এবার 500 টাকায় LPG গ্যাস! গরীব মধ্যবিত্তের কথা ভেবে স্বাধীনতা দিবসের আগে এই সিদ্ধান্ত
রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) নিয়ে দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের চিন্তার শেষ থাকে না। আর বিগত কিছুদিন ধরে এই গ্যাসের দাম এককথায় আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছিল। আর এর ফলে চরম সমস্যার সম্মুখীন হয়েছিল দেশের সকল গরীব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা। কিন্তু বিগত লোকসভা ভোটের আগে কিছুটা দাম কমলেও তেমন কোন সুরাহা হয়নি গ্রাহকদের।
LPG Cylinder on Just Rupees 500.
কিন্তু এবারে রান্নার গ্যাস (LPG Gas) নিয়ে এক দারুণ সুখবর চলে আসলো। এখন থেকে আর 1000 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন না! এখন থেকে 500 টাকায় পাবেন গ্যাস সিলিন্ডার! কিন্তু আদৌ কি এই খবরটি সত্যি নাকি মিথ্যা? এছাড়াও কোন রাজ্যে এই ঘোষনা করা হয়েছে? আর কবে থেকে এই সুবিধা পাবেন গ্রাহকরা? চলুন বিস্তারিত দেখে নিন।
মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস!
আজ থেকে দশ থেকে কুড়ি বছর আগে বাড়ির মহিলারা উনোনে রান্না করত। কিন্তু এতে পরিবেশ দুষিত হত বেশি আর বাড়ির মহিলাদের স্বাস্থ্যও দিন দিন খারাপ হতে শুরু করে। কিন্তু এরপর কিছু বছর পর LPG-র ব্যবহার কিছু জায়গায় হলেও সবার ব্যবহার করার সাধ্য ছিল না। দিন দিন গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) বেড়ে যাওয়াতে সাধারন মধ্যবিত্ত মানুষদের পক্ষে গ্যাস সিলিন্ডার কেনা দুষ্কর হয়ে উঠছিল।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২০২৪
তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসির কথা ভেবে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন যাতে তারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারেন তার জন্যে উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana) চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি 300 টাকা করে ভর্তুকি (Gas Cylinder Subsidy) দেওয়া হয়। আগে 200 করে দেওয়া হত পরে ভর্তুকির পরিমান বাড়ান হয়।
রান্নার গ্যাসের ভর্তুকি
বর্তমানে সাধারন গ্রাহকদের গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে 829 টাকায়। কিন্তু এবার আর এতো টাকা খরচ করতে হবে না। কারন 500 টাকায় পাওয়া যাবে এবার থেকে গ্যাস সিলিন্ডার। এমনি একটি বড় ঘোষনা করল হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সোনি (Haryana CM Nayab Singh Soni). হরিয়ানার মুখ্যমন্ত্রী ঘোষনা করেছেন, পরিবারের পিছু রান্নার গ্যাস সিলিন্ডারের জন্যে 500 টাকা করে উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana LPG) লভ্যার্থীরা পাবেন।
তবে এই যোজনার সুবিধা শুধু মাত্র তারাই পাবেন যাদের পরিবারের বার্ষিক আয় 1.80 লক্ষ টাকার কম হবে। সূত্র মারফত জানা গিয়েছে, হরিয়ানায় এমন পরিবারের সংখ্যা 46 লক্ষেরও বেশি। 2016 সালে প্রধানমন্ত্রী উজ্বালা যোজোনা চালু করেন। চলতি বছর 31 শে মার্চ এই যোজনার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মোদিজি এর মেয়াদ বাড়িয়ে 2025 সালের মার্চ মাস পর্যন্ত করে দিয়েছে। এতো দিন পর্যন্ত এই যোজনার গ্রাহকরা 300 টাকা করে ভর্তুকি পাবেন।
লটারি জেতার ফর্মুলা 2024! একবার জানলেই বারবার পুরস্কার জিতবেন
এই যোজনার দ্বিতীয় পর্যায় অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 শুরু হচ্ছে। এখনও যারা এই যোজনার মাধ্যমে LPG গ্যাসের সুবিধা পাননি, তারা অবিলম্বে এই কেন্দ্রীয় সরকারি প্রকল্প আবেদন করে নিন এবং এই কম খরচে রান্নার গ্যাসের সুবিধা উপভোগ করুন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.