ট্রেন্ডিং

LPG Gas: রান্নার গ্যাস পাবেন মাত্র ৪৯৯ টাকায়! পুজোর আগে মধ্যবিত্তের মুখে হাসি

রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Cylinder Price) নিয়ে সব সময় চিন্তায় থাকেন দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষেরা। কারণ বর্তমানে রাজ্যের বন্যার জন্য আমরা দেখতেই পাচ্ছি যে সবজি থেকে শুরু করে প্রত্যেক জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে আর এই কারণের জন্য রীতিমত নাভিশ্বাস উঠেছে সকলের। এমনিতেই পুজোর সময়ে এই সকল জিনিসের দাম আকাশছোঁয়া থাকে (Liquefied Petroleum Gas).

LPG Gas 10 KG Composite Cylinder Price in India

উৎসবের মরশুমে এসে গেল বড়ো সুখবর। ফের সস্তা হতে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডার, মাত্র ৪৯৯ টাকায় মিলবে রান্নার গ্যাস। গ্রাহকদের বিশেষ সুযোগ দিতে চলেছে রাজ্য সরকার। বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষের বাড়িতেই রান্নার গ্যাসের কানেকশন রয়েছে। দীর্ঘদিন ধরেই রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির (LPG Gas Price Hike) বিষয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন রাজ্য তথা দেশের অসংখ্য সাধারণ মানুষ।

৪৯৯ টাকায় রান্নার গ্যাস!

এবার সেই ক্ষোভ প্রশমনের উদ্দেশ্যেই রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে। এর পাশাপাশি, যে সব জায়গায় রান্নার গ্যাসের কানেকশন পৌঁছায়নি, সেই সকল জায়গাতেও কেন্দ্র সরকারের উদ্যোগে রান্নার গ্যাস কানেকশন পৌঁছে দেওয়ার কাজ চালানো হচ্ছে। নিম্নবিত্ত পরিবার থেকে শুরু করে দেশের দুস্থ দরিদ্র পরিবারের মানুষেরাও যাতে রান্নার গ্যাস কানেকশন পান তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Pradhan Mantri Ujjwala Yojana).

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা

যে প্রকল্পের আওতায় কেবলমাত্র সস্তায় রান্নার গ্যাস কানেকশন দেওয়া হয় তা নয়, এর পাশাপাশি সস্তায় গ্যাস সিলিন্ডারও দেওয়া হয়ে থাকে। রান্নার গ্যাস কানেকশন এবং রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে যখন দেশের মানুষদের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করে তখন সেই জায়গায় বাজারে এসেছি কম দামের কম্পোজিট সিলিন্ডার (LPG Gas). রাজ্যের বেশিরভাগ শহরে, একটি ১৪ কেজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার প্রায় ৮২৯ টাকায় পাওয়া যায়।

এই মূল্য অনেক পরিবারের জন্য বোঝা হয়ে উঠতে পারে, বিশেষ করে যাদের আয় কম বা মাসে অনেক কম গ্যাস ব্যবহার করা হয় (LPG Gas). তাদের জন্য এই কম্পোজিট সিলিন্ডার বিশেষ উপকারী। এই কম্পোজিট গ্যাস সিলিন্ডারের দাম মাত্র ৪৯৯ টাকা, যা সাধারণ সিলিন্ডারের থেকে প্রায় ৩৫০ টাকা কম। এটি 10 কেজি গ্যাস ধারণ করে। পাশাপাশি, এটির ওজনও বেশ হালকা এবং এই সিলিন্ডারে গ্যাসের পরিমাণ সহজেই দেখা যায়।

Holiday (পশ্চিমবঙ্গে টানা ছুটি ঘোষণা)

এই কম্পোজিট সিলিন্ডার সেই পরিবারের জন্য খুবই উপযোগী হতে পারে, যাদের গ্যাস কম খরচ হয়। ছোট পরিবার। ভাড়ার বাড়িতে থাকেন। ঘন ঘন জায়গা পরিবর্তন করতে হয়। যাদের ভারী সিলিন্ডার তুলতে অসুবিধা হয়, তারাও অনায়াসেই এটি ব্যবহার করতে পারবেন (LPG Gas). এটি বর্তমানে শুধুমাত্র কিছু বড় শহরেই উপলব্ধ। প্রধানত ইন্ডিয়ান অয়েলের ইন্ডেন কোম্পানি বিক্রি করে এই সিলিন্ডার।

পুজোর ছুটি বাতিলের সিদ্ধান্ত সরকারের! মন খারাপ হল সকলের

এটি সর্বত্র পাওয়া যায় না, বর্তমানে দেশীয় এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তনের আশা নেই (LPG Gas). বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রতি মাসে পরিবর্তন হতে থাকে, কিন্তু দেশীয় সিলিন্ডারের দাম দীর্ঘ দিন ধরে একই রয়েছে। সেই জায়গায় কম্পোজিট সিলিন্ডার আশায় গ্রাহকদের আরো বেশি সুবিধা হবে বলাই যায়।
Written by Sampriti Bose.

Related Articles