গুরুত্বপূর্ণ খবর

PMEGP Scheme – আধার কার্ড গ্রাহকদের টাকা দিচ্ছে সরকার। সর্বোচ্চ 10 লাখ টাকা পেতে পারেন।

আপনার কাছে যদি থাকে আধার কার্ড (UIDAI Aadhaar Card) তাহলে আপনি PMEGP Scheme এর মাধ্যমে পেতে পারেন টাকা। হ্যাঁ ঠিক শুনেছেন। রাজ্য দেশ সব জায়গায় চাকরির বাজার খারাপ। তাই অনেকেই চাকরি না পেয়ে ব্যবসার দিকে ঝুকে পড়ছে। কিন্তু ব্যবসা শুরু করতে গেলে লাগে মূলধন। অনেকে মূলধন লাগিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা মূলধনের অভাবে ব্যবসা শুরু করতে পারছে না।

PMEGP Scheme Online Apply Process.

তাই কেন্দ্র সরকার (Central Government) এই সব মানুষদের সাহায্য করার জন্যে নতুন একটি প্রকল্প এনেছে যেখানে আধার কার্ড থাকলে PMEGP Scheme এর মাধ্যমে আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। আর সেই টাকা পরিশোধ করার ক্ষেত্রে 35% ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। চলুন এই প্রকল্পটি (Government Scheme) সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

PMEGP Scheme

প্রধানমন্ত্রীর এই প্রকল্পের নাম PMEGP অর্থাৎ Prime Minister Employment Generation Programme. এই প্রকল্পের অধিনে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা করার জন্যে 2 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি (Govt Subsidy) যুক্ত লোন দিচ্ছে কেন্দ্র সরকার। বেকার ছেলে মেয়েদের স্বনির্ভর (Self Employement) করে তোলার জন্য এই প্রকল্প নিয়ে এসেছে। এই লোন পেতে গেলে কিছু শর্ত মেনে চলতে হবে তাহলেই এই লোন পেতে পারবেন।

PMEGP Scheme লোন পাওয়ার শর্ত

  • এই PMEGP Scheme লোন পেতে গেলে আবেদনকারীর বয়স হতে হবে 18 বছরের বেশি।
  • অন্তত অষ্টম পাশ হতে হবে।
  • শুধু মাত্র নিজের ব্যবসা শুরু করার জন্যেই এই লোন নিতে পারবেন।
  • যারা আগে ব্যবসা শুরু করার জন্যে কেন্দ্র বা রাজ্যের কোন লোন নিয়ে আছেন তারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন না।
  • 2 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে এই PMEGP Scheme এর মাধ্যমে।
  • এই লোনে সুদের হার 11 থেকে 12%.
  • PMEGP Scheme লোন পরিশোধ করার জন্যে 3 থেকে 7 বছর সময় পাওয়া যাবে।
  • কেন্দ্র এই লোন পরিশোধ করার জন্যে ভর্তুকি দেয়। গ্রামে 35% এবং শহরে 25% ভর্তুকির পরিমান।
  • Aadhaar Card, Caste Certificate, PAN Card, প্রজেক্ট রিপোর্ট, শিক্ষাগত প্রমান, বাসিন্দা সার্টিফিকেট ও ব্যাংকের প্রমাণ লাগবে আবেদন করতে হলে।
Ayushman Card (আয়ুষ্মান কার্ড)

PMEGP Scheme এর জন্য কিভাবে আবেদন করবেন?

1) www.kviconline.gov.in বা www.my.msme.gov.in এই দুটি ওয়েবসাইটের যে কোন একটিতে প্রবেশ করুন।
2) এবার সেখানে PMEGP পোর্টালে ক্লিক করুন।
3) এবার Application For Individual অপশনে ক্লিক করুন।
4) এবার যাবতীয় তথ্য ঠিক ভাবে দিয়ে ফর্ম ফিলাপ করুন। শেষে Save Applicant Data অপশনে ক্লিক করুন।
5) পরবর্তী ধাপে উপরে উল্লেখিত প্রয়োজনীয় নথি গুলির সব কপি যথাযথভাবে আপলোড করুন। এরপর Submit বাটনে ক্লিক করুন।

আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীর জন্য। 30শে জানুয়ারির আগে জানুন।

আপনার আবেদন জমা পড়ে গেছে। এবার ওখানে উল্লেখ করা মোবাইল নম্বরে একটি Application ID ও Password আসবে, যা যত্ন করে রেখে দেবেন। পরে কাজে লাগবে। আর যেই সকল যুবক যুবতীরা নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে চাইছেন তারা অবশ্যই এই লোনের জন্য আবেদন করতে পারবেন এবং আপনারা নিজেরাও স্বনির্ভর হন এবং অন্যদেরও সমাজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।
Written by Ananya Chakraborty.

বাড়ি বসেই সহজ কয়েকটি স্টেপ ফলো করে বানিয়ে নিন ডিজিটাল রেশন কার্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *