রোজগার

Lottery Ticket – লটারির টিকিট কিনুন এই নিয়ম ও পদ্ধতি জেনে, সব বাম্পার আপনার।

আমরা অনেকেই কখনো না কখনো লটারির টিকিট (Lottery Ticket) কিনে থাকি নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য। কিন্তু সব সময় যে ভাগ্যের ওপরে সব দোষ ছাপিয়ে দিয়ে আমরা শান্ত হয়ে যাই সেটাও ঠিক না। এই কারণের জন্য আমাদের সকলের উচিত কিছু সঠিক বিষয় সম্পর্কে জেনে নেওয়ার খুবই প্রয়োজন আছে। এছাড়াও কর্ম করলে তার ফল দেরি হলেও অবশ্যই পাওয়া যায়, এই কথাটি ১০০ শতাংশ নিশ্চিত।

Lottery Ticket Buying Tips And Tricks.

ভাগ্য কখন কাকে কোন জায়গায় নয়ে যাবে কেউ বলতে পারে না। ভাগ্য কখনো এক ধাক্কায় ধনী আবার এক ধাক্কায় গরিব ও বানিয়ে দিতে পারে। কথায় আছে, আজ যে ফকির কাল সে রাজা। ঠিক তেমনই আপনার ভাগ্য বদলে দিতে পারে লটারি। আবার এই লটারি (Lottery Ticket) আপনাকে ফকির ও বানিয়ে দিতে পারে। ঠিক সেই রকমি একটি প্রমান পাওয়া গেল। তবে লটারিতে জ্যাকপট লাগা সহজ কাজ নয়। কার কখন টাকা বাঁধবে কেউ বলতে পারে না।

তবে এবার এই লটারি (Lottery Ticket) কেটেই ভাগ্যের চাকা ঘুরে গেল সালবিন্দর কুমারের, কোটি পতি হলেন তিনি, তিনি পেশায় একজন কৃষক। ধিয়ানপুরের কৃষক সালবিন্দর কুমার লটারি জিতে রাতারাতি হয়ে গেলেন আড়াই কোটি টাকার মালিক। জানা গিয়েছে, ডিয়ার 500 বাই মান্থলি লটারি থেকে 24.06.2023 তারিখের ড্রতে প্রথম পুরস্কার জিতেছেন। বিজয়ী টিকিটের নম্বর হল 311780।

ইতিমধ্যেই সালবিন্দর কুমার লুধিয়ানায় অবস্তিত নাগাল্যান্ড রাজ্য লটারির নোডাল অফিসারের কাছে পুরস্কারের দাবির ফর্ম সহ তার বিজয়ী টিকিট (Lottery Ticket) জমা দিয়েছেন। বিজয়ীর টিকিট জমা দেওয়ার সময় তার সঙ্গে সন্তান ও পরিবারের সদস্যরা ছিলেন। তিনি 1991 সাল থেকে ডিয়ার লটারির টিকিট কাটছেন কিন্তু এতো দিন পর তিনি ভাবতেই পারেননি যে তার ভাগ্য এভাবে বদলে যাবে।

এক টিকিটেই তিনি আড়াই কোটির মালিক হয়ে যাবেন তা কোন দিন ভাবতেই পারেননি। তিনি বলেছেন, পরিবারের সাথে মনিকরন মাতাকে দেখে ফেরার পর পরিবার তাকে ডিয়ার লটারির টিকিট (DEAR Lottery Ticket) কেনার জন্য উৎসাহ দেন। এরপর এই টিকিটটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।

জানা গিয়েছে, তিনি এই বিশাল পুরস্কার এর অর্থ দিয়ে কৃষি শিল্পকে আরও ভালোভাবে গড়ে তুলবেন এবং বাকি অর্থ সন্তানদের উন্নত শিক্ষা দেওয়ার কাজে নিয়োগ করবেন। স্বভাবতই লটারিতে (Lottery Ticket) এত টাকা পেয়ে খুশি তার পরিবার। এবারে সহজ কিছু পদ্ধতি সম্পর্কে আপনারা জেনে যার মাধ্যমে আপনার একটি ভালো অঙ্কের টাকা জিতে নিতে পারবেন।

Ration Card (রেশন কার্ড)

1) তাড়াহুড়ো না করে শান্ত মনে, সময় দিয়ে চিন্তা করে লটারির টিকিট (Lottery Ticket) কাটতে হবে। এক্ষেত্রে নিজের পছন্দের সংখ্যা দেখেও লটারি কাটতে পারা যায়।
2) অনেকেই শুভ সংখ্যা ও দিন মানেন, তারা নিজেদের শুভ দিন ও শুভ সংখ্যা মেনে টিকিট কাটতে পারেন।
3) আগে যেই নম্বর গুলিতে পুরস্কার উঠেছে সেই নম্বর গুলি বাদ দিয়ে টিকিট কাটতে হবে।

Bangla Sahayata Kendra – বাংলা সহায়তা কেন্দ্র খোলার সুবর্ণ সুযোগ। আগ্রহীরা যোগাযোগ করুন।

4) ৭, ৯ নম্বর থাকা টিকিট কাটা যেতে পারে।
5) বেশিরভাগ পুরস্কার প্রাপ্ত টিকিটে ১ নম্বরটি দেখতে পাওয়া যায়, কেউ চাইলে এই সংখ্যাটি থাকা টিকিট (Lottery Ticket) কাটতে পারে। মানে যেই সকল টিকিটে ১ নম্বর বেশি দেখতে পাওয়া যায় সেই সকল টিকিট কিনতে পারা যেতে পারে।

Ration Card থাকলেই পরিবারের কন্যা সন্তান পাবে 1 লাখ টাকা। নরেন্দ্র মোদীর নতুন প্রকল্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *