গুরুত্বপূর্ণ খবর

Ration Items: ৩ মাস রেশন সামগ্রী পাওয়া বন্ধ! আসল কারণ জেনে নিন

ফ্রি রেশন সামগ্রী (Free Ration Items) পাওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি গরীব মানুষেরা এখন নিশ্চিন্তে অন্ন গ্রহণ করে বেচে আছেন। তাদেরকে আর খালি পেটে ঘুমাতে হচ্ছে না, কিন্তু এবারে ফের একবারের জন্য এই রেশন সামগ্রী বণ্টন (Ration Distribution) নিয়ে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে করোনার সময়ে এই ফ্রি রেশন ব্যবস্থা (Ration Card) চালু হয়েছিল, সেই রেশন প্রক্রিয়া আগামী ২০২৬ সাল পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে।

Ration Items Provide Stop for 3 Months

পারিবারিক আয়ের ওপর নির্ভর করে বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ড হয়। বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ডে খাদ্যদ্রব্যের পরিমাণও ভিন্ন হয়। তবে উৎসব ও পুজো পার্বণে, রেশন থেকে অনেক সময় বেশি পরিমাণে খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে। তবে কিছু ব্যক্তি জানাচ্ছেন গত তিন মাস ধরে রেশন (Ration Items) পাচ্ছেন না। হ্যাঁ, এমনই অভিযোগ করছেন তাঁরা।

রেশন সামগ্রী পাওয়া যাচ্ছে না!

এর আগেও রেশনের খাদ্য দ্রব্য বন্টনে কারচুপি নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে যার জন্য সরকার রেশনে অনেক রকম নিয়ম কানুনের ব্যবস্থা করেছে। আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিংক করার কথা জানিয়েছিলেন ফোন নাম্বারে কে কত পরিমাণ রেশন পাবেন তার একটা নির্দিষ্ট ধারণা দিয়ে মেসেজ দেওয়া থাকে। সমস্ত নিয়ম করাই হয়েছে যাতে রেশনে সমস্ত মানুষরা যাতে প্রাপ্য পরিমাণ রেশন সামগ্রী (Ration Items) পেতে পারেন।

কিন্তু তিন মাস যাবত রেশন পাচ্ছেন না এমন অভিযোগ তুলেছেন কেন? কারণ জানা যাচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা রেশন পাচ্ছেন না তাদের বায়োমেট্রিকের যে কাগজ পত্র ছিল সে গুলো পর্যন্ত ঠিকঠাক মিলছে না। জানা যাচ্ছে দত্তপুকুরের একটি ডিলারশিপ থেকে গত তিন মাস ধরে কোন রকম রেশন দেওয়া হচ্ছে না। যে দোকান থেকে ২৫ হাজার মানুষকে রেশন সামগ্রী দেওয়া হত সেই দোকানে খাদ্য সামগ্রী বন্টন (Ration Items Distribution) নিয়ে সমস্যা দেখা যাচ্ছে।

রেশন ডিলারশিপে কোনই নাকি সামগ্রী আসছে না আবার অনেক সময় বলা হচ্ছে রেশন সামগ্রী (Ration Items) হারিয়ে যাচ্ছে। রেশন গ্রাহকরা এই তিন মাস ধরে সেই ডিলারশিপে গিয়ে খালি হাতেই বাড়ি ফিরছেন, এই দিকে অন্ন সংস্থান জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সে সমস্ত মানুষদের। এভাবে আর কতদিন চলবে সেটাও তাঁরা বুঝে উঠতে পারছেন না।

Bangla Awas Yojana (বাংলা আবাস যোজনা)

এই বিষয়ে সে অঞ্চলের উচ্চ পদস্থ কর্ম কর্তাদের জানালেও তাঁরা সঠিক কোনো উত্তর দিতে পারছেনা। বরং তাঁরা এটাও জানাচ্ছে বারংবার করে ডিলারশিপের ওপর চাপ দিলে তার মানসিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে। এই অবস্থায় রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন সামগ্রী (Ration Items) না পেয়ে অনেকটাই সমস্যা হয় দিন কাটাচ্ছে দত্তপুকুর অঞ্চলের মানুষ। কবে এই পরিস্থিতির সুরাহা হবে তার কোনো নিশ্চয়তা নেই।

নভেম্বর মাসে রেশন সামগ্রীর তালিকা। কোন কার্ডে কত কিলো পাবেন?

এই রেশন না পাওয়ার সমস্যা শুধুমাত্র উল্লেখিত একালার মানুষদের ক্ষেত্রেই প্রযোজ্য। রাজ্যের বাকি সকল স্থানে যাদের নথিপত্র ঠিক আছে তারা ঠিক সময়ে রেশন পাচ্ছেন তাদের কোন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Shampa debnath

Related Articles