গুরুত্বপূর্ণ খবর

Ration Card Aadhaar Link – রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে? অনলাইন পদ্ধতি জেনে নিন

বেশিরভাগ মানুষই জানেন কয়েক বছর ধরেই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক (Ration Card Aadhaar Link) করতে বলছে কেন্দ্র সরকার। আর এই কাজ করা বাধ্যতামূলক। রেশন আধার লিঙ্ক না করলে আপনার রেশন কার্ড (Ration Card) বাতিল পর্যন্ত হতে পারে। তাই এই কাজ করা খুবই গুরুত্বপুর্ণ। আজ এই নিয়েই আপনাদের বলব। রেশন কার্ড হল একটি সরকারি নথি যা পরিবারের সদস্যদের চাল, গম, চিনি, আটা এবং কেরোসিনের মত জিনিস গুলো ভর্তুকি মূল্যে (Government Subsidy) ক্রয় করার অনুমতি দেয়।

Ration Card Aadhaar Link Online Process.

এই নথি মূলত গরিব মধ্যবিত্ত পরিবার গুলোর জন্যে তৈরি করা হয়েছে এবং এটি Public Distribution System এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যার উদ্দেশ্য হল খাদ্য নিরপত্তা করা এবং দেশে দারিদ্রতা কমানো। রেশন কার্ডের বিভিন্ন ভাগ আছে যেমন – যারা গরিব সীমার উপরে (APL), গরিব সীমার নিচে (BPL), এবং অন্ত্যোদয় অন্ন যোজনা যা পরিবারের আর্থিক অবস্থার উপরে ভিত্তি (Ration Card Aadhaar Link) করে বিভিন্ন সুবিধা প্রদান করে।

আধার কার্ডের সাথে রেশন কার্ড কিভাবে লিঙ্ক করবেন?

আপনার রেশন কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করার জন্য রাজ্য সরকারের অনলাইন পোর্টালের মাধ্যমে অনলাইনে (Ration Card Aadhaar Link Online) আবেদন করতে পারবেন। আবার অফলাইনে ও আবেদন করতে পারবেন রেশন দোকানে গিয়ে। আর এই কাজটি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের করে নেওয়া উচিত তাহলে এবারে জানা যাক আপনারা কিভাবে করবেন এই কাজ।

Ration Card Aadhaar Link Online Process

1) পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে যান।
2) নির্দিষ্ট স্থানে রেশন কার্ডের নম্বর বসান।
3) আপনার আধার কার্ড নম্বর দিন।
4) তারপরে আপনার বৈধ্য মোবাইল নম্বর দিন।

5) তারপরে সাবমিট অপশনে ক্লিক করুন।
6) এরপরে আপনার বৈধ্য মোবাইল নম্বরে OTP আসবে সেই OTP দিয়ে প্রক্রিয়াটি শেষ করুন।
7) একটি বিষয় মাথায় রাখবেন যে, প্রতিটি রাজ্যের আলাদা আলাদা নিজস্ব পোর্টাল রয়েছে কারন রেশন কার্ডকে আধার কার্ড এর সাথে লিঙ্ক (Ration Card Aadhaar Link) করার জন্য নির্দিষ্ট কোনো পোর্টাল নেই।

Ration Card Aadhaar Link Offline Process

অফলাইনে PDS Portal Ration Card Aadhaar Link করার জন্যে রেশন দোকানে গিয়ে আবেদন করতে হবে। পরিবারের সবার আধার কার্ডের কপি, রেশন কার্ডের কপি আর যদি আপনার ব্যাংক একাউন্টের সাথে আধার লিঙ্ক করা না থাকে তাহলে ব্যাংক একাউন্টের কপি অন্তর্ভুক্ত করুন। পরিবারের প্রধানের পাসপোর্ট সাইজ ছবি। আর এই সব নথি আপনার রেশন দোকানে গিয়ে জমা দিন।

আধার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক

আপনার আধার ডাটা বেসের বিপরীতে তথ্যটি প্রমাণ করার জন্য তাদের সেন্সরে ফিঙ্গার প্রিন্ট যাচাই প্রদান করুন।
আপনার জমা দেওয়া নথিপত্র গুলো সংশ্লিষ্ঠ বিভাগে পৌছানোর পর আপনাকে SMS বা ইমেল এর মাধ্যমে একটি নোটিফিকেশন পাঠানো হবে। কর্তৃপক্ষ আপনার ডকুমেন্ট গুলো প্রক্রিয়া করবে এবং আপনার রেশন কার্ড সফলভাবে আধার কার্ডের সাথে লিঙ্ক (Ration Card Aadhaar Link) করা হলে আপনাকে জানাবে।

Ration Card Aadhaar Link Using SMS

1) একটি SMS টাইপ করুন যেখানে এই Format টি থাকবে – “UID SEED <WB> <Ration Card Link> <Ration Card Number> <Aadhaar Card Number>.
2) SMS টি 51969 এই নম্বর এ পাঠাতে হবে।
3) আপনার তথ্য গ্রহণ, সফল যাচাই এবং আপনার Ration Card Aadhaar Link করার নিশ্চিতকরণের বিষয়ে আপনাকে নোটিফিকেশন গুলো দেওয়া হবে।

Why Ration Card Aadhaar Link is so Important?

1) ভুয়ো রেশন কার্ড যাতে তৈরি না হয় তার জন্যে আধার কার্ড এর সাথে লিঙ্ক করা জরুরী। এতে অবৈধ্য রেশন কার্ড গুলো তৈরি বন্ধ হবে।
2) অযোগ্য সুবিধাভোগীদের বাদ দেওয়ার জন্য আধার লিঙ্ক করা জরুরী।
3) এই রেশন কার্ড এর সাথে আধার লিঙ্ক সেই ব্যক্তিদের শনাক্ত করতে এবং বাদ দিতে সাহায্য করে যাদের আয় রেশন সাবসিডির যোগ্যতার মানদণ্ডের চেয়ে বেশি।
4) আর নিশ্চিত করে যে শুধুমাত্র তাদেরকেই সুবিধা প্রদান করা হয় যাদের প্রকৃত প্রয়োজন।

LPG (রান্নার গ্যাস বীমা)

5) Ration Card Aadhaar Link পরিচয় এবং বাসস্থানের একটি নির্ভরযোগ্য প্রমান, যা সাবসিটি যুক্ত খাদ্য সামগ্রী এবং কেরোসিন বিতরণে সহজ করে তোলে।
6) এটি একটি বায়োমেট্রিক সক্ষম বিতরণ ব্যবস্থার অনুমতি দেয়, যা PDS স্টোর গুলির জন্য সঠিক সুবিধাভোগীদের সনাক্ত করা সহজ করে তোলে এবং সাবসিডি সঠিক লোকেদের কাছে পৌঁছায়।

টাকার দরকার হলেই CIBIL Score ছাড়া তাৎক্ষণিক ঋণ দিচ্ছে Bajaj Finserv

Ration Card Aadhaar Link Status Check

আপনারা এই পদ্ধতিতে আবেদন করে নিলেও কি করে বুঝবেন যে আপনারদের এই আধার কার্ড রেশন কার্ড লিঙ্ক হয়েছে? খুবই সহজে আপনারা এই কাজটি করতে পারবেন। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেশন ও আধার লিঙ্ক স্ট্যাটাস সম্পর্কে জেনে নেওয়ার মাধ্যমে আপনারা এই জিনিসটি দেখে নিতে পারবেন।Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *