ট্রেন্ডিং

আরও ৫৫০ টাকা কম! LPG সিলিন্ডারে এই ছাড় পশ্চিমবঙ্গে কিভাবে পাবেন?

রান্নার গ্যাসের দাম বা LPG Gas Price নিয়ে দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের চিন্তা বজায় রয়েছে সর্বদা। কিন্তু এবারে এই চিন্তা থেকে কিছুটা হলেও নিস্তার পেতে চলেছেন সকলে। দিন দিন জিনিস পত্রের দাম যে পরিমানে বাড়ছে তাতে সাধারন মানুষদের সংসার চালাতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর এই জিনিস পত্রের মূল্য বৃদ্ধির (Inflamation) সাথে যুক্ত হয়ে LPG (Liquefied Petroleum Gas), CNG (Compressed Natural Gas) ও PNG (Piped Natural Gas) এর দাম বৃদ্ধি।

Get LPG Gas Cylinder on Less on 550 Rupees.

আর তার সাথে বাড়ছে পেট্রোল ডিজেলের দামও (Petrol Diesel Price). এই গুলোর দাম বাড়ার ফলে মধ্যবিত্তদের পকেটে আর চাপ পড়েছে। এছাড়াও মোবাইলের খরচ এবং বর্তমানে শুনতে পাওয়া যাচ্ছে যে এবারে টিভি দেখার খরচ বাড়তে পারে। কিন্তু এই সব কিছুর মধ্যেই সুখবর দিল কেন্দ্র সরকার (Central Government). আর এবারে দেখে নেওয়া যাক আপনারা কিভাবে এই ছাড় পাবেন।

রান্নার গ্যাসের খরচ কমলো

নতুন মাস শুরু হয়েছে, আর নতুন মাস শুরু হতেই সবার নজর জিনিসপত্রের দামের উপরে। কারন প্রতি মাসে জিনিসপত্রের দাম কখন বৃদ্ধি পায় আবার কখন কমে। আর এই পরিস্থিতিতে মোদী সরকার (Modi Government) এমন অনেক প্রকল্প এনেছেন যাতে মহিলাদের সুবিধা হয়। এমন একটি প্রকল্প হল উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana Free LPG Gas) এই যোজনার মাধ্যমে মহিলাদের (Govt Scheme for Women) নানা রকমের সুবিধা প্রধান করা হয়।

300 টাকা করে ভর্তুকি মিলবে উজ্জ্বলা যোজনায়

সূত্রের মাধ্যমে জানা গিয়েছে উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্যে LPG সিলিন্ডারের সংযোগ দেওয়া হয় আর তার সাথে 300 টাকা করে ভর্তুকি ও দেওয়া হয়। লোকসভা নির্বাচনের আগেই এই ঘোষনা করেছিল মোদিজি। আগামী 2025 সালের 31শে মার্চ পর্যন্ত এই ভর্তুকি দেওয়া হবে। যারা উজ্জ্বলা যোজনার আওতায় আছেন, তারা কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে যথাক্রমে 529 টাকা, 503 টাকা, 502.5 টাকা এবং 518.5 টাকায় কিনতে পারবেন রান্নার গ্যাসের সিলিন্ডার।

Electric Bill (ইলেকট্রিক বিল)

মুম্বাইতে LPG গ্যাসের দাম সব থেকে কম

এই মুহুর্তে কলকাতায় LPG সিলিন্ডার এর দাম পড়েছে 829 টাকা। কিন্তু দিল্লি, মুম্বাই, চেন্নাইতে 14 কেজি LPG সিলিন্ডার এর দাম কম। দিল্লিতে LPG সিলিন্ডার এর দাম 803 টাকা, মুম্বাইতে 802.5 টাক, চেন্নাইতে 818.5 টাকা। হিসেবের নিরিখে মুম্বাইতে সিলিন্ডারের (Mumbai Cylinder Price) দাম সব থেকে কম। কিছু দিন আগেই কেন্দ্র সরকার হোটেল ও রেস্তরার বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial Cylinder Price) দাম কমিয়েছে।

মেয়েরা পাবে ৩০০০, ছেলেরা পাবে ২৫০০। পিএম স্কলারশিপ স্কিম (PMSS) যোগ্যতা ও আবেদন

জুলাই মাস থেকে সাড়া দেশ জুড়ে বানিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অল্প কমেছে। দেশের চারটি মেট্রো শহরের মধ্যে তিনটিতে 19 কেজি বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 31 টাকা এবং একটি মেট্রো শহরে বানিজ্যিক সিলিন্ডার এর দাম কমেছে 30 টাকা। আগে কলকাতায় 19 কেজি বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম চিল 1786 টাকা এখন 30 টাকা কমে দাঁড়িয়েছে 1756 টাকা। দিল্লিতে সিলিন্ডারের দাম কমেছে 1646 টাকা। মুম্বাই ও চেন্নাইতে গ্যাসের দাম 1598 টাকা ও 1809.5 টাকা।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *