ট্রেন্ডিং

ফ্রি রান্নার গ্যাস দেবে সরকার! কোন সরকারি প্রকল্পে কীভাবে আবেদন করবেন

Free LPG Gas

এবারে ফ্রিতে রান্নার গ্যাস দেওয়ার কথা জানা গেল, বিশেষ করে গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্য। ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের জন্য নানা কল্যাণ মূলক প্রকল্প আনা হয়। বিশেষত গরিব ও প্রান্তিক মানুষের দৈনন্দিন জীবন সহজ করতে এই ধরনের স্কিম চালু করা হয়। এর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রকল্প হলো বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ প্রকল্প, যা “উজ্বলা যোজনা” নামে পরিচিত। এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন কে এই সুবিধা পেতে পারেন, কীভাবে আবেদন করবেন, এবং আবেদন করার সময় কী তথ্য ও ডকুমেন্ট লাগবে।

বিনামূল্যে রান্নার গ্যাস দেবে সরকার

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো গরিব পরিবারের মহিলাদের রান্নার জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহ করা। আসলে মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারে দেখা যাক ২০২৫ সালের কারা ও কীভাবে এই স্কিমের সুবিধা পাবেন।

ফ্রি রান্নার গ্যাস পাওয়ার শর্ত

  • যাদের বিপিএল (BPL) কার্ড আছে
  • অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) ভুক্তভোগীরা
  • যারা SC, ST, OBC, সংখ্যা লঘু, তফসিল উপজাতি ও গ্রামীণ দরিদ্র শ্রেণির অন্তর্গত
  • পরিবারের কোনও সদস্যের আগে কোন LPG কানেকশন নেই

কোন প্রকল্পের মাধ্যমে এই সুবিধা দেওয়া হচ্ছে?

সরকারের এই উদ্যোগটি মূলত প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার আওতায় আসে। এই প্রকল্পের আওতায় বিনামূল্যে এলপিজি সংযোগ, প্রথম সিলিন্ডার ও স্টোভ দেওয়া হয়, বর্তমানে PMUY 2.0 চলছে, যেখানে অতিরিক্ত সুবিধা হিসেবে প্রথম রিফিল সিলিন্ডারটিও বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে নির্দিষ্টভাবে আবেদন করতে হবে। আবেদন করার দুইটি উপায় রয়েছে অনলাইনে ও অফলাইনে।

অনলাইনে আবেদন

  1. পিএম উজ্জ্বলা যোজনার ওয়েবসাইটে যান
  2. “Apply for LPG Connection” অপশন সিলেক্ট করুন
  3. নিজের পছন্দ অনুযায়ী এলপিজি সংস্থা (HP, Bharat Gas, Indane) নির্বাচন করুন
  4. প্রয়োজনীয় তথ্য দিন ও ডকুমেন্ট আপলোড করুন

আবেদনের জন্য যে সব ডকুমেন্ট লাগবে

  • আধার কার্ড
  • রেশন কার্ড
  • BPL হওয়ার প্রমাণ
  • ব্যাংক একাউন্টের ডিটেইলস
  • একটি পাসপোর্ট সাইজ ছবি
  • আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

বিনামূল্যে গ্যাস সংযোগে কী কী সুবিধা মিলবে?

  1. ১৪.২ কেজি বা ৫ কেজির এলপিজি সিলিন্ডার সংযোগ
  2. বিনামূল্যে একটি গ্যাস স্টোভ
  3. প্রথম সিলিন্ডার ও রিফিল বিনামূল্যে
  4. রান্নার ধোঁয়া কম হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি কমে

জমি রেজিস্ট্রির জন্য নতুন নিয়ম মানতে হবে! নিয়ম কার্যকর হয়ে গেল

গুরুত্বপূর্ণ কিছু তথ্য

এই প্রকল্প শুধুমাত্র নারী প্রধান পরিবার গুলির জন্য, একজন পরিবারের পক্ষ থেকে মাত্র এক জনই এই সুবিধা নিতে পারবেন, আবেদনকারীকে নিজের নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে, আধার ও ব্যাংক একাউন্ট একই মোবাইল নম্বরে লিঙ্কড থাকতে হবে, যদি আপনি বা আপনার পরিবার এখনও গ্যাস সংযোগ থেকে বঞ্চিত হয়ে থাকেন, তবে এই সরকারি প্রকল্পের সুযোগ অবশ্যই গ্রহণ করুন। এটি শুধুমাত্র রান্না সহজ করে না, বরং মহিলাদের স্বাস্থ্য, সময় ও শ্রম বাচায়। তাই দেরি না করে আজই আবেদন করুন এবং পান বিনামূল্যে গ্যাস সংযোগ।

Related Articles