব্যাংক রিলায়েন্স ক্রেডিট কার্ড)

আর সোনা কিনে আনার পর তা আগেই লকারে ঢুকিয়ে রাখবেন না তা আগে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন তারপরে সোনা (Gold as Investment) ঘরে তুলবেন। আর এই স্কন কে সব সময় হলুদ কাপড়ে মুড়ে বাড়ির দক্ষিন পশ্চিম দিকে রাখুন কখনই উত্তর পশ্চিম দিকে রাখবেন না এটি অশুভ বলে ধরা হয়। একটি কথা জানিয়ে রাখি, আমরা এই প্রতিবেদনে দেওয়া তথ্যের সত্যতা যাচাই করি না।

LPG Gas Price – রান্নার গ্যাসের দাম বাড়ল একধাক্কায়, মাসের শুরুতেই মধ্যবিত্তের পকেট ফাঁকা।

এছাড়াও আগামী কিছুদিনের মধ্যে আমাদের রাজ্যে ও দেশে বিয়ের মরশুম শুরু হয়ে যাবে আর এই কারণের জন্য এই ধনতেরাস এর সময়ে অনেক বড় বড় দোকানে বিশেষ ছাড় দেওয়া হয় সকলকে, আর আপনারা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ছেলে ও মেয়েদের জন্য এই সোনার গয়না (Gold as Investment) কিনে রাখতে পারেন। আর পূর্বে উল্লেখিত নিয়ম গুলো মেনে চলার আগে নিজেদের বিচারবুদ্ধি দিয়ে বিবেচনা করে মানবেন।
Written by Ananya Chakraborty.

Ration items List – নভেম্বর মাসে কোন রেশন কার্ডে কি কি রেশন মিলবে? দেখে নিন সম্পুর্ন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *