সোনার দাম

Gold Price Today: সপ্তাহের শুরুতেই কমলো সোনার দাম! 10 গ্রাম সোনা কিনলে কত খরচ হবে?

যে কোন শুভ অনুষ্ঠান মানেই সোনা (Gold Price Today). অন্যান্য ধাতুর তুলনায় সোনার দাম (Gold Rate) সব সময় বেশি থাকে। কারন নারী বা পুরুষ সবারই গহনা হিসেবে হোক আর দুর্দিনে বিপদের হাত থেকে বাঁচতে কাজে আসে এই সোনা (Gold as an Investment). তাই সোনার দাম কখন বাড়ছে কখন কমছে সেই দিকে নজর থাকে সবারই। সামনেই দুর্গাপূজা (Durga Puja 2024) এই সময় অনেকে যেমন নতুন জামা কেনে আবার এমন অনেক মানুষ আছে যারা সোনা কেনে।

Know Gold Price Today and Buy it Before the Price Hike

সেপ্টেম্বর মাসের শুরুতেই দাম লাফিয়ে লাফিয়ে কমতে শুরু করেছিল। তবে বিশেষজ্ঞরা মনে করছে সামনে যেহেতু দুর্গাপূজা আর তারপরই ধনতেরস (Dhanteras 2024). তাই সেই সময় সোনা ও রুপোর দাম (Gold Silver Price) রেকর্ড বাড়বে। তাই আগেই সোনা কিনে রাখা ভালো। আজকে সোনার দাম (Gold Price Today) কেমন আছে দেখে নিন।

22 ক্যারেট হলমার্ক সোনার দাম কত?

10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 66800 টাকা। আজ হলমার্ক সোনার দাম অপরিবর্তিত। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 72000 টাকা। আজ খুচরা সোনার দাম (Gold Price Today) অপরিবর্তিত। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 72870 টাকা। আজ সোনার বাটের দাম অপরিবর্তিত। আর এই দামের সঙ্গে GST এবং মজুরি যোগ হওয়ার ফলে এই দামে অনেকটাই বৃদ্ধি হয়।

গতকাল সোনার দাম কত ছিল?

10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 68400 টাকা। গতকাল 400 টাকা কমছিল হলমার্ক সোনার দাম (Hallmark Gold Price Today). 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 72000 টাকা। গতকাল খুচরা সোনার দাম 400 টাকা কমছিল। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 71600 টাকা। গতকাল সোনার বাটের দাম 400 টাকা কমছিল।

Lottery (লটারি জেতার রাশিফল)

সোনার দামের সঙ্গে পাল্লা দিচ্ছে রুপো!

বর্তমানে সোনার মতো রূপোর গহনার উপরেও চাহিদা বেড়েছে মানুষের। আর এই কারণের জন্য বর্তমানে সমার দামের সঙ্গে পাল্লা দিচ্ছে রুপোর দাম, তাই মানুষ এখন রুপোর দামও জানতে চায়। গতকাল অনেকটা কমেছে রুপোর দাম আজ রুপোর দাম কত আছে দেখে নিন (Gold Price Today). আর সোনার মত এই আসল দামের সঙ্গে আনুসঙ্গিক অনেক দাম যুক্ত হওয়ার ফলে।

টানা ৪ দিন ছুটি থাকবে স্কুল! কবে থেকে ছুটি পাবে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা?

গতকাল কলকাতায় আজ রুপোর দাম কত?

1 কেজি রুপোর বাটের দাম 81850 টাকা। আজ রুপোর বাটের দাম অপরিবর্তিত ছিল। খুচরা রূপার দাম 81950 টাকা। আজ খুচরা রুপোর দাম অপরিবর্তিত ছিল। গতকাল 1 কেজি রুপোর বাটের দাম 81850 টাকা। গতকাল 1750 টাকা কমে ছিল রুপোর বাটের দাম। 1 কেজি খুচরা রূপার দাম 81950 টাকা। গতকাল খুচরা রুপোর দাম 1750 টাকা কমে ছিল।
Written by Ananya Chakraborty.

Related Articles