গুরুত্বপূর্ণ খবর

মে মাসে পশ্চিমবঙ্গে ফ্রি রেশন সামগ্রী। কোন রেশন কার্ডে কী কী মিলবে?

Ration Items List

কেন্দ্র ও রাজ্য সরকার প্রতি মাসেই সাধারণ মানুষকে ফ্রি রেশন সামগ্রী দিয়ে থাকে তাদের সুবিধার জন্য। মে ২০২৫ এও সেই ধারা বজায় থাকছে। আজকে আমরা জানাবো কোন রেশন কার্ড ধারী কত কেজি চাল, গম বা অন্যান্য সামগ্রী পাচ্ছেন এবং কাদের জন্য কী সুবিধা থাকছে। আর এই সকল খাদ্য সামগ্রী পাওয়ার জন্য সকল গ্রাহকদের কিছু দরকারি নিয়ম মানতে হবে সেই সম্পর্কেও আলোচনার শেষে জানিয়ে দেওয়া হয়েছে।

মে মাসে পশ্চিমবঙ্গে রেশন সামগ্রীর তালিকা

অন্ত্যোদয় (AAY) রেশন কার্ডধারীদের জন্য মে মাসের রেশন চাল ২১ কেজি, গম – ১৫ কেজি বা তার বদলে আটা দেওয়া হতে পারে, একাধিক সদস্য থাকলেও ৩৫ কেজির বেশি নয়, কৃষিজ ও শ্রম জীবী পরিবার বেশি উপকৃত হবেন কারণ এই ধরণের মানুষেরাই এই রেশন কার্ডের ভাগে পরে। SPHH ও PHH কার্ডের ফ্রি রেশন তালিকা ৩ – ৫ কেজি চাল ও গম ৫ কেজি, PHH কার্ডধারীরা গরিব ও ন্যূনতম আয় ভুক্ত পরিবারের অন্তর্ভুক্ত। মে মাসে তাদের জন্য কোনো অতিরিক্ত খরচ ছাড়াই খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।

স্পেশাল NFSA (National Food Security Act) কার্ডধারীদের জন্য মে মাসের ফ্রি রেশন, কিছু এলাকায় বিশেষ ক্যাটাগরির কার্ডধারীরা থাকেন যাদের রেশন নিয়মিত আসে, তাদেরও জন প্রতি ৫ কেজি খাদ্য সামগ্রী দেওয়া হবে, চাল অথবা গম, স্থানীয় ডিলারের উপর নির্ভর করে। এবারে আরও কিছু কার্ড নিয়ে জেনে নেওয়া যাক যে এই মাসে কি কি পাওয়া যাবে।

পশ্চিমবঙ্গে খাদ্য সাথী প্রকল্পের RKSY কার্ডের সুবিধা

যাদের কেন্দ্রীয় কার্ড নেই, তারা রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্পের আওতায় ফ্রি রেশন পেয়ে থাকেন, মে মাসে খাদ্য সাথী সুবিধাভোগীরা যা পাবেন – জন প্রতি ৫ কেজি এই কার্ডের গ্রাহকদের গম বা আটা দেওয়া হয়নি বিগত অনেক দিন ধরেই। কিন্তু অনেকেই মনে করছিলেন যে এবার থেকে হয়তো এই সুবিধা দেওয়া হবে কিন্তু সরকারের তরফে এমন কিছু জানানো হয়নি কাউকেই। মে ২০২৫ কার্ডধারীদের জন্য বাড়তি কোনো স্কিম আসেনি, তবে নিয়মিত রেশন দেওয়া হচ্ছে।

রেশন বিতরণের সময়সূচি ও নিয়মাবলী

বিতরণ শুরু ১ লা মে থেকে এবং মাসের শেষ দিন পর্যন্ত সোমবার বাদে ও যে কোন ছুটির দিন বাদের সকাল ও সন্ধ্যে বেলায় এই ফ্রি রেশন সুবিধা দেওয়া হবে। নিজস্ব রেশন কার্ড এবং আধার কার্ড লিংক আছে কিনা গ্রাহককে সেই সম্পর্কে সচেতন হতে হবে নইলে খাদ্য ফ্রি রেশন সামগ্রী পাওয়া যাবে না। তাই যারা এখন এই কাজ করেননি তারা তাড়াতাড়ি নিজেদের রেশন ডিলারদের কাছে এসে এই কাজ শেষ করে নিতে হবে, পরিবারের একজন সদস্য উপস্থিত থাকলেই হবে।

মে মাসে সস্তা রান্নার গ্যাস সিলিন্ডার! দেখে নিন কলকাতায় LPG সিলিন্ডারের নতুন দাম

পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে যেভাবে সাধারণ মানুষের পাশে দাড়াচ্ছে, মে ২০২৫ এও তার ব্যতিক্রম হয়নি। ফ্রি রেশন ব্যবস্থার ফলে বহু গরিব পরিবার উপকৃত হচ্ছেন। আপনার রেশন কার্ড অনুযায়ী কোন সামগ্রী পাবেন, তা ভালো করে দেখে নিন এবং নির্ধারিত সময়ে গিয়ে রেশন সংগ্রহ করুন। এই নিয়ে কোন অভিযোগ থাকলে খাদ্য দফতরের নম্বরে যোগাযোগ করতে পারেন।

Related Articles