ট্রেন্ডিং

LPG Gas: মাত্র 450 টাকায় রান্নার গ্যাস! 15ই আগস্টের দিন দারুণ সুখবর

রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) নিয়ে দারুণ সুখবর দেশের সকল গ্রাহকদের জন্য। আমরা সকলেই জানি যে বর্তমানে এই রান্নার গ্যাসের দাম নিয়ে সকল গরীব ও মধ্যবিত্ত মানুষরা খুবই চিন্তিত রয়েছেন। কিন্তু মাসের শুরুতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম (Commercial LPG Cylinder) বৃদ্ধি পেলেও বাড়িতে ব্যবহার করার সিলিন্ডারের দাম খুব একটা বৃদ্ধি পায়নি। এতে কিছুটা স্বস্তি পেয়েছে মধ্যবিত্ত।

LPG Gas Price in India.

এবারে রাখির আগেই সরকারের দারুন ঘোষনা। আর কয়েক দিন পরই রাখি। রাখি যে শুধু বোন ভাইদের উৎসব তা কিন্তু নয় এই অনুষ্ঠানের মাধ্যমে সব সম্প্রদায়ের মানুষরা সম্প্রীতির বন্ধনে মেতে ওঠেন। এবার এই রাখি বন্ধনে মহিলদের দারুন এক উপহার দিতে চলেছে দেশের এক রাজ্য (LPG Gas). কি উপহার দিতে চলেছে আর কোন রাজ্যই বা দিচ্ছে তা বিস্তারিত জানাব আপনাদের।

মাত্র ৪৫০ টাকায় রান্নার গ্যাস!

সরকারের তরফ থেকে যে লাডলী বেহেনা যোজনা (Ladli Behena Yojana) স্কীমটি ঘোষনা করা হয়েছে এই বিশেষ স্কীমের মাধ্যমে গ্যাস সিলিন্ডারে দুর্দান্ত ভর্তুকি (LPG Gas Cylinder Subsidy) দেওয়া হবে মহিলাদের। আর মুলত মহিলাদের সুবিধার কথা মাথায় রেখে উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana) আনা হয়েছিল, সেই রকমই এই প্রকল্প। কোন রাজ্যে এই সুবিধা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নিন।

দেশের কোন রাজ্যের সরকার এই ঘোষনা করেছে?

কয়েক মাস যাবৎ LPG Gas-র দাম স্থিতিশীল রয়েছে। কিন্তু বেশি দামে গরিব মানুষদের গ্যাস কেনা মুশকিল হয়ে যায়। তাই এবার রাখি উপলক্ষে মধ্যপ্রদেশ সরকার তাদের রাজ্যের মহিলাদের রান্নার গ্যাস নিয়ে চিন্তা থেকে মুক্তি দিতে চলেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডাক্তার মোহন যাদব ঘোষনা করে জানিয়েছেন, লাডলী বেহেনা যোজনার মাধ্যমে কম দামে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে মহিলাদের।

লাডলী বেহেনা যোজনার মাধ্যমে কত টাকায় গ্যাস সিলিন্ডার?

লাডলী বেহেনা যোজনার মাধ্যমে 450 টাকায় গ্যাস সিলিন্ডার (LPG Gas) পাবেন মধ্যপ্রদেশের মহিলারা। জানা গিয়েছে মধ্যপ্রদেশ সরকার তাদের রাজ্যের মোট 1.29 কোটি মহিলাদের এই সুবিধা দেবে। রাজ্যের মহিলাদের এই সুবিধা দেওয়ার জন্য ইতিমধ্যে মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে 160 কোটি টাকার আলাদা বাজেট ঘোষনা করা হয়েছে। এই যোজনার মাধ্যমে ভর্তুকি দেওয়া হবে মহিলাদের।

Government Schemes (পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি প্রকল্প)

বর্তমানে LPG Gas এর দাম মধ্যপ্রদেশ রাজ্যে হল 848 টাকা। তার উপরে 398 টাকা ভর্তুকি দেবে সরকার অর্থাৎ মধ্যপ্রদেশের মহিলারা যারা এই স্কীমে নিজেদের নাম নথিভুক্ত করেছেন তারা 14.2 কেজি গ্যাস সিলিন্ডার মাত্র 450 টাকায় কিনতে পারবেন। আর এই ভর্তুকির মাধ্যমেই এই 450 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার পাবে মহিলারা, আর এই সুবিধা শুধুমাত্র মধ্যপ্রদেশ রাজ্যের মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য।

এই ব্যাঙ্ক গুলিতে সস্তায় হোম লোন পাওয়া যাচ্ছে! EMI ও সুদের তালিকা দেখে সিদ্ধান্ত নিন

কবে থেকে এই সুবিধা দেওয়া হচ্ছে?

চলতি বছর 23শে জুলাই মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘোষনা করেছিলেন লাডলী বেহেনা যোজনার মাধ্যমে 250 টাকা রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়া হবে মহিলাদের। তবে রাজ্যের দেওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে 1লা আগস্ট থেকেই এই টাকা পেতে শুরু করেছে রাজ্যের মহিলারা। এতে উপকৃত হয়েছে বহু গরিব পরিবার।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *