Electric Bill: বিদ্যুতের বিলে ছাড় পাবেন, সঙ্গে খরচও কম হবে! রাজ্যবাসী এই দুই কাজ করুন
বিদ্যুৎ বিল (Electric Bill) নিয়ে দারুণ খবর পাওয়া গেল। এবারে ইলেকট্রিক বিলে (Electricity Bill) ছাড়ও পাবেন।এক সময় ছিল যখন বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ (Electric Connection) ছিল না। তখন বিনা বিদ্যুৎ এই মানুষ সারাদিন কাটিয়ে দিত। কিন্তু যুগ উন্নত হচ্ছে তাই যুগের সাথে তাল মিলিয়ে এখন আমাদের দেশের প্রায় সব জায়গায় বিদ্যুৎ (Current) পৌছে গিয়েছে।
Do This Things to Reduce Electric Bill in Your Home
আর তার উপরে যত দিন এগোচ্ছে মানুষ যত উন্নত হচ্ছে তত গরমের প্রকোপও বাড়ছে, কারন নির্বিচারে গাছ কাটা হচ্ছে আর এতে বিশ্ব উষ্ণায়ন (Global Warming) শুরু হয়েছে। আর এই অতিরিক্ত গরমের কারনে মানুষ নাজেহাল। এসী, ফ্যান, এয়ার কুলার ছাড়া চলা অসম্ভব হযে গিয়েছে। আর এই সব বেশি চলায় বিদ্যুৎ বিল বাড়ছে হু হু করে (Electric Bill). মাস গেলে বিদ্যুৎ বিল জমা দিতে গেলে পকেটে টান পরছে সাধারন মানুষদের।
পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল কমানোর সেরা উপায়!
তভে এবার চিন্তা নেই সামান্য কিছু ব্যাপার মেনে চললেই আপনাদের বিদ্যুৎ বিল আসবে কম। এছাড়াও সরকার দিচ্ছে Electric Bill এ ছাড়। চলুন তাহলে দেখে নিন কি কি বিষয় মেনে চললে বিদ্যুৎ বিল কম আসবে? আর বিদ্যুৎ এর বিলে কত টাকা ছাড় দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার? আর এবারে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
- How to Reduce Electric Bill?
অতিরিক্ত বিদ্যুৎ বিলের (Electric Bill) হাত থেকে বাঁচার জন্যে বিদ্যুৎ সাশ্রয়ি LED বাল্ব ব্যবহার করুন। এই বাল্ব গুলো সাধারন বাল্ব এর তুলনায় অনেকটা বিদ্যুৎ সাশ্রয় করে। তাই এই সব বাল্ব ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কমবে অনেকটা। আতিরক্ত গরমে প্রায় সব বাড়িতেই এখন এসী চলে। এই এসীর তাপমাত্রা যদি 24 ডিগ্রিতে রাখেন তাহলে কিছুটা বিদ্যুৎ বাঁচাতে পারবেন।
এসীর তাপমাত্রা 24 ডিগ্রিতে রাখলে বিদ্যুৎ নিয়ন্ত্রনে রাখা সম্ভব। বাড়ির কোথায় বিনা কারনে ফ্যান, এসী, লাইট চালাবেন না। আর এসী, কম্পিউটার টিভি এই সব ব্যবহার না করলে সুইচ অফ করে রাখুন। তাতে কিছুটা হলেও বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে।
পশ্চিমবঙ্গ সরকার হাসির আলো প্রকল্প
পশ্চিমবঙ্গ সরকার কয়েক বছর আগে গরিব মানুষদের কথা ভেবে তাদের জন্য Electric Bill ছাড় দেওয়ার কথা ঘোষনা করে একটি প্রকল্প চালু করে সেই প্রকল্পের নাম হল ‘হাসির আলো’ (Hasir Alo Scheme). এই প্রকল্পের মাধ্যমে গরিব মানুষদের বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হয়। যাদের বাড়িতে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয় তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবে।
এবার আনলিমিটেড কলিং ফ্রি নয়! TRAI-র নির্দেশে গ্রাহকদের আরও খরচ বাড়বে?
এই প্রকল্পে 51-100 ইউনিট স্ল্যাবে 2.5 টাকা প্রতি ইউনিট হিসেবে 187 টাকা 50 পয়সা পর্যন্ত ছাড় মিলতে পারে বিদ্যুৎ বিলে (Electric Bill). তবে এই সুবিধা সবাই পাবে না শুধুমাত্র যারা BPL তালিকাভুক্ত তারাই এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন। আর এই ধরণের কাজ করলে মাসের শেষে ইলেকট্রিক বিলে দারুণ সাশ্রয় করা সম্ভব হবে সকলের জন্য।
Written by Ananya Chakraborty.