LPG Price – রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে মোদী সরকারের বড় পদক্ষেপ। ভর্তুকি আরও বাড়ানো হবে!
কয়েক মাস আগেই গ্যাস সিলিন্ডারের দামের (LPG Price) যে অবস্থা ছিল তাতে মধ্যবিত্তদের পক্ষে সিলিন্ডার কেনা দুঃসহ হয়ে উঠেছিল। তাই সেই দিকের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) অক্টোবর মাসে গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম কমিয়েছিল। 200 টাকা কমিয়েছিল গ্যাসের দাম তারপরে আবার 100 টাকা ভর্তুকি (LPG Gas Subsidy) বাড়িয়েছিল সরকার এর ফলে গ্যাসের দাম নেমে যায় 1000 টাকার নিচে।
LPG Price Drop Very Soon In India.
আর যারা প্রধানমন্ত্রী উজ্জ্বালা যোজনার (PM Ujjwala Yojana) আওতায় সিলিন্ডার পায় তারা আরও বাড়তি ভর্তুকিতে (LPG Subsidy) রান্নার গ্যাস পাচ্ছেন। তারা গ্যাস সিলিন্ডার পাচ্ছেন 600 টাকায়। 300 টাকা করে ভর্তুকি পাচ্ছে উজ্বালা যোজনার আওতায় থাকা গ্রাহকরা। তবে এবার এর থেকেও বেশি ভর্তুকি পেতে চলেছে উজ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা। উজ্বলা যোজনায় আওতায় থাকা গ্রাহকরা 300 টাকা করে ভর্তুকি পায় (LPG Price).
সেই ভর্তুকি বাড়িয়ে 500 টাকা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। রান্নার গ্যাসের দাম 300 থেকে বাড়িয়ে 500 টাকা করা হলে উজ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের গ্যাসের দাম (LPG Price) 400 টাকায় দাঁড়াবে। এর ফলে উজ্বলা যোজনার আওতায় থাকা প্রায় 10 কোটি উপভোক্তা এবং তাদের পরিবার উপকৃত হবেন। অনেকে উৎসুক হয়ে আছে জানতে যে কবে থেকে ভর্তুকি চালু (LPG Price Drop) হতে পারে?
দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট পেশ করার দিন হল আগামী 1লা ফেব্রুয়ারি। তার আগে 31শে জানুয়ারী সংসদে বসবে অন্তর্বর্তি বাজেট (Union Budget 2024) অধিবেসন। আর এই আসন্ন বাজেট অধিবেশনে সাধারন নিম্নবিত্ত মানুষ গুলোর মুখে হাসি ফুটবে। এই বছরই যেহেতু মোদি সরকারের (Modi Government) মেয়াদ শেষ হতে চলেছে তাই এবার তাদের পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সুযোগ নেই (LPG Price).
মহিলাদের জন্য সর্বশ্রেষ্ঠ প্রকল্প শুরু। লক্ষ্মীর ভাণ্ডার পেলেও আবেদন করুন।
এই বারের বাজেট হবে তিন মাসের জন্য এবং সেই বাজেট হতে চলেছে ভোট অন Account বলেই মনে করা হচ্ছে। তবে তিন মাসের জন্য এই বাজেট সাধারন মানুষদের খুশি করার জন্য হতে পারে। এই বাজেটে অন্য বড় ঘোষনা থেকে গ্যাসের দাম (LPG Price) নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করছে। আর এই ঘসনা হলে শেষমেশ সাধারণ মানুষদের অনেক সুবিধা হতে চলেছে।
Written by Ananya Chakraborty.
প্রকাশ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা! কে কে টাকা পাবে?