প্রকল্প

2000 টাকা পাবেন Yuvasree Prakalpa এর মাধ্যমে। বিনা পরিশ্রমে একাউন্টে দেবে পশ্চিমবঙ্গ সরকার

প্রতিমাসে 2000 করে টাকা পাবে রাজ্যবাসী (Yuvasree Prakalpa). আপনি যদি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও 2000 টাকা পেতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee) যবে থেকে ক্ষমতায় এসেছেন তবে থেকে রাজ্যবাসীর জন্যে নানা ধরনের প্রকল্প চালু করেছেন। এখন পর্যন্ত 70 টির বেশি প্রকল্প চালু করেছেন তিনি (Government Of West Bengal).

Yuvasree Prakalpa Online Apply & Get Rupees 2000.

এই সব প্রকল্প গুলোর মধ্যে আজ একটি প্রকল্প নিয়ে বলব যে প্রকল্প বেকার যুবক যুবতীদের জন্যে। সেই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জেনে নিন। রাজ্য সরকারের যে প্রকল্পের কথা বলা হচ্ছে তা হল যুবশ্রী প্রকল্প (Yuvasree Prakalpa). এই প্রকল্প 2013 সালে 1 লা অক্টোবর প্রথম চালু করেন। যত দিন না বেকার যুবক যুবতিরা চাকরি পাচ্ছে ততদিন তাদের ভাতা দেওয়া হবে।

2013 সালে এমপ্লয়মেনট ব্যাংকের (Employment Bank) তরফে রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পকে (Yuvasree Prakalpa) অনুমোদন দেয়। এই প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতীরা আর্থিকভাবে সাহায্য পায়। আপনি যদি বেকার হন আর আপনিও যদি আবেদন করেন তাহলে এই ভাতা (Allowance) আপনিও পাবেন।

Who Will Apply For This Yuvasree Prakalpa & Apply Age

প্রথমত এই প্রকল্পের সুবিধা পেতে গেলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। রাজ্যের যে সব যুবক যুবতি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কাজ করে না তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। যারা চাকরি করেন এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না। এই প্রকল্পের (Government Scheme) আওতায় বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য ভাতা দেওয়া হয়।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে যারা অষ্ঠম শ্রেণী পাস করেছে তারাই এই Yuvasree Prakalpa আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 45 এর মধ্যে। যে সব নির্বাচিত প্রার্থী বিভিন্ন শিল্প সংস্থাতে প্রশিক্ষণ নেবে তারা এই ভাতা পাবেন। এই ভাতা সর্বনিম্ন 1500 থেকে সর্বোচ্চ 2500 হতে পারে। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা হয় সরকারের তরফে।

Samudra Sathi Scheme (সমুদ্র সাথী প্রকল্প)

যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করবেন কি করে? Yuvasree Prakalpa রাজ্য সরকার 1 লক্ষ যুবকদের বেকার ভাতা দিতে রাজি হয়েছে। এই প্রকল্পে আবেদন করার জন্যে আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তার জন্য তাদের www.employmentbankwb.gov.in ওয়েবসাইটে গিয়ে New Enrollment Job Seeker অপশনে রেজিস্টার করার পর তার প্রিন্ট আউট নিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা দিতে হবে।

এই মাসের Lakshmir Bhandar প্রকল্পের টাকা কবে পাবে মা বোনেরা? মোবাইল থেকে জেনে নিন।

জমা দেওয়ার সময় আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক একাউন্ট সংক্রান্ত নথি জমা দিতে হবে। তাহলে আবেদন করা হয়ে যাবে। আর আপনারা এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অফলাইনের (Yuvasree Prakalpa) মাধ্যমেও করে নিতে পারবেন। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

রাজ্যের কৃষকবন্ধুদের PM Kisan যোজনা মাধ্যমে ভাগ্য বদলাতে চলেছে। আবার একাউন্টে টাকা ঢুকছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *