Gold Price Today – সোনার দামে রেকর্ড পতন পুজোর আগে, আজই কিনলে বিশেষ ছাড় পাবেন।
সোনার দাম (Gold Price Today) একধাক্কায় আবারও ২০০ টাকা কমল কলকাতায়। গত সপ্তাহের শেষ লগ্নে সোনার দাম কিছুটা বাড়লেও এই সপ্তাহের প্রায় মধ্যলগ্নে এসে সোনার দাম কমায় খুশি হয়েছেন সোনা ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষই। তবে এবার শুধু সোনাই নয় কমলো রুপোর দামও। উৎসবের মরসুমে একই দিনে সোনার এবং রুপোর উভয়েরই দাম কমে যাওয়ায় লক্ষ্মী লাভ হতে পারে বলে আশা করছেন বিক্রেতারা।
Silver And Gold Price Today.
জিএসটি (GST) এবং টিসিএস (TCS) বাদে আজকে কলকাতায় সোনার রেট। ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১ গ্রামে ৫৯৯৫ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৫৯৯৫০ টাকা। ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার বাটের দাম ১ গ্রামে ৫৯৮০ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৫৯৮০০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম (Gold Price Today) ১ গ্রামে ৫৬৮৫ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৫৬৮৫০ টাকা। এই দাম ২৬ শে সেপ্টেম্বর অনুসারে।
সোমবার কলকাতায় সোনার দাম কমার হার, সোমবার পাকা সোনার বাটের দাম ছিল ২৪ ক্যারেট ১০ গ্রামে ৫৯৬০০ টাকা। আজ পাকা সোনার বাটের দাম (Gold Price Today) ২৪ ক্যারেট ১০ গ্রামে ৫৯৫০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দাম কমেছে ১০০ টাকা।সোমবার খুচরো পাকা সোনার বাটের দাম ছিল ২৪ ক্যারেট ১০ গ্রামে ৫৯৯০০ টাকা।
আজ খুচরো পাকা সোনার বাট ২৪ ক্যারেট ১০ গ্রামে ৫৯৮০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে খুচরো পাকা সোনার বাটের দাম কমেছে ১০০ টাকা। সোমবার হলমার্ক সোনার গয়নার দাম (Gold Price Today) ছিল ২২ ক্যারেট ১০ গ্রামে ৫৬৯৫০ টাকা। আজ হলমার্ক সোনার গয়নার দাম ২২ ক্যারেট ১০ গ্রামে ৫৬৮৫০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে হলমার্ক সোনার গয়নার দাম কমেছে ১০০ টাকা।
জিএসটি এবং টিসিএস বাদে আজকে কলকাতায় রূপোর রেট, আজ রুপোর দাম প্রতি কেজি বাটে ৭৩১০০ টাকা। খুচরো রুপোর দাম প্রতি কেজি বাটে ৭৩২০০ টাকা। ২৫ সেপ্টেম্বর, সোমবার এর তুলনায় আজ কলকাতায় রূপোর দাম কমার হার, সোমবার রূপোর দাম (Gold Price Today) প্রতি কেজি বাটে ছিল ৭৩৩০০ টাকা। আজ রুপোর দাম প্রতি কেজি বাটে ৭৩১০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে রুপোর দাম প্রতি কেজি বাটে কমেছে ২০০ টাকা।
Holiday – দুর্গাপুজোয় ছুটি নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, এই সিদ্ধান্তে খুশি সবাই।
সোমবার খুচরো রূপোর দাম প্রতি কেজি বাটে ছিল ৭৩৪০০ টাকা। আজ খুচরো রুপোর দাম প্রতি কেজি বাটে ৭৩২০০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজকে খুচরো রুপোর দাম প্রতি কেজি বাটে কমেছে ২০০ টাকা। এক্ষেত্রে উল্লেখ্য ২৪ সেপ্টেম্বর, রবিবারও রুপোর দাম ১০০ টাকা কমেছিল। সব মিলিয়ে উৎসবের মরসুমে প্রায় প্রতিদিনই সোনা ও রূপোর দাম (Gold Price Today) কমায় স্বস্তি পাচ্ছেন ক্রেতা ও বিক্রেতা সকলে।
Teacher Recruitment – পশ্চিমবঙ্গে এক ধাক্কায় 80 হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য। সবার আগে নিয়ম