সোনার দাম

Gold Price Today – সোনার দামে বড় পতন, উৎসবের মরশুমে সবচেয়ে কম দাম কলকাতায়।

সোনার দামে (Gold Price Today) ফের পরিবর্তন হল ধনতেরাস এর পরে। বিগত কিছুদিন ধরে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল সোনার দাম (Gold Price). কিন্তু এখন ফের একবারের জন্য আবার নিম্নমুখী হল এই সোনালি ধাতুর দাম। আর এর ফলেই অনেকেই খুশি হয়েছেন। কারণ আর কিছু দিন পরে আমাদের রাজ্যে বিয়ের মরশুম শুরু হতে চলেছে। কারণ আমরা সকলেই জানি যে পুরো শীতের মাস জুড়ে চলবে বিয়ের মরশুম। আর এই সময়ে সকলেই নিজেদের ছেলে ও মেয়েদের সোনার গয়না দিয়ে থাকেন।

Gold Price Today In Kolkata.

বাঙালিদের পুজোর আমেজ এখনো শেষ হয়নি। কালীপুজো এখনো বাকি আছে। আজকে কালীপুজো বা দীপাবলি (Diwali). আর আজ অবাঙালিদের মতে ছোটি দিওয়ালি আর বাঙালিদের মতে ভুত চতুর্দশী। গতকাল ছিল ধনতেরস আর এই দিন অনেকেই সোনা রুপোর (Gold Price Today) জিনিস কেনে। গতকাল সোনার দাম কিছুটা নিম্নমুখী ছিল তাই সাধারন মানুষরা কিছুটা সস্তি পেয়েছিল।

কিন্তু রুপোর দাম অপরিবর্তিত ছিল। আজ কেমন থাকবে সোনা রুপোর দাম (Gold Price Today) জেনে নিন।সোনার দাম (Gold Price Today) দিন দিন যত বেড়ে যাচ্চে তাতে সাধারন মানুষদের পক্ষে সোনা রূপো কেনা দুষ্কর হয়ে উঠেছে। গত তিন চার দিন সোনার দাম অনেকটাই নিম্নমুখী ছিল। দুর্গাপুজো লক্ষ্মীপুজোতে দাম কমেনি সোনা রুপোর। ধনতেরস এর দিন অল্প কিছুটা দাম কমেছিল তবে আজকে কেমন দাম থাকবে?

আজ সোনার দাম (Gold Price Today) 10 গ্রাম 24 ক্যারেট (24 Carat Gold) সোনার বাটের দাম 61090 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 61250 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম (22 Carat Hallmark Gold Price Today) 56000 টাকা। আজ রুপোর দাম (Silver Price) প্রতি কেজি রুপোর বাটের দাম 71300 টাকা।
প্রতি কেজি খুচরা রুপোর দাম 74000 টাকা।

West Bengal (পশ্চিমবঙ্গ)

গতকাল, শুক্রবার, 11ই নভেম্বর সোনার দাম (Gold Price Today) 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 60550 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 60850 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 57850 টাকা।গতকাল শুক্রবার 11ই নভেম্বর রুপোর দাম (Silver Price) প্রতি কেজি রুপোর বাটের দাম 70650 টাকা।
প্রতি কেজি খুচরা রুপোর দাম 70750 টাকা।

Dearness Allowance – কেন্দ্রীয় হারে DA ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, সরকারি কর্মীদের জন্য সুখবর।

আর এই মূল্য কম থাকতে থাকতে আপনারা সকলে নিজেদের ইচ্ছে ও সামর্থ্য অনুসারে সোনার গয়না কিনে রাখুন এবং এই কম দামের সুযোগ নিন। কারণ আজ দীপাবলি হওয়ার জন্য কলকাতায় অনেক বড় বড় দোকানে আপনারা আকর্ষণীয় ছাড় পাবেন এবং এই সুযোগে আপনারা খুবই কম খরচে এই সোনা (Gold) বা সোনার গয়না কিনে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Dhanteras Horoscope – দীপাবলি ও ধনতেরাসে এই 5 রাশির ভাগ্য খুলবে। কেরিয়ার, ব্যবসা ও

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *